দাদা ইশান পোড়েল এবার আইপিএল নিলামে দল পাননি। তবে ভাই অভিষেক পোড়েলের জন্য খুলে গেল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের দরজা। প্রাথমিকভাবে আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন অভিষেকও। তবে বাংলার তরুণ উইকেটকিপা🌜র-ব্যাটসম্যান পরিবর্ত ক্রিকেটার হিসেবে ঢুকে পড়ছেন আইপিএলের আঙিনায়।
এমন এক ক্রিকেটারের বদলি হিসেবে আইপিএলে যোগ দিচ্ছেন তিনি, ঠিক যাঁর মতোই আগ্রাসী ব্যাটিং করতে পছন্দ করেন অভিষেক। তিনি ঋষভ পন্তের জায়গায় মাথা গলিয়ে দিচ্ছেন 💧দিল্লি ক্যাপিটালস শিবিরে, এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআইয়ꦐের।
ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিভা চিনতে ভুল হয় না। তাই নিজের রাজ্যে এমন মারকাটারি উইকেট𝔍কিপার থাকতে তিনি সম্ভবত অন্য কোনও দিকে তাকাতে রাজি হননি। উল্লেখ্য, দিল্লি শিবিরে রয়েছেন বাংলার আরও এক ক্রিকেটার মুকেশ কুমার💜। এবার তাঁর সঙ্গে যোগ দিচ্ছেন অভিষেক।
অভিষেক জুনিয়র ক্রিকেটে বাংলাকে ধারাবাহিকভাবে নির্ভরতা দিয়েছেন। 𝓰সেই সুবাদেই ঢুকে পড়েন সিনিয়র দলে। বাংলার সিনিয়র দলে ঋদ্ধিমান সাহার অভাব ঢাকতে সক্ষম হন ২০ বছরের এই উইকেটক🌌িপার-ব্যাটার।
আরও পড়ুন:- IPL 2023: ঢাকে কাঠি পড🎶়ল বলে, আইপিএল শুরুর আগে দেখে নিন KKR-এর পূরꦅ্ণাঙ্গ স্কোয়াড ও ক্রীড়াসূচি
বাংলার হয়ে এখনও পর্যন্ত ১৬টি ফার্স্ট ক্লাস, ৩টি লিস্ট-এ ও ৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন অভিষেক।🀅 ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৬টি অর্ধশতরান-সহ ৬৯৫ রান করেছেন তিনি। লি🐎স্ট-এ ক্রিকেটে তাঁর হাফ-সেঞ্চুরি রয়েছে ১টি। টি-২০ ক্রিকেটে খুব বেশি ব্যাট করার সুযোগ হয়নি তাঁর।
সুতরাং, অভিষেককে মিলিয়ে এবারের আইপিএলে বাংলার মোট ৬ জন ক্রিকেটারকে খেলতে দেখা যাবে। ঋদ্ধিমান সাহা (ত্রিপুরার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন এবার) ও মহম্মদ শামি খেলবেন গুজরাট টাইটানসের হয়ে। শাহবাজ আহমেদ ও আকাশ দীপ খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গ🔴ালোরের হয়ে। মুকেশ কুমার ও অভিষেক পোড়েল খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।
আরও পড়ুন:- IPL 202🔥3: সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে শেখার আছে, তবে নেতৃত্বের প্রশ্নে নতুন KK🔴R অধিনায়কের দাবি, 'আমি আমার মতো'
শুধু স্কোয়াডে ঢুকে পড়াই নয়♚, বরং দিল্লি ক্যাপিটালসের প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে টুর্নামেন্টের শুরু থেকেই মাঠে নেমে পড়তে পারেন অভিষেক পোড়েল। যদিও ফ্র্যাঞ্চাইজির তরফে অভিষেককে নিয়ে এখনও সরকারিভাবে কোনও আপডেট দেওয়া হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।