স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার। সেই স্বপ্নের উড়ানেই চেপে বসেছিল দুই ফুটবলার। রাজা বর্মন আর সুব্রত মুর্মুর স্বপ্নগুলো অবশ্ಌয কঠিন বাস্তবের সামনে কোথায় যেন হারিয়েই গেল। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুটবলার হওয়ার স্বপ্নে ইতি টানতে বাধ্য হলেন এই দুই উঠতি তারকা।
গরীব পরিবার থেকে উঠে ꧟আসা ফুটবলার তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ফুটবলার হওয়ার স্বপ্নেই জল ঢেলে দিলেন। এটা কোনও নতুন ঘটনা নয়। বছরের পর বছর ধরে এমনটাই হয়ে আসছে। হারিয়ে যাচ্ছে বহু প্রতিভা। পরিবারের অভাব অনটনের কারণে ফুটবলার কোটায় চাকরিতে যোগ দিতে বাধ্য হন উঠতি প্রতিভারা। পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন ভুলে তাঁরা চাকরিতে যোগ দেন। সেই গণ্ডির ম♚ধ্যেই আটকে যায় তাঁদের ফুটবল।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের তারকা 💝মিডফিল্ডারকে সই করিয়ে চমক🧸 দিল মহমেডান
গত সোমবারই চাকরির জন্য দল ছেড়েছিলেন লাল-হলুদ রক্ষণভাগের অন্যতম 🌳ভরসা শুভেন্দু মান্ডি। ছাড়পত্র নিয়ে অন্য কোনও দলে যোগ দেননি। আসলে ফুটবল ক্যারিয়ারে ইতি টেনে পুলিশের চাকরিতে যোগ দেন তিনি। চলতি ফুটবল লিগে দলের হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করছিলেন। হয়তো আরও কিছু দিন পর লাল-হলুদের সিনিয়র দলেও ডাক পেতে পারতেন। কিন্তু সেই অনিশ্চয়তায় না থেকে শুভেন্দু মান্ডি যোগ দিতে পুলিশের চাকরিতে। এখন শুধু পুলিশ দলের হয়ে ফুটবল খেলবেন তিনি। শুভেন্দুর পেশাদার ফুটবল থেকে সরে যাওয়া নিয়ে অনেকেরই আফসোস রয়েছে। এবার এই তালিকায় যুক্ত হল আরও দুই উঠতি প্রতিভার নাম।
চলতি প্রিমিয়ার ডিভিশন লিগে ময়দানের অন্যতম শক্তিশালী দল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে খেলা রাজা বর্মন ও সুব্রত মুর্মু রেলের চাকরির জন্য বড় ফুটবলার হওয়ার স্বপ্নে ইতি টানলেন।দুই তারকাই দলকে ম্যাচ জেতাতে গুরু💛ত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুব্রত স্ট্রাইকার। বেশ কিছু চোখ ধাঁধানো গোল রয়েছে সুব্রতর। রাজা আবার তিনকাঠির তলায় নজর কেড়েছিলেন। তাঁর কিছু সেভ মনে লেগে থাকাম মতোই। তবে বারতের হয়ে খেলার স্বপ্নে তাঁর আর পূরণ হল না। এখানেই শেষ তাঁদের সব স্বপ্ন। রেলের চাকরির জন্য ফুটবল মাঠ ছেড়ে বিলাসপুরে রওনা হতে চলেছেন বাংলার🥂 দুই তারকা।
বুধবার (১৬ অগস্ট) কলকাতা ছেড়ে বিলাসপুরে রওনা হবেন সুব্রত এবং রাজা। ১৮ অগস্ট তাঁদের রিপোর্টিং ক🃏রার কথা। জানা গিয়েছে, শুধু এই দুজন ফুটবলার নয়, ময়দান ছেড়ে চাকরি জীবনে পা রাখতে চলেছেন আ𝓀রও দুই দাপুটে ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন দীপক কুমার রজক ও সুজিত সিং-ও। আগামী কয়েক দিনের মধ্যেই ময়দানকে বিদায় জানিয়ে চাকরি ক্ষেত্রে যোগ দিতে চলেছেন তাঁরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।