আইপিএল ২০২৩ এর মাঝেই অ্যাসেজের কৌশল প্রস্তুত করছেন বেন স্টোকস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে খেলতেই সেই কৌশলটি নিয়ে মুখ খুলেছেন স্টোকস। দেখে নেওয়া যাক কেমন হচ🅰্ছে সেই স্ট্র্যাটেজি। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এবং চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার বেন স্টোকস তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের কৌশল এবং দ্রুত বোলিং🐬য়ের জন্য বাইশ গজে প্রতিপক্ষের সামনে ভয়ের পরিবেশ তৈরি করে থাকেন। ইংল্যান্ড, তাদের নতুন টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে, টেস্ট ম্যাচে আক্রমণাত্মক ব্যাটিং কৌশল অবলম্বন করে, যা বর্তমানে ইতিবাচক ফল দিয়েছে। ১২টি ম্যাচের মধ্যে ১০টিতেই জয়লাভ করেছে ইংল্যান্ড। বুধবার আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে একটি ম্যাচ খেলা হবে। তার আগে অ্যাসেজ নিয়ে মুখ খুললেন বেন স্টোকস। উপযোগী পরিস্থিতিতে ঝোড়ো বোলিং করে চলতি বছরের অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে চান বেন স্টোকস।
আরও পড়ুন… CSK vs 💦RR Probable Playing XI: চেন্নাই-এ হতে পারে একাধিক পরিবর্তন! কী করবে রাজস্থান?
ব্যাট হাতে নিজের কৌশলে অটল থাকতে চান তিনি। বেন 🔯স্টোকস বলেছেন যে জুনে শুরু হতে যাওয়া অ্যাসেজ সিরিজে তিনি ফাস্ট বোলারদের বাহিনী নিয়ে অস্ট্রেলিয়ার জন্য নতুন হুমকি তৈরি করতে চান। স্টোকস স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘আমি চাইলে ২০ সদস্যের দল নিতে পারতাম। আমি মেডিকেল টিমকে বলেছি আমাকে নির্বাচনের জন্য আটজন বোলার দিতে। এই বছর ম্যাচগুলি খুব কাছাকাছি হতে চলেছে তাই আমি চাই যে আমাদের প্রতিটি ম্যাচের জন্য উপযুক্ত সংস্থান রয়েছে।’
আরও পড়ুন… DC -কে হারিয়ে SRH -কে পিছনে ফেলল রোহিতের MI, কমলা টুপির দৌড়ে ২ নম্বরে ও✤য়♋ার্নার
৩১ বছর বয়সি অলরাউন্ডার, যিনি বর্তমানে আইপিএলে খেলছেন, অ্যাসেজ পুনরুদ্ধার করার জন্য তার প্লেয়িং ইলেভেনে তাঁর মন সেট করেছেন। ১৬ জুন এজবাস্টনে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। আগের সিরিজে জো রুটের নেতৃত্বে ০-৪ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। বেন স্টোকস বলেছেন, ‘আমরা ভাগ্যবান যে আমাদের কাছে বেছে নেওয়ার মতো ভালো খেলোয়াড় আছে। আ🅺মি জানি কোন প🦩্লেয়িং ইলেভেন নিয়ে আমাকে মাঠে নামতে হবে। অ্যাসেজে অস্ট্রেলিয়াকে পরীক্ষা করতে প্রস্তুত অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড ছাড়াও জোফ্রা আর্চার, মার্ক উড এবং অলি স্টোনেররা। আসলে ইংল্যান্ডের একটি প্রয়োজনীয় পেস আক্রমণ রয়েছে।’
বেন স্টোকস অ্যাসেজ নিয়ে আরও বলেছেন, ‘আমরা গ্রাউন্ড স্টাফদের কাছে পরিষ্কার করে দিয়েছি যে আমরা কী ধরনের উইকেট চাই। এবং তারাও সেভাবে কাজ শুরু করে দিয়েছে। আমরা ফ্ল্যাট, দ্রুত উইকেট চাই। আমরা দ্রুত বল করতে চাই। এটাতে যদি তারা (অস্ট্রেলিয়ার) ছেলেদের নিয়ে আসে, ত🍨ারা খুশি হবে। আমি হাসছি, কারণ আমি এটির জন্য অপেক্ষা করছি।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT🐎 App থেকেও। এবার HT App বাংল😼ায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।