একেবারে নাভিশ্বাস উঠে যাওয়ার মতো টেনশন। শেষ ওভারে প্রতিটা বলেই যেন বয়ে চলল উত্তꦚেজনার চোরাস্ত্রোত। ডেভিড মিলার একা দায়িত্ব নিয়ে চ👍েন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩ উইকেটে জেতালেন গুজরাট টাইটানসকে। তাঁকে মাঝে সঙ্গত করলেন রশিদ খানও।
একদিকে যেমন দলকে জিতিয়ে ম্যাচের নায়ক হলেন টাইটানসের মিলার, তেমনই খলনায়ক হয়ে থাকলেন চেন্নাইয়ের ক্রিস জর্ডন। তাঁর ২♎টি ওভারেই শেষ হয়ে গেল চেন্নাইয়ের জয়ের স্বপ্ন। ১৮তম ওভারে জর্ডন ২৫ রান দেন। যেটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। আর শেষ ওভারে ফের জর্ডনকে আনলে, সিএসকে-র বাকি স্বপ্নটুকুও শেষ হয়ে যায়। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান। একটি ছয়, একটি চার, নো-বল এবং ২ রান নিয়ে টাইটানস জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
টসে জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট কর༺তে পাঠিয়েছিল গুজরাট টাইটানস। সাধারণত টসে জিতে আইপিএলের প্রতিটা টিমই প্রথমে ব্যাটিং নিচ্ছে। টাইটানসের রশিদ খানও রবিবার এর ব্যতিক্রম ঘটালেন না। প্রসঙ্গত, চোটের কারণেহার্দিক খেলতে না পারায় রবিবার টাইটানসকে নেতৃত্ব দেন রশিদ।
প্রথমে ব্যাট করতে নেমেই অবশ্য রবিন উত্থাপ্পা এবং মইন আলির পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিএসকে। ৩২ রানের মধ্যেই ২ উইকেট পড়ে যায় চেন্নাইয়ের। এর পরেই দলের হাল ধরেন রুতুরাজ গায়কোয়াড় এবং অম্বাতি রায়ডু। তৃতীয় উইকেটে তাঁরা ৯২ রান যোগ করেন।
রায়ডু ৩১ বলে ৪৬ করে আউট হওয়ার পরেই ৪৮ বলে ৭৩ করে আউট হয়ে যান রুতুরাজও। শিবম দুবে ꦡএবং রবীন্দ্র জাদেজা এর পর হাল ধরার চেষ্টা করেন। ১২ বলে ২২ করে অপরাজিত থাকেন জাদেজা। শিবম দুবে করেন ১৭ বলে ১৯ রান। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে চেন্নাই সুপার কিংস।
টাইটানসের আলজারি জোসেফ নিয়েছেন ২🌸 উইকেট। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মহম্মদ শামি এবং যশ দয়াল।
বিস্তারিত ফল জানতে ক্লিক করুন এখানে:
আরও পড়ুন: ৭ থেকে বড় লাফ SRH-এর, একে🌼 জায়গা মজবুত করল GT🅺, KKR কোথায় আছে?
এখন আইপিএলের ম্যাচগুলিতে যে ভাবে রান উঠছে, তাতে ১৬৯-এর পুঁজি কিন্তু খুব বিশাল মাপের স্কোর, এমনটা বলা যায় না। তবে এই পুঁজি নিয়েই গুজরাট টাইটানসকে শুরুতে বেকায়দায় ফেলে দেন সিএসকে-এর বোলাররা। ব্যাট করতে নামলে শ✤ুরুতেই কিন্তু বড় ছটকা খায় টাইটানস। দলের ১, ২, ১৬, ৪৮ রানে ৪ উইকেট পড়ে যায় টাইটানসের। কিন্তু দলের হাল ধরেন ডেভিড মিলার। রাহুল তেওয়াটিয়াও আউট হয়ে গেলে নামেন রাশিদ খান। মিলার এবং রশিদ খানই টাইটানসকে লড়াইয়ের মঞ্চে ফিরিয়ে আনেন। দুই তারকা মিলে টাইটানসকে জয় এনে দেও🅷য়ার তীব্র লড়াই শুরু করেন। কিন্তু ২১ বলে ৪০ করে রশিদ আউট হওয়ার পরের বলেই ডোয়েন ব্র্যাভো ফেরান আলজারি জোসেফকেও। একটু ধাক্কা খেলেও সামলে নেন ডেভিড মিলার। শেষ ওভারে ম্যাচ একেবারে জমে ওঠে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।