এখনই শতবার্ষিকী অনুষ্ঠান হচ👍্ছে না ইস্টবেঙ্গলের। করোনার কারণেই সাময়িক ভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ইমামির সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার পরেই শতবার্ষিকী অনুষ্ঠান নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করবেন লাল-হলুদ কর্তারা। তবে তারা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন, জীবনকৃতি সম্মান দেওয়া হবে দুই প্রাক্তন ফুটবলার গৌতম সরকার এবং স্বপন সেনগুপ্তকে।
আর🌄ও পড়ুন: চূꦇড়ান্ত চুক্তি কবে? ইস্টবেঙ্গল কর্তাদের গড়িমসিতে বিরক্ত লগ্নিকারী সংস্থা ইমামি!
মঙ্গলবার ক্লাবের কার্যকরী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এই মরশুমে ইস্টবেঙ্গলের ধাপে ধাপে ভারত গৌরব সম্মান-সহ অনুষ্ঠানের অন্যান্য পুরস্কার প্রা♏পকদের নাম ঘোষণা করা হবে। ১ অগস্ট প্রতিষ্ঠা দিবসে সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা-সহ নানাবিধ সমাজিক কাজে অংশগ্রহণ করবে ইস্টবেঙ্গল ক্লাব।
আরও🀅 পড়ুন: ISL-র রোডম্যাপ তৈরির বৈঠকে গরহাজির ইস্টবেঙ্গল, পুজোর একাদশীতে সম্ভব✃ত বোধন লিগের
তবে এই সবের মাঝেই এই সভার মূল আলোচনার 💞বিষয়বস্তু ছিল ইমামির সঙ্গে চুক্তির পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, তা বিশ্লেষণ করে জানানো। পরে ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছিলেন, ‘বিভিন্ন ইস্যু নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনার পর্ব শেষ হয়ে গিয়েছে। সামান্য যে দু’-একটা পয়েন্ট নিয়ে মত পার্থক্য ছিল, সেগুলিও সমাধান হয়ে গিয়🌜েছে। এবার পুরো ব্যাপারটার আইনি রূপ পেতে কিছুটা সময় তো লাগবেই। আর সেই সময়টা ইমামিকে দিতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।