শুভব্রত মুখার্জি: ৩৬০ রান করেও মাত্র ১ রানে জিততে হয়েছে নিউজিল্যান্ড দলকে। অনবদ্য রান তাড়া করেও মাত্র ১ রান দূরে থামতে হয় আইরিশদের। ব্লেয়ার টিকনারের করা স্লোয়ার বাউন্সারের বিরূপ নিজের সর্বশক্তি দিয়ে ব্যাট চালিয়েও গ্রাহখম হিউম কানেক্ট করতে পারেননি। ফলে♔ শেষ বলে জয়ের জন্য ৩ রান দরকার থাকা আইরিশদের হারের সম্মুখীন হতে হয় ১ রানে। আর এই হারের প্রভাব এসে পড়ে আইরিশদের ডাগ আউটেও। একদিকে ধরা পড়ে হতাশার ছবি। অন্যদিকে যেন ছিল শুধুই অবিশ্বাসের ছবি। শুক্রবার রাতে এক রূপকথার ম্যাচের সাক্ষী থাকল ডাবলিনের মালাহাইড।
জয়ের জন্য ৩৬০ রান তাড়া করতে নেমে ৪৯ ওভারে ৩৫০ রান করে ফেলেছিল আইরিশরা। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন মাত্র ১০ রান। উইকেটে ছিলেন গ্রাহাম হিউম এবং ক্রেগ ইয়ং। শেষ পর্যন্ত এই ১০ রান আর করতে পারলেন না তারা। টিকনারের বিরুদ্ধে মাত্র ৮ রান করেন তারা। প্রথম বল ছিল ডট, দ্বিতীয় বলে হয় ১ রান। তৃতীয় বলে ক্যাচ উঠলেও ফিল্ডার ধরতে পারেননি। আসে বাউন্ডারি। ফলে ৩ বল থেকে হয় ৫ রান। বাকি ৩ বলে ৫ করতে পারলেই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে শ্বাসরূদ্ধকর ম্যাচটি জিতে নিত আয়ারল্যান্ড। কিন্তু চতুর্থ বলেই বাউন্ডারি মারা ইয়ং ১ রানের পর দ্বিতীয় রান নিতে গিয়েই আউট হন। ৫ম এবং ৬ষ্ঠ বলে আসে মাত্র ১টি করে রান। শেষ প🌳র্যন্ত মাত্র ১ রানের দুঃখজনক প𓄧রাজয় নিয়ে মাঠ ছাড়ে আইরিশরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।