অপরাজিত ১৭৫ সঙ্গে প্রথম 🌳ইনিংসে ৫ উইকেট- জীব🍬নের বড় একটা স্বপ্ন পূরণ হল রবীন্দ্র জাদেজার। আর এই স্বপ্নের কথা তিনি ৩ বছর আগেই জানিয়েছিলেন। আর সেটাই পূরণ হল মোহালি টেস্টে। বরং স্বপ্নের চেয়ে অনেকটা বেশিই আদায় করে নিয়েছেন জাড্ডু।
তিন বছর আগে ইএসপিএন ক্রিকইনফোতে একটি সাক্ষাৎকার দেওয়ার সময়ে, জাদেজাকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘তোমার কেরিয়ারে কোন রেকর্ড তুমি করতে চাও?’ সেই প্রশ্নের উত্ওতরে জাদেজা বলেছিলেন, ‘এক ইনিংসে ৫ উইকেট 🌠এবং একই ম্যাচে শতরান করা।’
মোহালিতে বিরাট কোহলির শততম টেস্টে জাদেজা আগুনে পুড়ে ছাই হয়ে গেল শ্রীলঙ্কা। এই টেস্টের যাবতীয় লাইমলাইট কেড়ে নিলেন জাড্ডু। টসে জিতে ভারত প্রথমে ব্যাটিং নিয়েছিল। ব্যাট হাতে ১৭৫ করে জাদেজা অপরাজিত 🌱থাকেন। তাঁর সৌজন্যেই ভারত ৫৭৪ রানের বড় ইনিংস গড়ে।
শুধু ব্যাট নয়। বল হাতেও আগুনে পারফরম্যান্স করেন🐓 জাড্ডু। প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। তাতেই তাঁর স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল। এর পর আবার আবার দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট তুলে নেন জাদেজা। ব্যাট-বলে দুরন্ত ছন্দে থাকা জাদেজা ঝড়ের কাছেই কার্যত ন🧔তি স্বীকার করে শ্রীলঙ্কা।
পাশাপাশি ৬০ বছর পরে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিরল নজিরও গড়লেন জাদেজা। তৃতীয় ভারতীয় হিসাবে এবং বিশ্বের ষষ্ঠ 🅠অলরাউ𒆙ন্ডার হিসেবে এক ম্যাচে ১৫০ রানের বেশি স্কোর করেছেন জাড্ডু। সেই সঙ্গে ৫ উইকেটও নিয়েছেন। ভিনু মানকড় এবং পলি উমরিগরের পর তৃতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে এই নজির গড়লেন জাদেজা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।