ছেলে টিম ইন্ডিয়ার হয়ে প্রথমবার টেস্ট খেলতে নামলে যে কোনও পিতাই গর্বিত হবেন নিশ্চিত। ব্যতিক্রমী নন শ্রেয়সের বাবা সন্তোষ আইয়ারও। কানপুরে সুনীল গাভাসকর যখন টেস্ট ক্যাপ হাতে তুলে দেন শ্রেয়স আইয়ারের, তখন তাঁর পিতার গর্বিত হওয়াই স্বাভাবিক। তবে এমন দিন দেখার জন্য নিজের ছেলেকে কীভাবে প্র🔯তি মুহূর্তে উদ্দীপ্ত করে গিয়েছেন তিনি, জানা গেল অবশেষে।
মিড ডে-কে সন্তোষ জানান, তিনি গত চার বছর হোয়াটস♔অ্যাপের ডিপি বদলাননি শ্রেয়সকে তাঁর আসল লক্ষ্যের কথা স্মরণ করি🦂য়ে দিতেই। বৃহস্পতিবার গ্রিন পার্ক স্টেডিয়ামে শ্রেয়সের টেস্ট অভিষেক হলেও তিনি টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে ঢুকেছিলেন আগেও।
২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাঁচি টেস্টে চোট পেয়েছিলেন বিরাট কোহলি। তখন শ্রেয়সকে টেস্ট স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। যদিও ধরমশালার শেষ টেস্টে মাঠে নামার সুযোগ হয়নি আইয়ারের। টেস্ট অভিষেক না হলেও টেস্ট জার্সিতে সিরিজ জয়ের ট্রফি-সহ ভারতীয় দলের সঙ্গে গ্রুপ ছবিতে জায়গা হয় শ্রেয়সের।𝓡 সেই ছবিটিকেই প্রোফাইল পিকচার করে সন্তোষ শ্রেয়সকে মনে করিয়ে দিতেন যে, টেস্ট খেলাই হল তাঁর আসল লক্ষ্য, সেটা যেন তিনি ভুলে না যান। সেকারণেই ২০১৭ সাল থেকে সন্তোষ নিজের হোয়াটসঅ্যাপ ডিপি বদলাননি।
আরও পড়ুন: IND vs NZ: মুখে 'গু🎉টখা', একদম চেনা ঢঙে গ্যালারিতে বসে ফোনে কথা ব্যক্তির, ভাইরাল ভিডিয়ো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।