এবার আইপিএল-এ নিজের জায়গা নিশ্চিত করেছেন অভিষেক পোড়েল। মনে করা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়🔥ের জন্য ইন্ডিয়ান প্রিমিয়র লিগে তাঁর দরজা খুলে গিয়েছে। প্রাথমিকভাবে এবারের আইপিএল নিলামে নিজের দাদা ইশান পোড়েলের মতোই অবিক্রিত ছিলেন অভিষেক পোড়েল। তবে বাংলার তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান এবার দিল্লি ক্যাপিটলসে ꧋ঢুকে পড়েছেন। ঋষভ পন্তের পরিবর্ত ক্রিকেটার হিসেবে DC-র মাধ্যমে আইপিএলের আঙিনায় ঢুকে পড়ছেন বাংলার অভিষেক পোড়েল।
আইপিএল-এ সুযোগ পেতেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক পোড়েল। নিউজ18 বাংলাকে তিনি জানিয়েছেন, ‘সৌরভ স্যার ও পন্টিং স্যারকে ধন্যবাদ। তাঁরা আমার উপর ভরসা করে দিল্লির মতো শক্তিশালী দলের হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন। তার জন্য আমি আনন্দিত। কথা দিচ্ছি সৌরভ স্যারের ভরসার দাম দেব। যখনই সুযোগ পাব তখনই নিজকে উজাড় করে দেব।’ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার প্রতিভাকে সুযোগ বুঝে নিজের দলে তুলে নিয়েছেন। দিল্লি শিবিরে র༺য়েছেন বাংলার আরও এক ক্রিকেটার মুকেশ কুমার। এবার তাঁর সঙ্গে যোগ দিচ্ছেন অভিষেক পোড়েল। অভিষেক জুনিয়র ক্রিকেটে বাংলাকে ধারাবাহিকভাবে নির্ভরতা দেখিয়েছেন। সেই সুবাদেই ঢুকে পড়েন সিন🌱িয়র দলে। বাংলার সিনিয়র দলে ঋদ্ধিমান সাহার অভাব ঢাকতে সক্ষম হন ২০ বছরের এই উইকেটকিপার-ব্যাটার।
আরও পড়ুন… IPL 2023 উদ্বো🦄ধনী ম্যাচের আগে বলিউডের গ্ল্যামার, জানুন মঞ্চ মাতাবেন কারা?
অভিষেকের ব্যাটিং দক্ষতা দেখে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও বাংলার এই প্রতিভাবা🎉ন ক্রিকেটারের প্রশংসা করেছিলেন। রঞ্জি ট্রফি সেমিফাইনাল ম্যাচের আগে সৌরভের সেই পরামর্শ মেনে গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরিও করেছিলেন অভিষেক পোড়েল। পরবর্তী সময়ে দিল্লির অনুশীলন করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছিলেন বাংলার উইকেটকিপার-ব্যাটার। সেই চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি। এই তরুণ বাঙালি উইকেটকিপার দলে এলে শক্তিশালী হতে পারে ডেভিড ওয়ার্নারদের দল। তরুণ ক্রিকেটার হলেও রঞ্জি ট্রফিতে অনেক কঠিন ম্যাচ ♋খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার।
আরও পড়ুন… ৩৭ বলে ৭৯ করে রান আউট! এরপর🧸ে কী বলেছিলেন অম্বাতি রাইড🐭ু? জানালেন সুরেশ রায়না
দলে সুযোগ পেয়ে অভিষেক নিজের অনুভূতির কথা বলতে গিয়ে বলেন, ‘প্রথমবার আইপিএলে যতটা পারব শেখার চেষ্টা করব। সৌরভ গঙ্গোপাধ্💎যায় ক্যাম্পের প্রথম দিন থেকে যে ভাবে যা শিখিয়েছেন সে গুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব মাঠে। বিশ্বের এত তারকা ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেব এটাই অন্যতম প্রাপ্তি। যত পারব শেখার চেষ্টা করব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।