শাহিদ আফ্রিদি বরাবর কু কথায় পঞ্চমুখ। ভারত এবং ভারতীয়দের সম্পর্কে প্রাক্তন পাক অল-রাউন্ডার খুব বেশি শ্রদ্ধাশীল বলে মনে হয় না। সচরাচর মাঠের লড়াই বাউন্ডারির ভিতরেই ফেলে আসেন ক্রিকেটারার। আফ্রিদি সেসবের ধার ধারেন না। গৌতম গম্ভীরের সঙ্গে আফ্রিদির মাঠের ঝামেলার কথা জানেন না, ভারত-পাকিস্ত🌱ানে এমন কোনও ক্রিকেটপ্রেমী নেই। সেই ঝামেলার প্রসঙ্গ উঠতেই ফের গম্ভীরকে নিয়ে খারাপ কথা বেরিয়ে এল আফ্রিদির মুখ দিয়ে।
উল্লেখযোগ্য বিষয় হল, আফ্রিদি যখন গম্ভীরকে 🎐নিয়ে অপমানজনক মন্তব্য করছেন, তখন হাসতে দেখা যায় হরভজন সিংকে। কোনও প্রতিবাদ করেননি ভাজ্জি। তাঁর কাছ থেকে এমন প্রতিক্রিয়া মেনে নিতে পারছেন না ভারতীয় সমর্থকরা। তাই সোশ্যাল মিডিয়ায় আফ্রিদির মুণ্ডপাত তো চলছেই, এমনকিꦍ নেটিজেনরা ক্ষোভ উগড়ে দিচ্ছেন হরভজনের উপরেও।
রবিবার এশিয়া কাপের ভারত-♔পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা চলছিল পাকিস্তানের Sam🍬aa TV-তে, যেখানে বিশেষজ্ঞের ভূমিকায় ছিলেন আফ্রিদি। একই অনুষ্ঠানে Aaj Tak-এর হয়ে উপস্থিত ছিলেন হরভজন।
গম্ভীরের সঙ্গে ঝামেলার প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘এমন🔯টা নয় যে, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আমার লড়াই-ঝগড়া চলে। সোশ্যাল মিডিয়ায় গৌতমের সঙ্♔গে কখনও কখনও তর্কবিতর্ক চলে। তবে গৌতম এমন একজন চরিত্র, যাকে ভারতীয় দলেই কেউ পছন্দ করে না।’
গম্ভীরকে নাকি ভারতীয় ক্রিকেটাররা পছন্দ করেন না, এমন কথা শোনার পরেꦫ হাসতে দেখা যায় ভাজ্জিকে। এতেই চটে লাল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাঁদের দাবি, আফ্রিদির কাছ থেকে এমন সব খারাপ কথা প্রত্যাশিত। তবে এসব কথা শুনে ভাজ্জির হাসা উচিত হয়নি। বরং প্রতিবাদ করা দরকার ছিল♕।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।