শেষ মুহূর্তে হারের মুখ থেকে রক্ষা পেল হায়দরা🅷বাদ। শনিবার ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করে ম্যাচ ড্র করল হায়দরাবাদ। ম্যাচের ফলাফল ১-১। এই ম্যাচে নিজেদের মাঠে ১০ জনকে নিয়ে খেলেছিল মুম্বই এফসি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনা। একদিকে যেমনই মুম্বই লাগাতার সুযোগ হাতছাড়া করে। তেমনি কড়া ডিফেন্স করতে দেখা যায় হায়দরাবাদকেও। পরে যদিও গোল পায় মুম্বই, তবে শেষ পর্যন্ত সেই গোল রক্ষা করতে পারেনি তারা। সৌজন্যে হায়দরাবাদের শেষ মুহূর্তের আক্রমণ এবং লড়াকু মানসিকতা। ৭৬ মিনিটে গোল পায় মুম্বই এফসি। সেই গোলটি হায়দরাবাদের দ্বারা আত্মঘাতী হয়ে যায়। পরে ৯৭ মিনিটে সেই গোল শোধ করে হায়দরাবাদ। সেটাও আত্মঘাতী গোলের দ্বারা।
শনিবার ম্যাচটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের সিটে বসিয়ে রাখতে বাধ্য করে। খেলার পাঁচ মিনিটের মাথায় বিক্রম ไপ্রতাপ সিংকে একটি গোল করার সুযোগ করে দেন জর্জে পেরেরা দিয়াজ। কিন্তু সুযোগটি সদ্ব্যবহার করতে পারেননি তিনি। তবে তারꦍ ২ মিনিট বাদে তাঁকে মাঠ ছাড়তে দেখা যায়।
তবে এই ম্যাচে যে জিনিসটি ফুটবল খেলায় সচরাচর দেখা যায়না, সেটিই ঘটে। এদিন মুম্বই সিটি এফসির গোলরক্ষক পূর্বা লাছেনপাকে লাল কার্ড দেখানো হয় এবং তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। জানা গিয়েছে, দুটি ডিফেন্ডার কাটিয়ে গোল পোস্টের দিকে আসা হায়দরাবাদ এফসির উইঙ্গার জো নলেসকে নির্মমভাবে ট্যাকেল করেন। তবে লাছেনপার থেকেও মুম্বাইয়ের কোচ ডেস বাকিংহাম বেশি ক্ষুব্ধ হন তার ডিফেন্ডারদের উপর নলেসকে রুখতে না পারায়। এই লাল কার🅠্ড পাওয়ায় ১০ জনে খেলতে হয় মুম্বইকে। ম্যাচের একেবারে শুরুতেই এমন ঘটনা ঘটে যাওয়ায় বেশ চাপেই পড়ে যায় তারা।
যদিও তাতেও মুম্বইকে রোখা অত সহজ হয়নি। মুম্বই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং লাগাতার অ্যাটাক করতে থাকে বিপক্ষকে। ৭৬ মিনিটের মাথায় হায়দরাবাদের আত্মঘাতী গোল হওয়ায় ম্যাচে এগিয়ে যায় মুম্বই। আত্মঘাতী গোলটি করেন মনোজ মহাম্মদ। এরপরেই শুরু হয় হায়দরাবাদের আক্রমণ। নির্ধারিত সময় পেরিয়ে গিয়েও এক্সট্রা টাইমে তারা দুর্দান্ত খꦫেলা দেখায়। শেষ মুহূর্তে ৯৭ মিনিটে, জো নলেসের একটি নিখুঁত শট জোসে লুইস এস্পিনসা আরোয়ের বুকেღ লেগে মুম্বইয়ের জালে জড়িয়ে যায়। এবং তার সাথে ম্যাচে ফিরে আসে হায়দরাবাদ এফসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।