পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের বিষয়ে ক্রমাগত নতুন নতুন দাবি তুলে ধরছে। এখন ওয়ানডে বিশ্বকাপে ꦫআফগানিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে খেলতে চাইছে না পাকিস্তান। পিসিবি ওয়ানডে বিশ্বকাপে অ-এশীয় দলের সঙ্গে তার প্রস্তুতি ম্যাচ খেলতে চায়। ২০২৩ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পাবে পাকিস্তান। এ বিষয়ে জিও নিউজের খবর অনুযায়ী, এমন পরিস্থিতিতে ওডিআই বিশ্বকাপে এশিয়ার বাইরের দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি-র পক্ষ থেকে এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠিও দেওয়া হয়েছে।
এর আগে আইসিসির পাঠানো খসড়া সূচিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি জানানো হয়েছিল। ইএসপিএন ক্রিকইনফো-এর খবর অনুযায়ী, এই দুটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের কথা জানিয়েছে পাকিস্তান। খসড়া সূচি অনুযায়ী, পাকিস্তানকে খেলতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে এবং আফগানিস্তানের বিপক্ষে চেন্নাইয়ের মাঠে। ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ শুরু হতে পারে ৫ অক্টোবর। এর মধ্যে, ১৫ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মো🌺দী স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মধ্যে দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। একই সঙ্গে চেন্নাইয়ের মাটিতে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা হতে পারে। এ বিষয়ে ২৭ জুন আইসিসি আনুষ্ঠানিক সূচি ঘোষণা করতে পারে। সে দিন থেকে বিশ্বকাপ শুরু হতে ঠিক ১০০ দিন বাকি থাকবে।
তবে এখন থেকে অবশ্য ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আরও প্রায় চার মাস। ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপের সম্পূর্ণ সূচিও 𒁃তৈরি করে ফেলেছে আইসিসি। কিন্তু এখনও মুক্তি পায়নি সেটি। এর বিলম্বের পিছনে পাকিস্তানের হঠকারিতা রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপে অংশগ্রহণ না করার জন্য আইসি🍸সিকে ক্রমাগত হুমকি দেওয়ার পর পাকিস্তান এখন ম্যাচের ভেন্যু পরিবর্তনে অনড় হয়েছে।
আই💖সিসির তৈরি সূচি অনুযায়ী, ওডিআই বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটি হবে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৫ অক্টোবর। এই ম্যাচটি আমদাবাদে অবস্থিত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচ হতে পারে। কিন্তু পিসিবি আইসিসির সামনে দাবি জানিয়েছে যে এই ম্যাচ যেন ভারতের অন্য কোনও জায়গায় হয় ।
বিশ্বকাপে নানা বিষয় নিয়ে নিজেদের ভিন্ন মত রাখছে। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলতে অস্বীকার করা পাকিস্তান দল এখন আইসিসির সামনে আরও একটি শর্ত রেখেছে। তারা চেন্নাইয়ের মাঠে আফগানিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে না পাকিস্তান। যেখানে স্পিনারদের প্রাধান্য। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের স্পিনারদের ভয় পেয়ে এই ম্যাচ অন্য জায়গায় করানোর দাবি জানিয়েছে পাকিস🅷্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই দাবিগুলির কা🍒রণে আইসিসি বিশ্বকাপের সম্পূর্ণ সূচি প্রকাশ করতে সময় নিচ্ছে। তবে এখন ধারণা করা হচ্ছে যে আইসিসি শীঘ্রই তার সম্পূর্ণ সূচি প্রকাশ করবে। অন্যদিকে পদত্যাগ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। আগামী ১৫ অক্টোব༒র আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। তবে এই মাঠের ম্যাচ নিয়ে খুশি নয় পিসিবি। এখন সকলেই আইসিসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।