এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের অপ্রতিরোধ্য দৌড় জারি রাখল ভারতীয় হকি দল। আগেই পাকিস্তান, জাপানের মতো দলকে হেলায় উড়িয়ে দিয়ে এশিয়াদের মধ্যে ভারতীয় দল যে সেরা , সেটা বুঝিয়ে দিয়েছিলেন হরমনপ্রীত সিং, বিবেকরা। এবার সেমিফাইনাল ম্যাচেও দঃ কোরিয়াকে পর্যুদস্ত করে ফাইনালে উঠলেন জারমানপ্রীত সিং,অভিষেকরা। ৪-১ গোলে ভারত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দঃ কোরিয়াকে হারিয়ে দিল। এর আগে উত্তর কোরিয়াকেও হারিয়েছিল প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ীরা। নিজেদের ছন্দময় পারফরমেন্স এশিয়ান সেরা হওয়ার প্রতিযোগিতাতেও জারি রাখলেন হরমনপ্রীত সিংয়ে𓄧র ছেলেরা। ভারতের সামনে ফাইনালে চিন। এই নিয়ে ৬বার ভারত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের টিকিট হাতে পেল।
আরও পড়ুন-প্রত্যাশ💯া পূরণে ব্যর্থ, তাই মন খারাপ নীরজের! বন্ধুর পাশে 𝓡দাঁড়িয়ে বার্তা মনু ভাকেরর…
ম্যাচের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিল ভারতীয় দল। ফল෴ে প্রথম কোয়ার্টারেই কোরিয়ান দুর্গে বারবার আক্রমন চালাচ্ছিলেন রাজকুমার পাল সিং,হরমনপ্রীতরা। প্রথম কোয়ার্টারের শেষ লগ্নে ভারত দেখা পায় প্রথম গোলের। ডানপ্রান্ত থেকে রাজকুমার পাল সিংয়ের বাড়ানো বল থেকে গোল করে সেমিফাইনালে ভারতকে এগিয়ে দেন উত্তম সিং। এরপর দুটো পেনাল্টি কর্নার প🦩েলেও দঃ কোরিয়া সমতায় ফিরতে পারেনি।
দ্বিতীয় ক🦂োর্টারের শুরুতেই এবার পেনাল্টি কর্নার পায় ভারত। দঃ কোরিয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও তাতে লাভ হয়নি। প্রথম শটে গোল না হলেও রিটেকে হরমনপ্রীত সিংয়ের দুরন্ত শট ডিফ্লেক্ট হয়ে কোরিয়ানদের জালে জড়িয়ে যায়, এগিয়ে যায় ভারত ২-০ গোলে। এটি ছিল হরমনপ্রীতের এই প্রতিযোগিতায় ষষ্ঠ গোল।🌺
আরও পড়ুন-‘পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসে ফুটছে’!ছোট করে না দেখার পরামর্শ সওানির…
দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে ভারতের গোলরক্ষক সুরজ একটি দুরন্ত সেভ দেন। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই অবশ্য অসাধারণ নাটকে খেলা জমে যায়। ভারত এবং দঃ কোরিয়ার পরপর গোল করে। প্রথমে এরিয়াল বল ধরে নিয়ে গোলরক্ষকের পায়ের তলা থেকে গোল করে যান ভারতের জারমানপ্রীত সিং। এর কয়েক মিনিটের মধ্যেই ফলাফল ৩-১ করে কোরিয়া। তাঁদের হয়ে ব্যবধান কমান ইয়াং জিহুন, যদিও তাতে লাভের লাভ খুব একটা কিছু হয়নি। কারণ ভারত আগাগোরাই ম্যাচের রাশ নিজেদের দখলেই রেখেছ✱িল।
আরও পড়ুন-ভিডিয়ো- কপাꦑল খারাপ কাকে বলে…নিজের দোষেই রানআউট🐲 যশ দুবে! উপস্থিত বুদ্ধি দেখালেন মুলানি…
তৃতীয় কোয়ার্টারেই চতুর্থ গোলের দেখা পেয়ে যায় ভারত। কোরিয়ান গোলরক্ষক সার্কেলের বাইরে এসে হাতে বল লাগানোয় পেনাল্টি কর্না🌟র পায় ভারতীয় দল। সেখান থেকেই গোল করে স্কোরলাইন ৪-১ করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। এবারের প্রতিযোগিতায় নি﷽জের সপ্তম গোলের দেখা পেয়ে গেলেন এই স্ট্রাইকার। চতুর্থ কোয়ার্টার শেষে একই স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। এমন ছন্দ নিয়ে চিনের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হবেন জারামনপ্রীতরা, ফলে ফেভারিট যে ভারতই, তা বলাই বাহুল্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।