বৃহস্পতিবার রাহানেকে🌳 নো-বলে আউট করেছিলেন প্যাট কামিন্স।আর শুক্রবার শার্▨দুল ঠাকুরকে এলবিডব্লুতে আউট করলেও, ফের একবার নো-বল করেন কামিন্স। আসলে দিন বদলালেও বদলাল না ভাগ্য অজি অধিনায়কের। এ দিকে নো-বল ফলোয়ানের হাত থেকে বাঁচিয়ে দিল টিম ইন্ডিয়াকে। তাও একবার নয় দু'-দু'বার।
ম্যাচের দ্বিতীয় দিন অজিঙ্কা রাহানেকে আউট করলেও নো বল হওয়ায় উইকেট পাননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। ভারতীয় দলের ২২তম ওভারে রাহানেকে আউট করেছিলেন কামিন্স। এ ক্ষেত্রেও এলবিডব্লিউ দেন আম্পায়ার। রা♔হানে রিভিউ নিয়ে প্রাণে বাঁচেন। কারণ সেই সময় মাত্র ১৭ রান ব্যাট করছিলেন রাহানে।তখন তিনি আউট হলে আরও বড় বিপদে পড়তে হতে পারত ভ🔯ারতীয় দলকে। কিন্তু সেই বলে ওভার-স্টেপ করেছিলেন কামিন্স।
আরও পড়ুন: ট꧙েকনিক থেকে খাদ্যাভাস, সব নিয়ে ধেয়ে আসছে সমালোচনা, ইনস্টায় গর্জে উঠলেন কোহলি
তৃতীয় দিন একই ঘটনা ঘটল শার্দুল ঠাকুরের সঙ্গেও। ভারতের ইনিংসের ৫৯.৪ ওভারে কামিন্সের বলে শার্দুলকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। সময় নষ্ট না করেই শার্দুল রিভিউ নেন। তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখেই নিশ্চিত করেন যে, ওভার-স্টেপ🍬 করেছেন কামিন্স। ফলে সেটিও নো-বল হয়।
এই দৃশ্য যখন স্টেডিয়ামের জায়েন্ট স্ক্রিনে দ✤েখা যায় তখনই দর্শকরা চিৎকার ক🏅রে ওঠেন। এই যাত্রায় বেঁচে যান শার্দুল। নো-বল না হলে আম্পায়ার্স কলে আউট হতে হতো ঠাকুরকে। কারণ তিনি পরিষ্কার এলবিডব্লু ছিলেন। অক্সিজেন পায় ভারতও।
শেষ পর্যন্ত রাহানে-শার্দুল জুটি সপ্তম উইকেটে ১০৯ রান যোগ করে। যেটা ভারতকে ফলোয়ান বাঁচাতে সাহায্য করে। প্রথম ভারতীয় জুটি হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফ﷽াইনালে পার্টনারশিপে সেঞ্চুরি করল তারা।
শুক্রবার অজিদের বিরুদ্ধে তৃতীয়☂ দিনের শুরুটাও ভারতীয় দলের একেবারেই ভালো হয়নি। এ দিন শুরুতেই ব্যক্তিগত মাত্র পাঁচ রানে সাজঘরে ফেরেন ভারতের কিপার-ব্যাটার শ্রীকর ভরত। মাত্র ১৫২ রানে ছয় উইকেট হারিয়ে নিশ্চিত ফলোঅনের দিকে যখন এগোচ্ছিল ভারত, তখন অজিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাহানেকে যোগ্য সঙ্গত করেন শার্দুল🦋 ঠাকুর।
আরও পড়ুন:🌊 বল ট্যাম্পারিং করেই কোহলি, পূজারাকে আউট করেছে অজিরা- চাঞ্চল্যকর অꦕভিযোগ পাক প্রাক্তনীর
এর আগেও ইংল্যান্ডে শার্দুল নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এ দিন তাঁকে নিয়েই লড়াই চালান রাহানে। দুই ব্যাটারই অজি আক্রমণের বিরুদ্ধে দক্ষতা দেখিয়েছেন। তাঁরা শুধু ক্রিজে টিকে থাকাই নয়, বরং সুযোগ পেলেই স্কোরবোর্ডে রানের গতি বাড়িয়েছেন। দুই ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলাররাও চাপে পড়ে গিয়েছিলেন। তবে রাহানে নিজে সেঞ্চুরি করতে পারেননি। ১২৯ বলে ৮৯ করে প্যাট কামিন্সের বলে ক্যামেরন গ্রিনক🅰ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তাঁর ইনিংসের রয়েছে ১১টি চার এবং ১টি ছয়। আর শার্দুল আবার ১০৯ বলে ৫১ রান করে সাজঘরে ফিরে যান। ক্যামেরন গ্রিনের বলে তাঁর ক্য꧂াচ ধরেন অ্যালেক্স ক্যারি। তাঁর ইনিংসে ৬টি চার হাঁকিয়েছেন শার্দুল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।