৬ দিন নিভৃতবাসে থেকেও ম🎃াঠে ফেরা হল না মাইকেল গফের। জৈব-নিরাপত্তা বলয় ভেঙে চলতি টি-২০ বিশ্বকাপকে ঝুঁকিতে ফেলা ব্রিটিশ আম্পায়ারকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিল আইসিসি। শাস্তি হিসেবে উল্লেখ করা 𓂃না হলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, চলতি বিশ্বকাপে আর কোনও ম্যাচ পরিচালনা করবেন না গফ।
গত শুক্রবার কাউকে কিছু না জানিয়েই হোটেল থেকে বেরিয়ে যান গফ। বিশ্বকাপের বায়ো-বাবলের বাইরের ব্যক্তির সঙ্গে দেখা করায় আইসিসি তড়িঘড়ি নিভৃতবাসে পাঠায় ইংলিশ আম্পায়ারক🔜ে। বুধবার ৬ দিনের নিভৃতবাসের মেয়াদ শেষ হয়। তবে তার পরেও মাঠে ফেরা হচ্ছে না꧃ অভিজ্ঞ আম্পায়ারের।
চলতি বিশ্বকাপের দু'টি প্রস্তুতি ম্যাচ পরিচালনা করেছেন গফ। প্রথম রাউন্ডের দু'টি ম্যাচেও আম্পারিং করেছেন তিনি। সুপার টুয়েলভের মোট ৮টি ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিল গফের কাঁধে। চারটিতে তিনি দায়িত্ব সামলান। নিভৃতবাসে থাকাকালীন ২টি ম্যাচ হাতছাড়া হ♕য় তাঁর। বাকি ছিল দু'টি ম্যাচ। তবে ৬ ও ৭ নভেম্বরের ম্যাচ দু'টিতে গফের বদলে অন্য কা♛উকে মাঠে দেখা যাবে।
যদ♛িও মাইকেল গফের পরিবর্তে বিশ্বকাপের বাকি ম্যাচগুলি কে পরিচালনা করবেন,𒀰 তা এখনও জানানো হয়নি আইসিসির তরফে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।