ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস ম্য়াচে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে নিউজিল্যা𒀰ন্ড। তবে ম্যাচ জিতে গোটা দল আনন্দে মাতলেও ডাগআউটে কার্যত নিশ্চুপভাবে বসেছিলেন ম্যাচের ১১ বলে ২৭ রান করা ম্যাচের অন্যতম নায়ক জিমি নিশাম।
তার মৌন সেলিব্রেশনের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগো পড়ে যায়। নিশাম নিজেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ। তিনি নিজে এক লাইনের একটি পোস্টে জানান যে সেমিফাইনাল জিতলেও দলের কাজ শেষ হয়নি, তাই তিনি আগেভাগে সেলিব্রেট করেনি। রবিবার (১৪ নভেম্বর) ফাইনালে এবার আবারও ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের মতো প্রতিপক্ষ পড়শি অস্ট্রেলিয়া। সেমিফাইনাল জয়ের পর কোনোরকম সেলিব্রেশন না করলেও কিউয়ি অলরাউন্ডার খেতাব জিতলে ౠযে সেলিব্রেশনে কোনো কমতি রাখবেন না, তা সাফ জানিয়ে দেন।
নিজের মৌন সেলিব্রেশনের বিষয়ে নিউজিল্যান্ড দলের মিডিয়াকে নিশাম জানান, ‘বিশ্বকাপের সেমিফাইনাল জয়ের পর সেলিব্র🌸েশন করাটাই স্বাভাবিক। তবে আমার মতে আধা বিশ্ব পার আমরা শুধুমাত্র সেমিফাইনাল জয় সেলিব্রেট করতে আসিনি। আমাদের লক্ষ্যে কিছুদিন পরে যে ম্যাচ আসছে তার ওপর স্থির। ব্যক্তিগতভাবে আমি বা দল কেউই আগে থেকে খুব বেশি কিছু ভাবনাচিন্তা করছে না। একটাই ম্যাচ বাকি 🤪এবং আমি নিশ্চিত সেই ম্যাচ জিতলে নিঃসন্দেহে অনেক বেশি মাত্রায় আমাকে সেলিব্রেট করতে দেখা যাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।