ভারতের অলিম্পিক্স ইতিহাসে সবথেকে বেশি পদক এসেছে টোকিও থেকেই। সাতটি পদক জিতেছে ভারত। সেই নজিরের পর শ্যাম্পেনের বোতল খুলে উচ্ছ্বাস প্রকাশ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। যিনি কয়েকদ😼িন আগে পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ছিলেন।
শনিবার সোশ্যাল মিডিয়ায় শ্যাম্পেনের বোতল খোলার একটি ভিডিয়ো পোস্ট করেন রিজিজু। অরুণাচল প্রদেশের🧜 যে সাংসদ বরাবরই খেলাধুলোর বিষয়ে আগ্রহী। খেলোয়াড়দের সঙ্গেও তাঁর রয়াসন ভালো। রিজিজু লেখেন, 'এটা উৎসবের সময়। কারণ অলিম্পিক্সের ইতিহাসে সেরা পারফরম্যান্স করেছে ভারত। নীরজ চোপড়া, মীরাবাঈ চান, রবি দাহিয়া, পিভি সিন্ধু, বজরং পুনিয়া, লভলিনা বড়গোহাঁই এবং দুর্দান্ত ভারতীয় দলের জন্য গলা ফাটানো হ🧸োক।'
এবার অলিম্পিক্সে ভারতের থেকে প্রচুর প্রত্যাশা ছিল। শুরুটাও দারুণ হয়েছিল। প্রথমদিনেই রুপো জেতেন মীরাবাঈ⛦ চানু। তার ফলে পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিল ভারত। তারপর ক্রমশ নীচের দিকে নামতে থাকে। বিশেষত শুটিং এবং তিরন্দাজি দলের চূড়ান্ত ব্যর্থতা পরিস্থিতি আরও সঙ্গীন করে তোলে। দুই বিভাগ থেকেই সোনা-সহ একাধিক পদকের আশা ছিল। শেষপর্যন্ত শূন্য হাতে ফিরেছে শুটিং এবং তিরন্দাজি দল। তারইমধ্যে কুস্তিতে রুপো জিতেছেন রবি কুমার দাহিয়া। ব্রোঞ্জ জিতেছেন পিভি সিন্ধু, লভলিনা বড়গোহাঁই এবং বজরং পুনিয়া। ভারতীয় পুরুষ হকি দলও ব্রোঞ্জ জিতেছে। সেইসঙ্গে শনিবার টোকিয়োয় নীরজ সোনা জিতেছেন। তার ফলে একধাক্কায় পদক তালিকায় ৪৭ নম্বরে উঠে এসেছে ভারত। সেইসঙ্গে অলিম্পিক্সে ভারত সবথেকে বেশি পদক জয়ের নজির তৈরি করেছে। এমনিতে এতদিন পদকের বিচারে লন্ডন অলিম্পিক্সে ভারত সর্বাধিক ছ'টি পদক জিতেছিল। তবে সেবার কোনও সোনা আসেনি ঝুলিতে। এবার একেবারে অলিম্পিক্সের শেষ লগ্নে এসে শনিবার সোনা এবং ব্রোঞ্জ জিতে তিহাস তৈরি করেছে ভারত।💮 আগে বেজিং অলিম্পিক্সে ৫০ তম এবং লন্ডন অলিম্পিক্সে ৫৫ তম স্থানে শেষ করেছিল টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।