এমনিতেই আয়োজক দেশ হিসেবে ভারতের ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া 🐓পাকা। যোগ্যতা অর্জনের বাধ্যবাধকতা না থাকলেও টিম ইন্ডিয়া আপাতত আইসসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের এক নম্বরে রয়েছে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ হারলেই সিংহাসন খোয়াতে 𒈔হবে টিম ইন্ডিয়াকে। নিউজিল্যান্ড সেক্ষেত্রে লম্বা লাফ দিয়ে শীর্ষস্থান দখল করবে।
অকল্যান্ডে ꦯভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জয়ের সুবাদে নিউজিল্যান্ড সুপার লিগের মূল্যবান ღ১০ পয়েন্ট সংগ্রহ করে। সেই সুবাদে পাকিস্তান ও বাংলাদেশকে টপকে তারা লিগ টেবিলের চার নম্বরে উঠে আসে।
১৯ ম্যাচে ১২৯ পয়েন্ট নিয়ে ভারত লিগ টেবিলের শীর্ষে রয়েছে💎। ১৬ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ১৩০ এবং তারা ভারতকে পিছনে ফেলে এক নম্বরে পৌঁছে যাবে।
আপাতত ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহে রয়েছে ১৮ ম্যাচে নিউজিল্যান্ডের মতোই ১২০ পয়েন্ট। ত🍌বে তাদের নেট রান-রেট নিউজিল্যান্ডের থেকে ভালো।
বাংলাদেশ ও পাকিস্তান, উভয়েরই সংগ্রহে রয়েছে ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট করে। তবে নেট রান-রেটের ন🧸িরিখে তাদের অবস্থান যথা♊ক্রমে পাঁচ ও ছয় নম্বরে।
আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিল:-১. ভারত: ১৯ ম্যাচে ১২৯ পয়েন্ট (রান রেট +০.৭৮২)।২. ইংল্যান্ড: ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট (রান রেট +১.২১৯)।৩. অস্ট্রেলিয়া: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (রান রেট +০.৭৮৫)।৪. নিউজিল্যান্ড: ১৬ ম্যাচে ১২০ পয়েন্ট (রান রেট +০.৭৩১)।৫. বাংলাদেশ: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (রান রেট +০.৩৮৪)।৬. পাকিস্তান: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (রান রেট +০.২১৭)।৭. আফগানিস্তান: ১২ ম্যাচে ১০০ পয়েন্ট (রান রেট +০.৫৬৩)।৮. ওয়েস্ট ইন্ডিজ: ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট (রান রেট -০.৭৩৮)।৯. আয়ারল্যান্ড: ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট (রান রেট -০.৩৮২)।১০. শ্রীলঙ্কা: ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট (রান রেট -০.০৩১)।১১. দক্ষিণ আফ্রিকা: ১৬ ম্যাচে ৫৯ পয়েন্ট (রান রেট -০.৪৫৮)।১২. জিম্বাবোয়ে: ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট (রান রেট -১.১৪১)।১৩. নেদারল্যান্ডস: ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট (রান রেট -১.১৬৩)।💟
আরও পড়ুন:- পরপর ২টি ম্যাচে এত 🅺মিল, দেখলে মনে হবে অ্যাকশন রিপ্লে, মাত্র ১৫ বলেই জিতে গেল দুই দেশ
উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে মোট ১০টি দল অংশ নেবে। আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে টিম ইন্ডিয়া। ভারত ছাড়া বিশ্বকাপের অপর ৭টি দল বেছে নেওয়া হবে সুপার লিগ টেবিলের অবস্থানের নিরিখে। অর্থাৎ, সুপার লিগ টেবিলের 𒐪প্রথ꧋ম ৭টি দল সরাসরি বিশ্বকাপের ছাড়পত্র পাবে। যেহেতু ভারতকে যোগ্যতা অর্জন করতে হবে না, তাই প্রথম ৭টি দলের মধ্যে ভারত থাকলে আট নম্বর দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। বাকি ২টি জায়গার জন্য সুপার লিগ টেবিলের শেষে থাকা দলগুলিকে কোয়ালিফায়ার টুর্নামেন্টে মাঠে নামতে হবে দাবিদার সহযোগী দেশগুলির বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।