প্রথম তিন ম্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚযাচে হার দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু হয়েছিল। সেখান থেকে টানা পাঁচ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানে দুমড়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন: Women's World Cup: কোহলিকে বিয়ের প্রস্তাব দেওয়া সুন্দরীই ইংল্যান্ডকে বিশ্বকাপের ফা♍ইনꦚালে তুললেন
বৃহস্পতিবার টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। তারপর হিথার নাইট, ন্যাট স্কিভার, অ্যামি জোনসরা ক্রিজে সময় কাটালেও বেশি রান করতে পারেননি। বরং বড় কোনও জুটি গড়ে ওঠার আগেই উইকেটജ ﷽হারাতে থাকে ইংল্যান্ড। যদিও প্রোটিয়াদের সামনে ঢাল হয়ে দাঁড়ান ড্যানি ওয়াট। ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। ওয়াটকে সঙ্গ দেন সোফিয়া ডানক্লে। পঞ্চম উইকেট দু'জনের জুটিতে ওঠে ১১২ বলে ১১৬ রান। শেষপর্যন্ত ওয়াটের ১২৮ রান (১২৫ বল) এবং ডানক্লের ৬০ রানের সৌজন্যে নির্ধারিত আট উইকেটে ২৯৩ রান তোলে ইংল্যান্ড।
আরও পড়ুন: 𓆏ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের এই ফুটেজ দেখলে চোখে জল আসতে বাধ্য
সেই রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ওভারে আট রান উঠতে না উঠতেই দু'উইকেট পড়ে যায়। তারপর কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন লারা গুডল এবং সুনে লুস। কিন্তু শুরুটা ভালো করলেও তা বড় রানে পরিণত করত𝔍ে পারেননি। গড়ে ওঠেনি বড় জুটিও। সর্বোচ্চ ৩০ রান করেন মিগনন ডু পেরেজ। শেষপ🌱র্যন্ত ৩৮ ওভারে ১৫৬ রানে অল-আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।