গ্রুপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও হারাতে পারেনি ভারত। এবার দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীতদের সামনে ছিল পাকিস্তানের চ্যালেঞ্জ। পাকিস্তানও গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল বার্বাডোজের কাছে। স্বাভা✤বিকভাবেই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে দু'দলের কাছেই মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল এই ম্যাচটি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্ত🐟ানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট অর্জনের লড়াইয়ে বাড়তি অক্সিজেন সংগ্রহ করে নেয় ভারত।
31 Jul 2022, 07:05 PM IST
লিগ শীর্ষে ভারত
পাকিস্তানের বিরুদ্ধে একতরফা♌ জয়ের পরে এ-গ্রুপের এক নম্বরে উঠে আসে ভারত। ২ ম্যাচে ২ পয়েন্ট রয়েছে ভারতের খাতায়। বার্বাডোজ ও অস্ট্রেলিয়া ১টি করে ম্যাচ খেলে ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে নেট রান-রেটে এগিয়ে রয়েছে ভারত।
31 Jul 2022, 06:48 PM IST
৮ উইকেটে জয় ভারতের
পাক🍸িস্তানের ৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১১.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০২ রান তুলে ম্য়াচ জিতে যা🌃য়। ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে বড় ব্যবধানে ম্যাচ জেতেন হরমনপ্রীত কউররা। মন্ধনা ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৬৩ রান করে নট-আউট থাকেন। ৩ বলে ২ রান করেন জেমিমা।
31 Jul 2022, 06:44 PM IST
মেঘনা আউট
১০.৪ ওভারে ওমাইমা সোহেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মেঘনা। ২টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৪ রান করেন তিনি। ভারত ৯৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট কর✃তে নামেন জেমিমা রডরিগেজ। ১১ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৯৬ রান। জয়ের জন্য ৪ রান দরকার ভারতের।
31 Jul 2022, 06:37 PM IST
৯ ওভারে ১২ রান দরকার ভারতের
জয়ের জন্য ৯ ওভারে ১২ রান দরকার ভারতের। ৯ ওভারে তারা ১ উ๊ইকেটে ৮৮ রান তুলেছে। সোহেলের বলে ২টি চার মারেন মেঘনা। মন্ধনা ৫৫ ও মেঘনা ১০ রান করেছেন।
31 Jul 2022, 06:33 PM IST
ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি মন্ধনার
৭.৩ ওভারে তুবার বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি 🀅মন্ধনা। ৭টি চ💎ার ও ৩টি ছক্কার সাহায্যে ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করেন মন্ধনা। ভারত ৮ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭৬ রান সংগ্রহ করেছে। মন্ধনা ৩৩ বলে ৫৪ রান করেছেন। ৬ বলে ২ রান করেছেন মেঘনা।
31 Jul 2022, 06:24 PM IST
শেফালি আউট
৫.৫ ওভারে তুবার বলে উইকেটকিপার মুনিবার দস্তানায় ধরা পড়েন শেফালি বর্ম🦩া। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১৬ রান করেন শেফালি। ভারত ৬১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে ಞনামেন সাবভিনেনি মেঘনা।
31 Jul 2022, 06:20 PM IST
৫০ টপকাল ভারত
পাওয়ার প্লে-র ৫ ওভারেই ৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ৫ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৫২ রান। ২৩ বলে ৩৯ রান করেছেন স্মৃতি মন্ধনা। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন। শেফালি ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে𝓀 ১২ রান করেছেন।
31 Jul 2022, 06:15 PM IST
ভারত আমিনের ওভারে তোলে ১৬ রান
চতুর্থ ওভারে আনাম আমিনের🏅 বলে ১টি চার মারেন মন্ধ෴না। শেফালি বর্মা ১টি চার ও ১টি ছক্কা মারেন। ওভারে মোট ১৬ রান ওঠে। ৪ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৪১ রান। মন্ধনা ১৭ বলে ২৮ রান করেছেন। শেফালি করেছেন ৭ বলে ১২ রান।
31 Jul 2022, 06:12 PM IST
ডায়নার ওভারে ৩টি বাউন্ডারি মন্ধনার
তৃতীয় ওভারে ডায়নার বলে ✅৩টি চার মারেন স্মৃতি মন্ধনা। ওভারে মোট ১৩ রান ওঠে। ৩ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ২৫। মন্ধনা ১৪ বলে ২৩ রান করেছেন।
31 Jul 2022, 06:07 PM IST
আগ্রাসী শুরু মন্ধনার
দ্বিতীয় ওভারে আনাম আমিনের বলে ১টি চ🤡ার ও ১টি ছক্কা মারেন স্মৃতি মন্ধনা। ওভারে ১০ রান ওঠে। ২ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ১২ রান।
31 Jul 2022, 06:02 PM IST
ভারতের রান তাড়া করা শুরু
শেফালিকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন ড🦂ায়না। ভারত প্রথম ཧওভারে ২ রান সংগ্রহ করে।
31 Jul 2022, 05:50 PM IST
পাকিস্তান অল-আউট
১৭.৬ ওভারে রাধার বলে বোল্ড হন কাইনাত। ৩ বলে ২ রান করেন তিনি। পাকিস্তান ৯৯ রানে আল-আউট হয়ে যায়।♋ সুতরাং, জয়ের জন্য ভারতের দরꦇকার ১০০ রান। রাধা ৩ ওভারে ১৮ রানে ২টি উইকেট দখল করেন।
31 Jul 2022, 05:48 PM IST
রান-আউট তুবা
১৭.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন তুবা। ২ বলে ১ রান করেন তিনি। পাকিস্তা꧙ন ৯৯ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন 🌃আনাম আমিন।
31 Jul 2022, 05:46 PM IST
রাধার শিকার ডায়না
১৭.২ ওভাꦬরে রাধা যাদবের বলে ডায়নাকে স্টাম্প আউট করেন যস্তিকা ভাটিয়া। খাতা খুলতে পারেননি ডায়না। পাকিস্তান ৯৭ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তুবা হাসান।
31 Jul 2022, 05:42 PM IST
ফতিমাকে ফেরালেন শেফালি
১৬.৬ ওভারে শেফালির বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ফতিমা সানা। ১টি বাউন্ডারির সা🔥হায্যে ৬ বলে ৮ রান করেন ফতিমা। পাকিস্তান ৯৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডায়না বেজ। শেফালি ২ ওꦆভারে ৮ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।
31 Jul 2022, 05:38 PM IST
রান-আউট আলিয়া
ওমাইমাকে রান-আউট করানোর পরে নিজেও র🍬ান-আউট হলেন আলিয়া রিয়াজ। ১৬.৫ ওভারে মেঘনা সাজঘরের পথ দেখান পাক তারকাকে। ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৮ রান করেন রিয়াজ। পাকিস্তান ৯৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কাইনাত ইমতিয়াজ।
31 Jul 2022, 05:29 PM IST
রান-আউট ওমাইমা
১৪.৫ ওভারে ওমাইমাকে কল করেও রান নেননি রিয়াজ। ফলে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে নন-স্ট্রাইকার প্♚রান্তে রান-আউট হন ওমাইমা। ১৩ বলে ১০ রান করেন ওম𒁃াইমা। পাকিস্তান ৮০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফতিমা সানা। ১৫ ওভারে পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ৮২ রান।
31 Jul 2022, 05:27 PM IST
রানা ১৫ রানে ২ উইকেট নেন
স্নেহ রানা ৪ ওভারেജ ১৫ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। পাকিস্তান ১৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৭৮ রান সংগ্রহ করেছে। আলিয়া ও ওমাইমা উভয়ে☂ই ৯ রানে ব্যাট করছেন।
31 Jul 2022, 05:12 PM IST
আয়েশাকে ফেরালেন রেনুকা
১১.৩ ওভারে রেনুকা সিংয়ের বলে জেমিমা রডরিগেজের হাতে ধরা পড়েন আয়েশা নাসিম। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১০ রান করেন আয়েশা। পাকিস্তান ৬৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলিয়া রিয়াজ। ১২ ওভারে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে♎ ৬৬ রান। রেনুকা ৪ ওভারে ১টি মেডেন-সহ ২০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
31 Jul 2022, 05:03 PM IST
জোড়া সাফল্য রানার
মারুফকে ফেরানোর পরে একই ওভারের শেষ বলে মুনিবার উইকেট তুলে নেন স্নেহ রানা। ৩টি চার ও ১টি ছক্কার সাহায🦹্যে ৩০ বলে ৩২ রান করেন মুনিবা। তিনি বোলার রানার হাতেই পিরতি ক্যাচ দিয়ে বসেন। পাকিস্তান ৫১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আয়েশা নাসিম।
31 Jul 2022, 05:00 PM IST
মারুফকে ফেরালেন রানা
৮.৩ ওভারে স্নেহ রানার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন বিসমাহ মার♊ুফ। ১৯ বলে ১৭ রান করেন পাকিস্তানের ক্যাপ্টেন। তিনি কোনও বাউন্ডারি মারেননি। পাকিস্তান ৫০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওমাইমা সোহেল।
31 Jul 2022, 04:57 PM IST
৫০-এ পৌঁছল পাকিস্তান
অষ্টম💃 ওভারে মেঘনার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন মু♌নিবা। সেই ওভারে ১৪ রান ওঠে। পাকিস্তান নবম ওভারের প্রথম বলে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে।
31 Jul 2022, 04:44 PM IST
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৫ ওভারে পাকিস্তান ১ উইকেটের বিনিময়ে ২৬ রান সংগ্রহ করেছে। ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৪ রান করেছেন মুনিবা আল🐲ি। ৯ বলে ১১ রান করেছেন বিসমাহ 🃏মারুফ।
১.৩ ওভারে মেঘনা সিংয়ের বলে উইকেটকিপার যস্তিকা ভাটিয়ার দস্তানায় ধরা পড়েন পাক ওপেনার ইরম জাভেদ। ৩ বল খেলে খাতা খুলতে পারে👍ননি তিনি। পাকিস্তান কোনও রান সংগ্রহ করার আগেই ১ উইকেট হারায়। ব্যা⛄ট করতে নামেন ক্যাপ্টেন মারুফ। ২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৭ রান।
31 Jul 2022, 04:24 PM IST
রেনুকার মেডেন ওভারে ম্যাচ শুরু
ইরম 🍬জাভেদকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন মুনিবা আলি। বোলিং শুরু করেন রেনুকা সিং। প্রথไম ওভারে কোনও রান ওঠেনি। মেডেন দিয়ে যাত্রা শুরু করেন গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেট নেওয়া রেনুকা।
31 Jul 2022, 04:23 PM IST
ওভার কমল ম্যাচের
টসের পরে ফের বৃষ্টিতে আরও কিꦜছুটা সময় নষ্ট হয়। ফলে ২ ওভার কমিয়ে খেলা হবে ১৮ ওভার প্রতি ইনিংসের। ৬ ওভারের বদলে পাওয়ার প্লে অনুষ্ঠিত হবে ৫ ওভারের।
31 Jul 2022, 04:14 PM IST
পাক শিবিরে ধাক্কা
কনকাশনের জন্য ভার𝓀তের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি নিদা দার, যিনি বার্বাডোজের বিরুদ্ধে গত ম্যাচে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন। তাঁর বদলে মাঠে নামেন কাইনাত ই💯মতিয়াজ।
ভারত তাদের প্🌸লেয়িং ইলেভেনে একজোড়া রদবদল করে। রাজেশ্বরী গায়কোয়াড়ের জায়গায় মাঠে নামেন স্নেহ রানা। সাবভিনেনি মেঘনা মাঠে নামেন হার্লিন দেওয়লের জায়গায়।
31 Jul 2022, 03:59 PM IST
টস হারল ভারত
ভারতের বিরুদ্ধে কমনওয়েলথ গেমস ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল পাকিস্তান।𝕴 টস জিতে বিসমাহ মারুফ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, বার্মিংহ্যামে টস হেরে রান তাড়া করবে ভারত।
31 Jul 2022, 03:53 PM IST
ম্যাচ শুরু হবে ৪টে ১০ মিনিটে
বৃষ্টি থে𒁃মেছে। মাঠ প্রস্তুত। টস অনুষ্ঠিত হবে ভারতীয় সময় অনুয়ায়ী ৪টে ৫৫ মিনিটে। ম্যাচ শুরু হবে ৪টে ১০ মিনিটে, এমনটাই জানাল বিসিসিআই।
31 Jul 2022, 03:06 PM IST
পিছিয়ে গেল টস
সত্যি হল আশঙ্কা। বৃষ🐻্টির জন্য পিছিয়ে গেল টসের সময়। এমন প🎐রিস্থিতিতে ঠিক সময়ে খেলা শুরু হওয়াও মুশকিল। বেশি সময় নষ্ট হলে ম্যাচের ওভার সংখ্যা কমতে পারে।
31 Jul 2022, 02:56 PM IST
যথা সময়ে ম্যাচ শুরু নিয়ে আশঙ্কা
বৃষ্টি চলছে এজবাস্টনে। ফলে যথা সময়ে ম্যাচ শুরু হওয়া নিয়ে আশঙ﷽্কা রয়েছে। অন্তত নির্ধারিত সময়ে টস যে অনুষ্ঠিত হচ্ছে না, এটা কার্যত নিশ্চিত।
31 Jul 2022, 02:55 PM IST
প্রথম ম্যাচের ফলাফল
গ্রুপের প্রথম ম্যাচে ভারত ৩ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। প্রথমে ব্যাট করে 🌌ভারত ৮ উইকেটে ১৫৪ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১৫৭ রান তুলে ম্যাচ জিতে যায়।
অন্যদিকে ♍পাকিস্তান প্রথম ম্যাচে ১৫ রানে হার মানে বার্বা🎐ডোজের কাছে। শুরুতে ব্যাট করে বার্বাডোজ ৪ উইকেটে ১৪৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৬ উইকেটে ১২৯ রানে আটকে যায়।
31 Jul 2022, 02:50 PM IST
স্নায়ুর চাপ সামলানোই চ্যালেঞ্জ
এমনিতে ধারে ও ভারে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারতের মহিলা ক্রিকেট দল। তবে পাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকিস্তান প্রতিপক্ষ হলে সব খেলাতেই স্নায়ুর চাপ সামলানোই প্রধান চ্যালেঞ্জ হয়ে দেখা দেয় ভারতীয় ক্রীড়াবিদদের সামনে। সমর্থকদের বিপুল প্রত্যাশার জন্যই হরমনপ্রীত কউররাও চাপে থাকবেন নিশ্চিত।