শুভব্রত মুখার্জি: আমীরাশাহিতে বসতে চলেছে এবারের এশিয়া কাপের আসর। এবারের এশিয়া কাপের ভারতীয় দলে চোট সারিয়ে ফিরে এসেছেন সহ-অধিনায়ক কেএল রাহুল। প্রসঙ্গত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সিরিজে ভারতীয় দলে ফেরার কথা ছিল রাহুলের। তবে কোভিড আক্রান্ত হয়ার কারণে তার ওই সিরিজে দলে প্রত্যাবর্তন আর সম্ভব হয়নি। তবে এশিয়া কাপের দলে ফিরলেও ফিটনেসে🎃র পরীক্ষা দিতে হবে রাহুলকে। এই পরীক্ষাতে পাশ করলেই এশিয়া কাপে খেলতে যাওয়ার বিমানে ওঠার সুযোগ পাবেন রাহুল।
প্রসঙ্গত আসন্ন এশিয়া কাপে ভারত তাদের অভিযান শুরু কর𝕴বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ২৮ অগস্ট মুখোমুখি হবে এই দুই দেশ। সংবাদ সংস্থা পিটিআইয়ের দেওয়া খবর অনুযায়ী জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রাহুলের। তবে সেই সফরের স্কোয়াডে দলে রাখা হয়নি রাহুলকে। তার কারণ ছিল রাহুলের হ্যামস্ট্রিংয়ের চোট। ২০২২ সালের আইপিএলের পরবর্তীতে এবার ফিটনেস পরীক্ষায় পাশ করলে ২২ গজে ফিরতে চলেছেন রাহুল।
এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রাহুলকে তার ফিটনেসের পরীক্ষা দিতে হচ্ছে। এশিয়া কাপে খেলতে গেলে তাকে এই ফিটনেস পরীক্ষাতে পাশ করতেই হবে। আর তিনি পরীক্ষাতে পাশ করতে পারলে এশিয়া কাপে অধিনায়ক রোহিতের সঙ্গে ইনিংসের সূচনা করবেন তিনিই। তবে ন্যাশনা🍷ল ক্রিকেট অ্যাকাডেমি সূত্রে খবর ৩০ বছর বয়সি রাহুলকে দেখে এই মুহূর্তে যথেষ্ট ফিট বলেই মনে হয়েছে এনসিএ কর্তাদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।