ভারতবনাম বাংলাদেশের মধ্যকার তিন ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। শনিবার (ডিসেম্বর ১০) তৃতীয় ওডিআই জিতে টিম ইন্ডিয়া ক্লিন সুইপ থেকে বেঁচে গিয়েছে। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা। চট্টগ্রামে তৃতীয় ম্যাচে ইশান কিষাণ দুর্দান্ত ব্যাটিং করে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ম্যাচের পর বিসিসিআই টিভিতে শুভমন গিলকে সাক্ষাৎকার দেন ইশান কিষাণ। এই সময় কিষাণ প্রকাশ করেছিলেন যে ম্যাচের আগে অনুশীলনের সময় তিনি দু’বার ক্লিন বোল্ড হয়ে♕ছিলেন।
আরও পড়ুন… ইশান কিষাণের ডাবল সেঞ্চুরিতে শেষꦇ হয়ে যাবে না তো শিখর ধাওয়ানের কেরিয়ার!🎶 কী বললেন দীনেশ কার্তিক?
ভারতের হয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন ইশান। সচিন তেন্ডুলকর থেকে বীরেন্দ্র সেহওয়াগ এবং রোহিত শর্মা আগে এই কীর্তি করেছিলেন। ১২৬বলে ডাবল সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিয়েছিলেন ইশান কিষাণ। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই ওপেনার ২০১৫ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৫ রান করেছিলেন। অস্ট্রেলিয়ার ෴ক্যানবেরায় ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি কꦛরেছিলেন ক্রিস গেইল। ম্যাচের পরে শুভমন গিলের সঙ্গে কী কথা বললেন ইশান কিষাণ?দেখে নিন এক নজরে-
শুভমন গিল এবং ইশান কিশানের কথোপকথনের কিছু অংশ:
💝শুভমন গিল: নিজের সেঞ্চুরির পরে দ্বিশতরানকরাটা কেমন লাগছে ইশান?
ইশান কিষাণ: সত্যি এটা করে খুব ভালো লাগছে। সব থেকে বড় কথা সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, র🥂োহিত শর্মার মতো কিংবদন্তিদের নামের সঙ্গে আমার নাম নেওয়া হবে সেটা ভেবেই ভালো লাগছে।
শুভমন গিল: যখন ২০০ রানের কাছে গিয়েছিলে তখন বিরাট কোহলির সঙ্গে আপনি কথ⛎া বলছিলেন, সেটা কী কথা বলছিলেন?
ইশান কিষাণ: আমি বলছিলাম দাদা আপনি আমায় সিℱঙ্গেলস নিতে বলুন নয়তো আমি আগে গিয়ে ছক্কা মেরে দেব। আমার꧋ ভিতর থেকে কী রকম একটা হচ্ছে।
শুভমন গিল: আপনি আজ দ্রুতগতির সঙ্গে শতরান করেছেন এবং সেই দিনেই দ্বিশ🅘তরান, এটা কি আপনি প্রথম থেকেই ভেবেছিলেন যꦚে আপনি এটা করবেন?
ইশান কিষাণ: না আমি সেভাবে কিছু ভাবিনি। প্রথম🌠ে আমি নিজেকে ৯০ এর ঘরে দেখেছিলাম। তারপরে নিজেকে আমি ১৪৬ রানে দেখেছিলাম। তারপরে নিজেকে ১৯০ রানের কোটায় দেখলাম। তখন আমি ဣকিছুই ভাবিনি। আমি দেখলাম উইকেট এত সুন্দর, ভাবলাম কেন আস্তে আস্তে খেলব, এত ভালো সিচুয়েশন যখন, তখন মেরেই খেলো।
আরও পড়ুন… হ্যামস্ট্রি🧸ংয়ে চোট, রঞ্জির𓃲 প্রথম দুই ম্যাচে নেই বাংলার মুকেশ কুমার
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।