পাকিস্তানকে হারালেও নিউজিল্যান্ডের কাছে মাথা নত করে ভারতের মেয়েরা।
বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্য﷽ান্ডের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজে হারতে হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। এবার বিশ্বকাপের ম্যাচে ফের সেই নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত। নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের দু’টি প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছিল ভারত। পরে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযানও শুরু করেন মিতালিরা। সুতরাং, এবার বাড়তি আত্মবিশ্বাস নিয়েই হোয়াইট ফার্নসদের মোকাবিলা করতে নামে ভারতের মেয়েরা। যদিও শেষ পর্যন্ত মꦉ্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় ভারতকে।
10 Mar 2022, 01:50 PM IST
ম্যাচের সেরা স্যাটার্থওয়েট
৯টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সের🐭া ক্রিক🔯েটার নির্বাচিত হন নিউজিল্যান্ডের অ্যামি স্যাটার্থওয়েট।
10 Mar 2022, 01:32 PM IST
৬২ রানে হার ভারতের
নিউজিল্যান্ডের ৯ উইকেটে ২৬০ রানের জবাবে ব্যাট করতে🌊 নেমে ভারত ৪৬.৪ ওভারে ১৯৮ রানে অল-আউট হয়ে যায়। ২০ বল বাকি থাকতে ৬২ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। ব্যর্থ হয় হরমনপ্রীতের একক লড়াই।
10 Mar 2022, 01:30 PM IST
ভারত ১৯৮ রানে অল-আউট
ক্রিজে এসেই আউট হলেন রাজেশ্বরী গায়কোয়াড়। ৪৬.৪ ওভারে জেনস🅺েনের বলে মার্টিনের দস্তানায় ধরা পড়েন গায়কোয়াড়। ১ বল খেলে খাতা কুলতে পারেননি তিনি। ভারত ১৯৮ রানে অল-আউট হয়। ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১২ রান করে অপরাজিত থাকেন মেঘনা সিং।
10 Mar 2022, 01:27 PM IST
ঝুলন আউট
৪৬.৩ ওভারে জেনসেনের বলে বোল্ড হন ঝুলন গোস্বামী। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন ঝুলন। ভারত ১৯৮ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যা🐻টার রাজেশ্বরী গা🐟য়কোয়াড়
10 Mar 2022, 01:17 PM IST
হরমনপ্রীত আউট
৪৩.৬ ওভারে অ্যামেলিয়া কেরের বলে সোফি ডিভাইনের হাতে ধরা পড়েন হরমনপ্রীত কউর। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৭১ রান করে মাঠ ছাড়েন হরম🔥নপ্রীত। ভারত ১৭৮ রানে ৮ 𒅌উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার মেঘনা সিং।
10 Mar 2022, 01:13 PM IST
ওভারে ২০ রান তুললেন হরমনপ্রীত
৪৩তম ওভারে রউইর বলౠে ২টি চার ও ২টি ছক্কা-সহ ২০ রান তোলেন হরমনপ্রীত। ভারতের স্কোর ১৭১/৭। হরমনপ্রীত ৬০ বলে ৭০ রান করেছেন। ঝুলন ব্যাট করছেন ১ রানে।
10 Mar 2022, 01:10 PM IST
হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের
৪টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেꦦন হরমনপ্রীত কউর। ৪২ ওভারে ভারতের স্কোর ১৫১/৭। হরমনপ্রীত ৫০ ও ঝুলনﷺ ১ রানে ব্যাট করছেন।
10 Mar 2022, 01:04 PM IST
পূজা আউট
৪০.৪ ওভারে হ্যানা রউইর বলে সোফি ডিভাইনের হাতে ধরা পড়েন পূজা বস্ত্রকার। ১৬ বলে ৬ রান করে ক্রিজ ছাড়েন পূজা। ভারত ১৪৩ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ঝুলন গোস্বেমী। ৪১ ওভারে ভারতের স্🌄কোর ১৪৭/৭। হরমনপ্রীত ৪৭ রানে অপরাজিত রয়েছেন।
10 Mar 2022, 01:01 PM IST
১০ ওভারে দরকার ১২১ রান
৪০ ওভার শেষে💎 ভারত ৬ উইকেটের বিনিময়ে ১৪০ রান তুলেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে দরকার ভারতের ১২১ রান। হরমনপ্রীত কউর ৪৮ বলে ৪১ রান করেছেন। ১৪ বলে ৫ রান করেছেন পূজা বস্ত্রকার।
10 Mar 2022, 12:49 PM IST
স্নেহ রানা আউট
৩৬.৪ ওভারে লি তাহুহুর বলে মার্꧃টিনের দস্তানায় ধরা পড়েন স্নেহ রানা। ২টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১৮ রান করে আউট হন রানা। ভারত ১২৭ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার পূজা বস্ত্রকার। তাহুহু ১০ ওভারের বোলিং কোটা শেষ করেন ২টি মেডেন-সহ ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে।
10 Mar 2022, 12:43 PM IST
১৫ ওভারে দরকার ১৩৯ রান
৩৫ ওভার শেষে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১২২ রান তুলেছে। সুতরাং, জয়ের জ🍸ন্য শেষ ১৫ ওভারে মিতালিদের দরকার ১৩৯ রান। হরমনপ্রীত কউর ৩৮ বলে ৩১ রান করেছেন। ২২ বলে ১৫ রান করেছেন স্নেহ রানা। দু'জনেই ২টি করে চার মেরেছেন।
10 Mar 2022, 12:20 PM IST
রিচা আউট
মিতালি সাজঘরে ফেরের পরের তাঁকে অনুসরণ করে ক্রিজ ছাড়লেন রিচা ঘোষ। ২৯.৫ ওভারে অ্যামেলিয়ার বলে💟 বোল্ড হন রিচা। ১ বল খেলে খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হয় বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যানকে। ভারত ৯৭ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটর স্নেহ রানা। তিনি মাঠে নেমেই বাউন্ডারি মারেন। ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে। হরমনপ্রীত ২২ রানে ব্যাট করছেন।
10 Mar 2022, 12:19 PM IST
লারমিতালি আউট
২৯.৪ ওভারে অ্যামেলিয়া কেরের বলে মিতালিকে স্টাম্প আউট করেন মার্টিন। ১টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ৩১ রান করে আউট হন মিতালি। ভারত ৯৭ রানে ৪ উইকেট হ𝄹ারায়। ক্রিজে নতুন ব্যাটর রিচা ঘোষ।
10 Mar 2022, 12:05 PM IST
২৫ ওভারে ভারত ৭৫/৩
অর্ধেক ইনিংস শেষ। ২৫ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৭৫ রান তুলেছে। জয়ের জন্য শেষ ২৫ ওভারে মিতালিদের দরকার ১৮৬ রান। মিতালি ৪০ বলে ২৩ রান করেছেন। হরমনপ্রী🐎ত ১৭ বলে ৯ রান করেছেন।
10 Mar 2022, 11:40 AM IST
ভাটিয়া আউট
১৯.১ ওভারে তাহুহুর 🃏বলে ম্যাকায়ের হাতে ধরা পড়েন যস্তিকা ভাটিয়া। ২টি বাউন্ডারির সাহায্যে ৫৯ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন ভাটিয়া। ভারত ৫০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হরমনপ্রীত কউর। ২০ ওভারে ভারতের স্কোর ৫০/৩। জয়ের জন্য ৩০ ওভারে ভারতকে তুলতে হবে ২১১ রান।
10 Mar 2022, 11:38 AM IST
৫০ পূর্ণ করল ভারত
দলগত ৫০ রানেꦇ পৌঁছতেই ১৯ ওভার লেগে গেল ভারতের। ভারতের স্কোর ৫০/২। মিতালি ২২ বলে ৭ রান করেছেন। ৫৮ বলে ২৮ রান করেছেন যস্তিকা ভাটিয়া। ২টি চার মেরেছেন যস্তিকা।
10 Mar 2022, 11:19 AM IST
১৫ ওভারে ভারত ৪০/২
১৫ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৪০ রান সংগ্রহ করেছে। যস্তিকা ভাটিয়া ৪৫ বলে ২২ র🅺ান করেছেন। ১১ বলে ৪ রান করেছেন মিতালি রাজ।
10 Mar 2022, 10:58 AM IST
দীপ্তি আউট
স্মৃতি মন্ধনার পর সাজঘরে ফিরলেন দীপ্তি শর্মা। ৯.৬ ওভারে তাহুহুর বলে এলবিডব্লিউ হন দীপ্তি। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বল🃏ে ৫ রান করে আউট হন তিনি। ভারত ২৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে এলেন ক্যাপ্টেন মিতালি রাজ।
10 Mar 2022, 10:41 AM IST
স্মৃতি মন্ধনা আউট
৫.৪ ওভারে জেস কেরের বলে সুজি বেটসের হাতে ধরা পড়েন স্মৃ💮তি মন্ধনা। ২১ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত দলগত ১০ রানে ১ উইকেট হারায়। ক𓄧্রিজে নতুন ব্যাটার দীপ্তি শর্মা। ৬ ওভারে ভারতের স্কোর ১১/১
10 Mar 2022, 10:39 AM IST
৫ ওভারে ভারত ১০/০
সতর্ক 🦄শুরু ভারতের। ৫ ওভার শেষে তারা কোনও উইকেট না হারিয়ে ১০ রান তুলেছে। স্মৃতি মন্🌠ধনা ৬ ও যস্তিকা ভাটিয়া ৪ রানে ব্যাট করছেন।
10 Mar 2022, 10:24 AM IST
ভারতের রান তাড়া করা শুরু
শেফালি বর্মা নেই। ভারতের হয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা ও যস𝓰্তিকা ভাটিয়া। নিউজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন ফ্রান্সেস ম্যাকায়। প্♑রথম ওভারে ২ রান সংগ্রহ করে ভারত।
10 Mar 2022, 09:55 AM IST
নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৬০/৯
একসময় ৩০০ রানের কাছাকাছি পৌঁছে যাওয়া নিউজিল্যান্ডের কেবল সময়ের অপেক্ষ🃏া বলে মন হচ্ছিল। তবে স্লগ ওভারে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রণ নাগালের বাইরে বেরিয়ে যেতে দেয়নি সোফি ডিভাইনদের। নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৬০ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ২৬১। ফ্রান্সেস ম্যাকায় ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। ৩ বলে ২ রান করে নট-আউট থাকেন হ্যানা রউই। ঝুলন ৯ ওভারে ১টি মেডেন-সহ ৪১ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। দীপ্তি শর্মা ৫২ রানে ১টি উইকেট নিয়েছেন।
10 Mar 2022, 09:50 AM IST
মার্টিনকে ফেরালেন ঝুলন
৪৯.১ ওভারে কেটি মার্ট🤪িনকে বোল্ড করেন ঝুলন গোস্বামী। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ৪১ রান করে মাঠ ছাড়েন কেটি। নিউজিল্যান্ড ২৫৫ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটার হ্যানা রউই।
10 Mar 2022, 09:39 AM IST
জেস কের আউট
তাহুꦰহুকে ফেরানোর ঠিক পরের বলেই জেস কেরের উইকেট তুলে নিলেন পূজা। ৪৬.৩ ওভারে বোল্ড হয়ে ক্রিজ ছাড়েন জেস। নিউজিল্যান্ড ২৪০ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্🍌যাটার ফ্রান্সেস ম্যাকায়। ৪৭ ওভার শেষে নিুজিল্যান্ডের স্কোর ৪২১/৮। পূজা বস্ত্রকার ১০ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩৪ রানে ৪ উইকেট নিয়ে।
10 Mar 2022, 09:39 AM IST
তাহুহু আউট
৪৬.২ ওভারে পূজা বস্ত্রকারের বলে বোল্ড হলেন লি তাহুহু। ৪🌼 বলে ১ রান করে মাঠ ছাড়েল লি। নিউজিল্যান্ড ২৪০ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার জেস কের।
10 Mar 2022, 09:33 AM IST
জেনসেন বোল্ড
৪৫.১ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে বোল্ড হলেন জেনসেন। ৭ বলে ১ রান করে ক্রিজ ছাড়েন তিনি। নিউজিল্যান্ড ২৩৩ রানে ৬ উইকেট হারায়ಞ। ক্রিজে নতুন ব্যাটার লি তাহুহু। ৪৬ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ২৩৯/৬। রাজেশ্বরী তাঁর বোলিং কোটা শেষ করেন ৪৬ রানে ২ উইকেট নিয়ে।
10 Mar 2022, 09:23 AM IST
অ্যামিকে ফেরালেন পূজা
৪২.২ ওভারে পূজা বস্ত্রকারের বলে মিতালি রাজের হাতে ধরা পড়েন অ্যামি স্যাটার্থওয়েট🍌। ৯টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৭৫ রান করে সাজঘরে ফেরেন অ্যামি। নিউজিল্যান্ড ২২৪ রানে ৫ উ⛎ইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হেইলি জেনসেন।
10 Mar 2022, 09:13 AM IST
২০০ টপকাল নিউজিল্যান্ড
৪০তম ওভারে দলগত ২০০ রানে꧂র গণ্ডি টপকে গেল নিউজিল্যান্ড। দীপ্তির ওভারে ৩টি বাউন্ডারি মারেন স্যাটার্থওয়েট। নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২১১। স্যাটার্থওয়েট ৯টি বাউন্ডারির সাহায্যে ৭৮ বলে ৭০ রান করেছেন। ২৩ বলে ১৬ রান করেছেন কেটি মার্টিন।
10 Mar 2022, 08:52 AM IST
গ্রিন আউট
৩৩.১ ওভারে দীপ্তি শর্মার বলে স্মৃতি মন্ধনার🍃 হাতে ধরা পড়লেন ম্যাডি গ্রিন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন গ্রিন। নিউজিল্যান্ড ১৭৫ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার কেটি মার্টিন।
10 Mar 2022, 08:51 AM IST
অ্যামির হাফ-সেঞ্চুরি
৬টি বাউন্ডারির সাহায্যে ৬০ বলে ব্যক্তিগ💙ত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যা𒐪মি স্যাটার্থওয়েট। ৩৩ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৭৫। অ্যামি ৫১ ও গ্রিন ২৭ রানে ব্যাট করছেন।
10 Mar 2022, 08:29 AM IST
১৫০ টপকাল নিউজিল্যান্ড
২৮তম ওভারে ৩ উইকেটের বিনিময়ে দলগত ১৫﷽০ রানের গণ্ডি টপকে গেল নিউজিল্যান্ড। তাদের স্কোর ১৫২/৩। স্যাটার্থওয়েট ৩৯ ও ম্যাডি গ্রিন ༒১৬ রানে ব্যাট করছেন।
10 Mar 2022, 08:05 AM IST
হাফ-সেঞ্চুরি করেই আউট অ্যামেলিয়া
৫টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যামেলিয়া কের। তবে ঠিক পরের বলেই তিনি আউট হয়ে বসেন। ২১.৬ ওভারে রাজেশ্বরীর বলে এলবিডব্লিউ হন কের। তিনি ৬৪ বলে ৫০ রান করেন। নিউজিল্🍌যান্ড ১২১ রানে ৩ উইকেট হারায়। ꧙ক্রিজে নতুন ব্যাটার ম্যাডি গ্রিন।
10 Mar 2022, 08:00 AM IST
নাটকীয় ওভার
২০ তম ওভারের রাজেশ্বরীর দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি মারেন স্যাটার্থওয়েট। পঞ্চম বলের সময় ৩০ গজের বৃত্তের ভিতরে পাঁচের বদলে চারজন ফিল্ডার থাকায় নো-বল ডাকেন আম্পায়ার। রাজেশ্বরী পুনরায় পঞ্চম বল করলে ফ্রি-হিটে লেগ-বাই হিসেবে ৪ রান পেয়ে যায় নিউজিল্যান্ড। ও🥀ভারে মোট ১৫ রান ওঠে। ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১৭/২। অ্যামেলিয়া ৪৮ ও স্যাটার্থওয়েট ২২ রান করেছেন।
10 Mar 2022, 07:52 AM IST
১০০ টপকাল নিউজিল্যান্ড
১৯𒈔তম ওভারে ২ উইকেটের বিনিময়ে দলগত ১০০ রান꧒ের গণ্ডি টপকে গেল নিউজিল্যান্ড। ১৯ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১০২/২। অ্যামেলিয়া ৪৭ ও স্যাটার্থওয়েট ১৩ রানে ব্যাট করছেন।
10 Mar 2022, 07:35 AM IST
১৫ ওভারে নিউজিল্যান্ড ৭৬/২
১৫ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৭৬ ꦓরান তুলে🐻ছে। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ২৯ রান করেছেন অ্যামেলিয়া কের। স্যাটার্থওয়েট ব্যাট করছেন ১২ বলে ৫ রান করে।
10 Mar 2022, 07:22 AM IST
ডিভাইনকে ফেরালেন পূজা
১০.৬ ওভারে পূজা বস্ত্রকারের বলে রিচার দস্তানায় ধরা পড়েন সোফি ডিভাইন। ৭টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ড ক্যাপ্টেন। নিউজিল্যান🙈্ড ৫৪ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার অ্যা🔜মি স্যাটার্থওয়েট।
10 Mar 2022, 07:16 AM IST
৫০ টপকাল নিউজিল্যান্ড
১০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৫১ রান। সোফি ডিভাইন ২৭ বলে ৩৪ রান করেছেন। অ্যামেলিয়া কের নট-আউট রয়েছেন ২৩ বলে ১০ রান করে। ঝুলন ৫ ওভারে ১টি মেডেন-সহ ২২ রান খরচ করেছেন। ৯.৫ ওভারে রাজেশ্বরীর বলে 🦂অ্যামেলিয়ার ক্যাচ মিস করেন যস্তিকা।
10 Mar 2022, 06:59 AM IST
৬ ওভারে নিউজিল্যান্ড ৩৩/১
৬ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেট꧋ের বিনিময়ে ৩৩ রান তুলেছে। সোফি ডিভাইন ১২ বলে ২২ রান করেছেন। ১৪ বলে ৫ রান করেছেন অ্যামেলিয়া কের।
10 Mar 2022, 06:44 AM IST
রান-আউট সুজি
২.১ ওভারে ঝুলনের বলে এক রান নেওয়ার চেষ্টা করেন ডিভাইন। তবে রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হয় নন-স্ট্রাইকার সুজি বেটসকে। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৫ রান করে পূজা বস্ত্রকারের ছোঁড়া 🐈বলে রান-আউট হন তিনি। ক্রিজে🌃 নতুন ব্যাটার অ্যামেলিয়া কের। ৩ ওভার শেষে নিউজিল্যন্ডের সংগ্রহ ১ উইকেটে ৯ রান।
10 Mar 2022, 06:31 AM IST
ম্যাচ শুরু
নিউজিল্যান্ডের হয়𓆉ে ওপেন করতে নামেন সুজি বেটস𝕴 ও সোফি ডিভাইন। ভারতের হয়ে বোলিং শুরু করেন ঝুলন গোস্বামী। প্রথম ওভারে ৫ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন ডিভাইন।
পরিচিত ফর্মে নেই। ব্যাটে বড় রানের দেখা নেই বলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে বাদ পড়লেন আগ্রাসী ওপেনার শেফালি বর্মা। তাঁর বদলেꦐ দলে ঢুকলেন যস্তিকা ভাটিয়া। তিনিই সম্ভবত স্মৃতি মন্ধনার সঙ্গে ওপেন♕ করতে নামবেন। প্রথম একাদশে এই একটি মাত্র রদবদল করে ভারত।
10 Mar 2022, 06:12 AM IST
টস জিতল ভারত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি মহিলা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ক্যাপ্ট🐬েন মিতালি রাজ শুরুতে ব্যাট করতে ডাকেন নিউজিল্যান্ডকে। সুতরাং, হ্যামিল্টনে আয়োজকদের বিরুদ্ধে র⛎ান তাড়া করবে ভারত।