আই লিগে ফের আসতে চলেছে বড়সড় পরিবর্তন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বৈঠকের পর তা জানা গেল। যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তাতে ভালো এবং খারাপ দুই রকমই খবর রয়েছে ফুটবলপ্র♒েমীদের জন্য। আই লিগ প্রথম ডিভিশনে খেলার জন্য পাঁচটি নতুন দল তাদের আগ্রহ প্রকাশ করেছে এবং বিড জমা দিয়েছে। ইন্ডিয়ান উইমেনস লিগে একটি দ্বিতীয় স্তর যুক্ত করা হবে।
সর্ব ভারত𒊎ীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, যে সংস্থাগুলি নতুন দলের জন্য বিড করেছে তারা হল বেনারস, দিল্লি, বেঙ্গালুরু, গুরুগ্রাম এবং লুধিয়ানা থেকে খেলবে। এই দলগুলি নাম নথিভুক্ত হওয়ায় প্রমাণিত হচ্ছে যে আইএসএল খেলার জন্য আই লিগ একমাত্র পথ। বিডের উপর নির্ভর করে, ২০২৩-২৪ আই লিগের প্রথম বিভাগে দলের সংখ্যা নির্ধারণ করা হবে। আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি এবং মিনার্ভা এফসিও সফলভাবে বিডিংয়ের পরে এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছিল।
এই খুশির খবরের সঙ্গে সঙ্গে দুঃসংবাদও আছে। এই বছর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের 🌺পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, আইএসএলের রিজার্ভ দলগুলিকে আই লিগের দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশনে অনুমতি দেওয়া হবে না। যার ফলে এর প্রভাব সরাসরি গিয়ে পড়বে অনেক ফুটবলারদের উপর। তারা মরশুম জুড়ে বেশি ম্যাচ খেলতে পারবেন না। গত বছর আইএসএলের ছয়টি রিজার্ভ দল আই লিগের দ্বিতীয় ডিভিশনে খে🐬লে। যার ফলে তারা অতিরিক্ত ৬ থেকে ৮টি ম্যাচ খেলতে পারে। কিন্তু এই বছরে তা আর সম্ভব হবে না।
এআইএফএফ-এর মহাসচিব শাজি প্রভাকরণ দিল্লি থেকে হিন্দুস্তান টাইমসকে ফোনে বলেন, 'আইএসএলের রিজার্ভ দলগুলি চূড়ান্ত রাউন্ডে যেতে পারে না। প্রায়শই প্রতিটি গ্রুপের একটি করে রিজার্ভ দল থাকে না। ফলে এই প্রতিযোগিতাটিকে একমুখী করে তুলেছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' বাদ পড়া আইএসএলের রিজার্ভ দলগুলি একটি ডেভেলপমে✃ন্ট লিগে খেলতে পারে ব♌লেও তিনি জানিয়েছেন। উল্লেখ্য ডেভেলপমেন্ট লিগে ২০২২-২৩ সালে ৫৯টি দল অংশ নেয়।
২০২৩-২৪ মরশুমে আই লিগের দ্বিতীয় ডিভিশনে আটটি দল থাকবে। তারা হল কলকাতার ইউনাইটেড এসসি, এফসি বেঙ্গালুরু ইউনাইটেড এবং মুম্বইয়ের অম্বরনাথ ইউনাইটেড, আটলান্টা এফসি সহ ৫টি দল। যারা সবাই ফাইনাল রাউন্ড খেলেছে কিন্তু আই লিগ প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। মেয়েদের খেলাতেও প্রমোশন থাকবে। তবে অবনমন থাকছে না। এই মরশুমের প্রথম স্তরে ৮টি দল থাকবে। যা গত বছরের দলের সংখ্যার অর্ধেক। দুটি গ্রুপের প্রথম চারে থাকা দলগুলি স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ পাবে। নিচের দুই দলকে অবনমন করানো হবে। দ্বিতীয় ডিভিশনে রাজ্য চ্যাম্পিয়ন থাকবে এবং শীর্ষ দুই দলকে ২০২৪-২৫ মেয়েদের𒁏 প্রথম বিভাগে উন্নীত করা হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।