এ মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ꧃ব্যাঙ্গালোর বেশ কিছু বদলের মধ্যে দিয়ে গিয়েছে। বিরাট কোহলির অধিনায়কত্ব ছেড়ে দেওয়া থেকে এবি ডি'ভিলিয়র্সের অবসর, ফ্যাফ ডু'প্লেসির দলের দায়িত্ব নেওয়া, সবই এ মরশুমেই ঘটেছে। তা সত্ত্বেও ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চারে থাকা আরসিবি কিন্তু ভালই পারফর্ম করছে।
দলের অধিনায়ক ডু'প্লেসি, দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ৩৮৯ রান করে মরশুমের অন্যতম সর্বোচ্চ রানসংগ্রাহক আরসিবির অধিনায়ক। এবার দলের নতুন অধিনায়কের অধীনে নিজের খেলার অভিজ্ঞতা ভাগ করে নিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট। এই মরশুমেই প্রথম আরসিবির হয়ে দুই অভিজ্ঞ তারকা একসঙ্গে খেললেও, ক্রিকেটবিশ্বে দুই জাতীয় দলের অধিনায়ক হওয়ার সুবাদে তাদের পরিচিতি বেশ অনেকদিনের বলেই জানান বিরাট। পাশাপাশি স্পষ্ট করে দেন তিনি মাঝেসাঝে পরামর্শ দিলেও, শেষ সিদ্ধান্তটি কিন্তু ডু'প্লেসি𝔍ই নেন।
আরসিবির অফিসিয়াল ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে বিরাট বলেন, ‘আমার ও ফ্যাফের মধ্যে মরশুমের আগেও বরাবরই ভাল বোঝাপড়া ছিল। কারণ ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিল। ফ্যাফ নিজের দক্ষতার উপর ভরসা করে এবং মাঠের মধ্যে সবকিছুতেই ওর সিদ্ধান্ত শেষ কথা। আমি অনেক সময় ওকে অনেক পরামর্শ দিই। তবে ওর নিজের যᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেটা সঠিক মনে হয়, সেটাই করে এবং অনেক সময়ই আমার মতামত নাকচ করে দেয়। এই বিষয়টা যার অধীনে খেলছি, তাঁর সম্মান আরও বাড়িয়ে দেয় বলে আমার মনে হয়। আরসিবির আগ꧟ে থেকেই একে-অপরকে আমরা দারুণ সম্মান করি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।