সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যদি মহম্মদ শামি টিম ইন্ডিয়ার হয়ে শেষ ওভারে বল না করতেন,তাহলে হয়তো ভারতীয় দল এই ম্যাচ জিততে পারত না। মহম্মদ শামি ইনিংসের শেষ ওভারে ও নিজের প্রথম ওভারে ভারতকে এক-দুটি নয়, চারটি উইকেট ꦍএনে দিয়ে ভারতের জয় নিশ্চিত করেন। অনেকদিন পর মাঠে ফিরছেন মহম্মদ শামি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সরাসরি টি টোয়েন্টি বিশ্বকাপের অনুশীলন ম্যাচের ২০তম ওভারে বল করতে আসেন।
ভারতের ডানহাতি পেসার মহম্মদ শামি প্রস্তুতি ম্যাচে ২০তম ওভারটি করেছিলেন, যেখানে অস্ট্রেলিয়ার জযౠ়ের জন্য ১১রানের দরকার ছিল। প্রথম দুই বলে ২ রান দেন শামি এবং পরের চার বলে চার উইকেট পায় ভারত। একজন ব্যাটসম্যানকে ক্যাচ আউট করায় এবং দুই ব্যাটসম্যানকে ক্লিন বোল্ড করায় এর মধ্যে তিনটি উইকেট মহম্মদ শামির অ্যাকাউন্টে যায়। একজন ব্যাটসম্যানকে রান আউট করেন।
আরও পড়ুন… অজি ম্যাꦇচের শেষে একা নেটে ব্যাটিং করে ঘাম ঝরালেন! বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর কোহলি
রোমাঞ্চকর এই ম্যাচ জিতিয়ে দীর্ঘদিন পর দলে ফিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন মহম্মদ শামি। ম্যাচের বেশকিছু ছবি পোস্ট করে মহম্মদ শামি লিখেছেন,‘আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য আপনাদের ধন্🅺যবাদ। কঠোর পরিশ্রমের ফল পাওয়া যা♈চ্ছে। মাঠে ফিরে এসে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে পেরে দারুণ লাগছে। এখন এগিয়ে যাচ্ছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সোমবার ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হারের মুখে দাঁড়িয়েছিল ভারত। তবে শামির দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে জিতে যায় রোহিত অ্যান্ড কোম্🎐পানি। ম্যাচের পর মহম্মদ শামির বোলিং নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘দীর্ঘদিন পরে ও (শামি) ফিরে আসছে। তাই ওকে এক ওভার করিয়ে দেখে নিতে চাইছিলাম। ওর সামনে একটা চ্যালেঞ্জ তৈরি করতে চেয়েছিলাম এবং শেষ ওভারে বল দিতে চাইছিলাম। আপনারা দেখে নিলেꦅন যে ও কী করল।’
আরও পড়ুন… T20 WC এর মাঝ🍸েই ODI দলের নেতার নাম ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া, বড় ধাক্কা খেলেন ওয়ার্নার
আপনাদের তথ্যের জন্যবলি যে প্রথম দি🅠কে মহম্মদ শামি ভারতের হয়ে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপটিমের অংশ ছিলেন না। যদিও তাকে রিজার্ভ হিসাবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল।তবে তিনি চূড়ান্ত ১৫-তে ছিলেন না।কারণ জসপ্রীত বুমরাহ আগে থেকেই দলে উপস্থিত ছ🐟িলেন।তবে বুমরাহ ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার সঙ্গে সঙ্গেই মহম্মদ শামিকে ডেকে পাঠান হয় এবং তিনি লাইক-টু-লাইক বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।