ꦰট্রেন্ট বোল্টের সুপার ওভার ভাগ্য কি আর সুপ্রসন্ন হবে না? ২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে নিউজিল্যান্ডকে জেতাতে পারেননি। রবিবার আইপিএলেও সুপার ওভারে ✨মুম্বই ইন্ডিয়ান্সকে জয়ের সরণিতে নিয়ে যেতে পারলেন না বোল্ট।
♍অথচ কিংস ইলেভন পঞ্জাবের বিরুদ্ধে ২০ তম ওভারে দুরন্ত বল করেছিলেন কিউয়ি পেসার। ছ'বলে ন'রান প্রয়োজন ছিল পঞ্জাবের। আট রানের বেশি দেননি বোল্ট। তাও একটা দারুণ বলে ভাগ্যের জোরে বাউন্ডারি পেয়েছিল কে এল রাহুলের দল। বোল্টের সেই ওভারের সৌজন্যেই সুপার ওভারে গড়ায় ম্যাচ। প্রথম সুপার ওভারে অবশ্য তাঁকে বল দেননি মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তাতেও ফয়সালা না হওয়ায় দ্বিতীয় ওভার সুপার হয়।
(আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখুন এখানে)
দ্বিতীয়বার সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১১ রান তোলেন কায়রন পোলার্ডরা। সেই রান রক্ষা করার দায়িত্ব পড়ে বোল্টের কাঁধে। কিন্তু 🎃ক্রিস গেইলের বিরুদ্ধে শুরুটা একেবারেই ভালো করেননি তিনি। লক্ষ্যভ্রষ্ট হয় ইয়র্কার। সেই ফুলটসে ছক্কা মারেন গেইল। পরের বলে এক রান নেন।﷽ কিন্তু তৃতীয় ও চতুর্থ বলে দুটি চার মারেন মায়াঙ্ক আগরওয়াল। দুটি বলই একেবারেই ভালো করতে পারেননি বোল্ট। প্রথমটি একেবারে ব্যাটসম্যানের হাত খোলার জায়গায় ছিল। চতুর্থ বলটি তো ফুল টস ছিল। তার ফলে টানটান উত্তেজনার ম্যাচে জিতে যায় পঞ্জাব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।