🔜 জন্মদিনে একেবারে দারুণ মেজাজে দেখা গেল বিরাট কোহলিকে। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে কেক কাটার মধ্যেই ভারতীয় সাংবাদিকদের সঙ্গে তাঁকে মজা করতে দেখা গেল। মজা করে বিরাট বললেন, 'আপনারা তো কখনও কেক পাঠাননি।' সেইসঙ্গে এক ভারতীয় সাংবাদিক কার্ড দেওয়ায় মুগ্ধ হয়ে বিরাট বলেন, ‘আরে এটা কী!’
🥃 টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই এবার জন্মদিন উদযাপন করছেন বিরাট। আগামিকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় আজ (শনিবার) মেলবোর্নে অনুশীলনেও আসেন। অনুশীলনের শেষে তাঁকে কেক কাটার জন্য অনুরোধ করেন ভারতীয় সাংবাদিকরা। যাঁরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় আছেন। তাঁদের অনুরোধ ফেলতে পারেননি বিরাট। অনুশীলনের শেষে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের স্ট্যান্ডে চলে আসেন। সেখানে একটি টেবিলে বিরাটের জন্য কেক রাখা হয়েছিল।
আরও পড়ুন: ಌHappy Birthday Kohli: জন্মদিনে দেখে নিন সচিনের এই ৫টি বিরাট রেকর্ড ভেঙেছেন কোহলি
⛄ ওই টেবিলের সামনে এসে দাঁড়িয়ে পড়েন বিরাট। একেবারে খোলামেলাভাবে আড্ডা দিতে থাকেন। যে ভিডিয়ো মেলবোর্ন থেকে পাঠিয়েছেন 'হিন্দুস্তান টাইমস'-র সাংবাদিক সোমশুভ্র লাহা। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাংবাদিকরা বলেন যে 'বিশ্বকাপে প্রথমবার জন্মদিন পালন করছেন।' সে কথা শুনে বিরাট মজা করে বলেন, 'আপনারা তো কখনও কেক পাঠাননি।' বিরাটের কথায় সবাই হেসে ওঠেন। এক সাংবাদিক বলেন, 'আমরা তো উলটে আশা করছি যে কেক পাব আমরা।'
আরও পড়ুন: 🅘'ভাগ্যিস কোহলির জন্মদিন কালকে নয়', কেন এমন বললেন জিম্বাবোয়ের অধিনায়ক ক্রেগ আরভিন?
🍨 ভিডিয়োয় দেখা গিয়েছে, একেবারে হাসিমুখে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিরাট। তিনি বলেন, 'ধন্যবাদ, খুব ভালো লাগল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি। ঐতিহাসিক স্টেডিয়াম। সবাইকে ধন্যবাদ।' এক সাংবাদিক বলেন, ‘পরের সপ্তাহে আরও বড় কেক কাটবেন।’ তারইমধ্যে এক বর্ষীয়ান সাংবাদিক কার্ড দেন বিরাটকে। তাতে একেবারে বাচ্চাদের মতো খুশি হয়ে ওঠেন। বিরাট বলেন, ‘আরে এটা কী!’ তারপর নিজে হাতেই গুছিয়ে ভারতীয় দলের মিডিয়া ম্যানেজারের হাতে তুলে দেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।