শুভব্রত মুখার্জি: মিরাকেল কিছু না ঘটলে আইপিএলের ১৫তম মরশুমের উদ্বোধনী ম্যাচে কলকাতার বিরুদ্ধে ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলিকে চেন্নাই সুপার কিংস পাচ্ছে না, তা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়। ভিসা পাওয়া নিয়ে একটা সমস্যা হচ্ছিল প্রথম থেকেই। ভিসা না পাওয়ায় এখনও ইংল্যান্ডেই আটকে রয়েছেন মইন আলি।♒ যদি প্রথম ম্যাচে মইনকে খেলতে হয়, তবে বুধবারের মধ্যে তাঁকে মুম্বইতে পৌঁছতেই হবে। তার পরে তিন দিনের বাধ্যতামূলক নিভৃতবাস কাটানোর পরেই তিনি খেলার সুযোগ পাবেন।
সুপার কিংস দলের ম্যানেজমেন্টের তরফেও কার্যত মেনে নেওয়া হয়েছে যে, প্রথম ম্যাচে আলিকে প💮াওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে চেন্নাই সুপার কিংস দলের হয়ে আইপিএলে অভিষেক হতে পারে বাঁ-হাতি কিউয়ি ওপেনার ডেভন কনওয়ের। রুতুরাজ গায়রকোয়াড়ের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন কনওয়ে। কলকাতার টপ অর্ডারের তিন বাঁ-হাতি ব্যাটার নীতিশ রানা, বেঙ্কটেশ আইয়ার এবং সুনীল নারিনের বিরুদ্ধে আলির অফ স্পিন বল বেশ কার্যকরী হত। স্বভাবতই মইন আলির অভাব বেশ ভালো ভাবেই টের পাবে সিএসকে।
প্রসঙ্গত গত মরশুমে সিএসকের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মইন আলি। ১৫ ইনিংসে করেছিলেন ৩৫৭ রা💙ন। গড় ২৫.৫০। স্ট্রাইক রেট ১৩৭.৩০। গত মরশুমে তিনি ১৯টি ছয় মারতেও সক্ষম হয়েছিলেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২০২১ মরশুয়ের প্রথম দিকে ওয়াংখেড়েতে ৭ রান দিয়ে ৩ উইকেটও নিয়েছিলেন তিনি। 'দি হান্ড্রেডে'র ফাইনালে বার্মিংহাম ফোনিক্স তার নেতৃত্বেই খেলেছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।