তিন ম্যাচের ২টিতে জয় তুলে নিয়ে ভারত এ-গ্রুপ থেকে দ্বিতীয় দলཧ হিসেবে সেমিফাইনালে ওঠে। শেষ চারের লড়াইয়ে আয়োজক ইংল্যান্ডকে টেক্কা দিয়ে ফাইনালে ওঠেন হরমনপ্রীত কউররা। ফাইনালে ওঠা মাত্রই চলতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে পদক নিশ্চিত করে ভারতের মহিলা ক্রিকেট 🌌দল। তবে গোল্ড মেডেল ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হেরে বসায় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় হরমনপ্রীত কউরদের। উল্লেখ্য, কমনওয়েলথ গেমসের উদ্বোধনী ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে।
৯ রানে হেরে সোনা হাতছাড়া ভারতের
জোনাসেনের প্রথম বলে ইচ্ছা করে ১ রান নেননি যস্তিকা। দ্বিতীয় বলে ২ রান নিতে গিয়ে রান-আউট হন মেঘনা। তিনি ১💞 বলে ১ রান করেন। তৃতীয় বলে এলবিডব্লিউ হন যস্তিকা। অস্ট্রেলিয়ার ৮ উইকেটে 💛১৬১ রানের জবাবে ভারত অল-আউট হয়ে যায় ১৫২ রানে। প্রায় জেতা ম্যাচ ৯ রানে হেরে সোনা হাতছাড়া করে ভারত। এবারের মতো রুপোর পদকেই সন্তুষ্ট থাকতে হয় হরমনপ্রীতদের।
দীপ্তি আউট
১৮.৩ ওভারে মেগানের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন দীপ্তি শর্মা। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১৩ রান করেন দীপ্তি। ভারত ১৪৯ রােন ღ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেঘনা সিং। ১৯ ওভারে ভারতের স্কোর ৮ উইকেটে﷽ ১৫১ রান। জয়ের জন্য শেষ ওভারে ১১ রান দরকার ভারতের।
রান-আউট রাধা
১৮.১ ওবারে রান-আউট হলেন রাধা🦋 যাদব। ২ বলে ১ রান করেন তিনি। ভারত ১৪৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যস্তিকা ভাটিয়া। তিনি তানিয়া ভাটিয়ার কনকাশন পরিবর্ত হিসেবে মাঠে নামেন।
রান-আউট রানা
১৭.৩ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন স্নেহ রানা। ৬ বলে ৮ রান করেন তিনি। ভারত ১৩৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাধা যাদব। ১🔯৮ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ১৪৫ রান। জয়ের জন্য ২ ওভারে ভারতের দরকার ১৭ রান। দীপ্তি ৯ রানে ব্যাট 🐬করছেন।
৩ ওভারে ভারতের দরকার ২৮ রান
জয়ের জন্য শেষ ৩ ওভারে ভারতের দরকার ২৮ রান। ১৭ ওভারে ভার♛তের স্কোর ৫ উইকেটে ১৩৪ রান। রানা ৪ ও দীপ্তি ৩ রানে ব্যাট করছেন।
হরমনপ্রীত আউট
পূজা সাজঘরে ফেরার ঠিক পরের বলেই দুর্ভাগ্যজনকভ🐓াবে আউট হন হরমনপ্রীত কউর। গার্ডনারের বলে স্কুপ শট খেলার চেষ্টা করেন হরমনপ্রীত। বল ব্যাটে লাগার পরে তাঁর হেলমেটে লেগে হাওয়ায় ভেসে যায়। কিপার হিলি শরীর ছুঁড়ে ক্যাচ ধরেন। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৬৫ রান করে মাঠ ছাড়েন ভারতের ক্যাপ্টেন। ꦺভারত ১২১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্নেহ রানা।
পূজা বস্ত্রকার আউট
১৫.৪ ওভারে গার্ডনারের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইন𓆏ে মুনির হাতে ধরা পড়েন পূজ🦂া বস্ত্রকার। ৫ বলে ১ রান করেন তিনি। ভারত ১২১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা।
জেমিমা আউট
১৪.৩ ওভারে মেগান শুটের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জেমিমা রডরিগ♍েজ। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৩৩ রান করেন জেমিমা। ভারত ১১৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পূজা বস্ত্রকার। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১👍১৮। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৪৪ রান দরকার ভারতের। হরমনপ্রীত ৬৩ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল ভারত
আগুনে মেজাজে ব্যাট করছেন হরমনপ্রীত কউর। ভারত ১৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১২ রান তুলেছে। হরমনপ্রীত ৭টি চার ও 🤪২টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৬৩ রান করেছেন। জেমিমা ৩০ ব🥀লে ২৭ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের
৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের। ১২.১ ওভারে জোনাসেনের বলে ১ রান নিয়ে অর্ধশতরান পূর্ণ করেন ভারতের ক্যাপ্টেন। ১৩ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৯৮ রান। জয়🌟ের জন্য ৭ ওভারে ৬৪ রান। হরমনপ্রীত ৩৬ বলে ৫১ রান করেছেন। ২৮ বলে ২৫ রান করেছেন জেমিমা।
১০ ওভারে খেলা শেষ
১০ ওভারে ভারতের স্কোর ২ল উইকেটে ৭৩ রান। ২৪ বলে ৩১ রান করে﷽ছেন হ🧸রমনপ্রীত কউর। ২২ বলে ২১ রান করেছেন জেমিমা রডরিগেজ।
৫০ টপকাল ভারত
৮ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৫৯ রান। হরমনপ্রীত ১৬ বলে ২০ রানꦛ করেছেন। ৩টি চার মেরেছেন তিনি। ܫজেমিমা ১৮ বেল ১৮ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়া༺র প্লে-র ৬🦋 ওভারে ভারত ২ উইকেটের বিনিময়ে ৪২ রান তুলেছে। ১২ বলে ১৩ রান করেছেন হরমনপ্রীত কউর। ১০ বলে ৮ রান করেছেন জেমিমা রডরিগেজ।
শেফালি আউট
২.১ ওভারে গার্ডনারের বলে শেফালির সহজ ক্যাচ ছাড়েন মেগান༺। সেই ওভারের চতুর্থ বলে ফের একই ভুল করেন শেফালি। বল আকাশে তুলে ধরা পড়েন ম্য়াকগ্রার হাতে। ২টি বাউন্ডারির সাহায্যಌে ৭ বলে ১১ রান করে মাঠ ছাড়েন শেফালি। ভারত ২২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত।
মন্ধনা আউট
১.৫ ওভারে ব্রাউনে𒁃র বলে অফ-স্টাম্পের দিকে শাফল করে শট নিতি গিয়ে বোল্ড হলেন মন্ধনা। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বল❀ে ৬ রান করেন মন্ধনা। ভারত ১৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমিমা।
তাড়া করা শুরু ভারতের
শেফালিকে নিয়ে যথারীতি ওপেন করতে নামেনꦆ স্মৃ🐲তি মন্ধনা। বোলিং শুরু করেন মেগান শুট। প্রথম ওভারে ১২ রান ওঠে। ২টি চার মারেন শেফালি।
সোনা জিততে ভারতের দরকার ১৬২ রান
অস্ট্রেলিয়া নির্দারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬১ রান সং🌠গ্রহ করেছে। সুতরাং ম্য়াচ জিতে সোনার পদক গলায় ঝোলাতে ভারতের দরকার ১৬২ রান। রাচেল হেইন্স ১টি চার ও ১টি ছক্কার💙 সাহায্যে ১০ বলে ১৮ রান করে নট-আউট তাকেন। ১ রান করেন মেগান। ৩০ রানে ১ উইকেট নেন দীপ্তি। ২৪ রানে ১ উইকেট নেন রাধা। ৩৮ রানে ২ উইকেট নেন রানা।
রান-আউট জোনাসেন
১৯.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন জেস জোনাসেন। ২ বলে ১ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ১৫৭ রানে ৮ উইকেট হারায়। ব্যাট ক𓆏রতে নামেন মেগান শুট।
অ্যালানা কিং আউট
১৮.৩ ওভারে রাধা যাদবের বলে মেঘনা সিংয়ের হাতে ধরা পড়েন অ্যালানা কিং। ৫ বলে ১ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ১৫০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেস জোনাসেন। ১৯ ওভারে অজ🌺িদে✅র সংগ্রহ ৭ উইকেটে ১৫৬ রান। হেইন্স ১৪ রানে ব্যাট করছেন।
বেথ মুনি আউট
🦩১৭.২ ওভারে স্নেহ রানার বলে বেথ মুনির অবিশ্বাস্য ক্যাচ ধরেন দীপ্তি শর্মা। ৮টি বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ৬১ রান করে মাঠ ছাড়েন মুনি। অস্ট্রেলিয়া ১৪২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালান🔴া কিং। ১৮ ওভারে অজিদের সংগ্রহ ৬ উইকেটে ১৫০ রান।
হ্যারিস আউট
১৬.২ ওভারে রেনুকা সিংয়ের বলে মেঘনার হাতে ধরা পড়েন গ্রেস হ্যারিস। ৪ বলে ২ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ১৩৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাচেল হেইন্স। ১৭ ওভারে অজꦅিদের সংগ্রহ ৫ উইকেটে ১৩৮ রান। রেনুকা ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। মুনি ব্যাট করছেন ৫৭ রানে।
হাফ-সেঞ্চুরি মুনির
৭টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ꦓব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বেথ মুনি। ১৬ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১ℱ৩৩ রান। মুনি ৫৪ রানে ব্যাট করছেন।
স্টাম্প আউট গার্ডনার
১৫.১ ওভারে স্নেহ💞 রানার বলে অ্যাশলেই গার্ডনারকে স্টাম্প আউট করেন তানিয়া ভাটিয়া। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন গার্ডনার। অস্ট্রেলিয়া ১২৫ রানে ಌ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্রেস হ্যারিস।
১০০ টপকাল অস্ট্রেলিয়া
১৩ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১০৯ রান। ৩১ বলে ৪৬ রান করেছেন বেথ মুনি। তিনি ৬টি চার মেরেছেন। ৫ ব🦄লে ১২ রান করেছেন গার্ডনার।
ম্যাকগ্রাকে ফেরালেন দীপ্তি
১১.১ ওভারে দীপ্তির বলে তালিয়া ম্য়াকগ্রার দুর্দান্ত ক্যাচ ধরেন রাধা যাদব। ৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন ম্যাকগ্রা। উল্লেখ্য, ম্যাচের আগেউ তালিয়া করোনা পজিটিভ চিহ্নিত হন। মৃদু উপসর্গও রয়েছে। তা সত্ত্বেও মেডিক্যাল টিম তাঁকে গোল্ড মেডেল ম্যাচে মাঠে নামার অনুমতি দেয়। অস্ট্রেলিয়া ৮৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাশলেই গার্ডনার। তিনি মাঠে নেমেই জোড়া বাউন্ডারি মারেন। ১২ ওভারে অস্ট্🃏রেলিয়াক স্কোর ৩ উইকেটে ৯৯ রান।
রান-আউট ল্যানিং
১০.১ ওভারে বোলার রাধা যাদব নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট করেন মেগ ল্য়ানিংকে। মুনি বোলারের দিকেই স্ট্রেট 🐻ড্রািভ করেন। বল ধরে স্টাম্পে লাগিয়ে দেন রাধা। ল্যানিং ক্রিজের বাইরে থাকায় রান-আউট হতে হয় তাঁকে। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩৬ রান করে মাঠ ছাড়েন ল্যানিং। অস্ট্রেলিয়া ৮৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তালিয়া ম্যাকগ্রা। ১১ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৮৭ রান।
১৭ রান খরচ করলেন হরমনপ্রীত
দশম ওভারে বল করতে এসে ১৭ রান খরচ করলেন হরমনপ্রীত কউর। ১টি চার মারেন মুনি। ৩টি꧟ চার মারেন ল্যানিং। ১০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৮৩ রান। মুনি ৩৪ ও ল্যানিং ৩৬ রানে ব্যাট করছেন।
৫০ টপকাল অস্ট্রেলিয়া
৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৫৪ রান। ১৯ বলে ১৭ রান করেছেন মেগ ল্যানিং। তিনি ১টি চার ও ১টি ছক্কা꧋ মেরেছেন। ১৭ বলে ২৪ রান করেছেন বেথ মুনি🎐। তিনি ৩টি চার মেরেছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে অস্ট্রেলিয়া ১ উইকেটের বিনিময়ে ৪ಞ৩ রান তুলেছে। ১২ বলে ১৪ রান করেছেন ল্যানিং। ১২ বলে ১৬ রান ক🍃রেছেন মুনি।
৪ ওভারে অস্ট্রেলিয়া ১ উইকেটে ২২
৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটের বিনিময়ে ২২ রান সংগ্রহ করেছে। ৮ বলে ১২ রান করেছেন বেথ মুনি। রেনুকা ও মেঘনা উভয়েই ১ ওভারে ১১ রান করে খরচ করেছেন। ১টি উইকেট𒐪 নিয়েছেন রেনুকা।
হিলিকে ফেরালেন রেনুকা
২.২ ওভারে অ্যালিসা হিলিকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান রেনুকা সিং। প্রাথমিকভাবে হিলিকে আউট দেননি আম্পায়ার। তবে একবারে শেষ মুহূর্তে রিভিউ নেয় ভারত। আম্পায়ারকে শেষমেশ নিজের সিদ্ধা🥀ন্ত বদল করতে হয়। হিলি ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৭ রান করে আউট হন। অস্ট্রেলিয়া ৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেগ ল্যানি। ৩ ওভারে অস্ট্রেলিয়ার স🌟্কোর ১ উইকেটে ১৪ রান।
ম্যাচ শুরু
অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন অ্যালিসা হিলি ও বেথ মুনি। বোলিং শুরু করেন রেনু🅷কা সিং ঠাকুর। প্রথম ওভারে ৬ রান 🦩ওঠে। ১টি চার মারেন হিলি।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
অ্যালিসা হিলি (উইকেটকিপার), বেথ মুনি, মেগ ল্যানিং (ক্যাপ্টেন), তালিয়া ম্যাকগ্রা, রাচেল হেইন𝔉্স, অ্যাশলেই গার্ডনার, গ্রেস হ্যারিস, জেস জোনাসেন,𒊎 অ্যালানা কিং, মেগান শুট ও ডার্সি ব্রাউন।
ভারতের প্রথম একাদশ
হরমনপ্রীত কউꦗর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্ম🥂া, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), জেমিমা রডরিগেজ, পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মা, রাধা যাদব, স্নেহ রানা, মেঘনা সিং ও রেনুকা ঠাকুর।
টস হারল ভারত
অস্ট্রেলিয়ার বিরুদ্𓄧ধে গোল্ড মেডেল ম্যাচে টস হারলেন হরমনপ্রীত কউর। টস জিতে অস্ট্রলিয়া শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সুতরাং♐, ফাইনালে রান তাড়া করবে ভারত।
বদলা নেওয়ার সুযোগ ভারতের সামনে
২০২০ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। তাছাড়া কমনওয়েলথ গেমসের উদ্বোধনী ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারতকে। এবার কমনওয়েলথ গেমসের গোল্ড⛎ মেডেল ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে হরমনপ্রীতদের সামনে।
কোন পথে ফাইনালে অস্ট্রেলিয়া
গ্রুপের প্রথম ম্যাচে ভারতকে ৩ উইকেটে পরাজিত করে।
গ্রুপের দ্বিতীয় ম্যাচে বার্বাডোজকে ৯ উইকেটে পরাজিত করে।
গ্রুপের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৪৪ রানে পরাজিত করে।
সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৫ রানে হারিয়ে দেয়।
কোন পথে ফাইনালে ভারত
গ্রুপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে পরাজিত হয়।
গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দেয়।
গ্রুপের তৃতীয় ম্যাচে বার্বাডোজকে ১০০ রানে পরাজিত করে।
সেমিফাইনালে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে দেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।