এ দিন রবীন্দ্র জাডেজা চারে ব্যাট করতে নেমেছিলেন। ৫১ রান করেন তিনি। তবে পরের ব্যাটসম্যানদের সুযোগ দিতে রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফিরে যান জাড্ডু।
তিন দিনের প্রস্তুতি ম্যাচের ফল ড্র করেছে ভারত।
22 Jul 2021, 09:48 PM IST
তিন দিনের প্র্যাক্টিস ম্যাচের ফল ড্র হয়েছে।
কাউন্টি একাদশের বিরুদ্ধে ভারতের প্র্যাক্টিস ম্যাচের ফল ড্র হয়েছে। দুই ইনিংসে ভারত করেছিল ৩১১꧒ এবং ১৯২ রান। আর কাউন্টি একাদশ ২২০ রান এবং ৩১🍰 রান করেছে। এ দিন চারে নেমে অর্ধশতরান করে রবীন্দ্র জাডেজা।
22 Jul 2021, 09:35 PM IST
১৫ ওভার: ৩০/০
১৫ ওভার পার হয়ে গেলেও কোনও উইকে🌠ট পড়েনি কাউন্টি একাদশের। জ্যাক লিবির রান ১৬ এবং হামিদে🐽র রান ১৩।
22 Jul 2021, 08:55 PM IST
১০ ওভার: ২২/০
জ্যাক লিবি এবং হাসিব হামিদ ওপেন করতে নেমেছেন। জ্যাক লিꦇবির রান ১৩ এবং হামিদের 𓆏রান ৮।
22 Jul 2021, 08:28 PM IST
৫ ওভার: ১৭/০
জ্যাক লিবি এবং হাসিব হামিদ ওপেন করতে নেমেছেন। জ্য🧔াক লিবির রান ৯ এবং হামিদের রান ৭।
22 Jul 2021, 08:26 PM IST
দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেছে কাউন্টি একাদশ
২৮৪ রানের লক্ষ্য কাউন্টি একাদশের সামনে।
22 Jul 2021, 08:23 PM IST
১৯২ রানে ইনিংস ঘোষণা ভারতের
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করে ভারত। রবীন🍌্দ্র জাডেজা অর্ধশতরান করেছেন। কাউন্টি একাদশকে করতে হবে ২৮৪ রান।
22 Jul 2021, 07:42 PM IST
৫৫ ওভার: ১৯২/৩
ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং শার্দুল ঠাকুর। হনুমা বিহারী ৪৩ রান করে অপরাজিত রয়েছে🐲ন। ৬ রানে অপরাজিত শার্দুল ঠাকুর।
22 Jul 2021, 07:31 PM IST
রিটায়ার্ড আউট জাডেজা
আউট না হলেও ৭৭ বলে ৫১ রান করেই জাডেজা উঠে যান। ক্রিকেটের পরিভাষায় যাকে রিটায়ার্ড আউট বলা হচ্ছে। তাঁর পরিবর্তে নেমেছেন শার্দুল ঠাকুর। ভারতꦇের ১৮৮ রান ৩ উইকেটে।
22 Jul 2021, 07:26 PM IST
অর্ধশতরান করে ফেললেন জাড্ডু
এ দিন চারে ব্যাট করতে নেমেছিলেন জাডেজা। তি🐬নি কিন্তু অর্ধশতরান করে ফেলেছেন।
এই ওভারে চেনা জাডেজার ঝলক দেখা গেল। ওভারের দ্বিত🦩ীয়, তৃতীয় এবং চতুর্থ বলে জাড্ডু যথাক্রমে ৬-৪-৪ মারেন। লিয়াম প্যাটারসন এই ওভারে ১৪ রান দেন। রবীন্দ্র জাডেজা ৪৫ রান করে অপরাজিত রয়েছেন। হনুমা বিহারী করেছেন ২৮ রা𒀰ন।
22 Jul 2021, 07:05 PM IST
৪৫ ওভার: ১৫১/২
১৫০ রানের গণ্ড🍃ি টপকালো ভ🤡ারত। হনুমা বিহারীর রান ২৮। জাডেজার রান ৩১। দলের রান ২ উইকেটে ১৫১।
22 Jul 2021, 06:42 PM IST
৪০ ওভার: ১৩০/২
খুব ধীর গতিতেই রান উঠছে। হনুমা বিহারীর রান ১৮। জাডেꦏজার রান ২১। দলের রান ২ উইকেটে ১৩০।
22 Jul 2021, 06:23 PM IST
৩৫ ওভার: ১১৯/২
এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং রবীন্দ্র 🦄🐻জাডেজা। হনুমা বিহারীর রান ১৪। জাডেজার রান ১৪। দলের রান ২ উইকেটে ১১৯।
22 Jul 2021, 05:39 PM IST
৩২ ওভার শেষ: ১১৩/২
এই মুহূর্তে ক্ꦛরি🅰জে রয়েছেন হনুমা বিহারী এবং রবীন্দ্র জাডেজা। হনুমা বিহারীর রান ১১। জাডেজার রান ১১। দলের রান ২ উইকেটে ১১৩।
22 Jul 2021, 05:28 PM IST
৩০ ওভার: ১০৯/২
এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং রবীন্দ্র෴ জাডেজা। হনুমা বিহারীর রান ১১। জাডেজার রান ৭। দলের রান ২ উইকেটে ১০৯।
22 Jul 2021, 05:16 PM IST
দ্বিতীয় উইকেট পড়ল ভারতের: চেতেশ্বর পুজারা আউট
৩৮ রান করে সাজঘরে ✱ফিরে গেলেন চেতেশ্বর পুজারা। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং রবীন্দ্র জাডেজ🎶া। জাজাকে চারে নামানো হয়েছে।
22 Jul 2021, 05:13 PM IST
২৫ ওভার: ৯৮/১
২৫ ওভারে ১ উইকেট পড়েছে ভারতের। ৪৭ রান করে ময়াঙ্ক আউট হয়ে গিয়েছেন। চেতেশ্বর পুজারার সঙ্গে এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা𓆏 বিহারী। চেতেশ্বর পুজারার রান ৩৮। হনুমা বিহারীর রান ৭। দলের রান ১ উইকেটে ৯৮।
22 Jul 2021, 05:09 PM IST
এক উইকেট পড়েছে ভারতের: ময়াঙ্ক আউট
৮১ বলে ৪৭ রান করে আউট হয়ে যান ময়াঙ্ক আগর༒ওয়াল। চেতেশ্বর পুজারার সঙ্গে এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী।
22 Jul 2021, 04:57 PM IST
২০ ওভার শেষ
২০ ওভারে ভারত কোনও উইকেট হারায়নি। চে⭕তেশ্বর পুজারার রান ৩১। ময়াঙ্ক আগরওয়🅠ালের রান ৩৯। দলের রান ৭৬।
22 Jul 2021, 04:38 PM IST
১৫ ওভার শেষ
১৫ ওভারে ভারত কোন𝐆ও উইকেট হারায়নি। চেতেশ্বর পুজারার রান ২৪। ময়াঙ্ক আꦜগরওয়ালের রান ৩৩। দলের রান ৬২।
22 Jul 2021, 04:15 PM IST
১০ ওভার শেষ
১০ ওভারে ভারত কোনও উইকেট হারায়নি। চেতেশ্বর পুজারা🐠র রান ১৩। ময়াঙ্ক আগরওয়ালের রান ২২। দলের রান ৪০।
22 Jul 2021, 04:07 PM IST
রোহিত ওপেন করেননি
দ্বিতীয় ইনিংসে রোতি শর্মার পরিবর্তে ময়াঙ্ক🅠 আগরওয়ালের সঙ্গে ওপে🍨ন করেছেন চেতেশ্বর পুজারা।
22 Jul 2021, 04:04 PM IST
তৃতীয় দিনের খেলা শুরু
দ্বিতীয় দিনের খে🍨লা শেষে কাউন্টি একাদশের ইনিংস শে🃏ষ হওয়া মাত্রই দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। ২২০ রানে অল আউট হয় কাউন্টি একাদশ।