অলিম্পিক্সের পদক তালিকায় ৬৬ নম্বর😼ে ছিল। নীরজ চোপড়ার সোনা জয়ের পর একধাক্কায় প🐟্রথম পঞ্চাশের ঢুকে পড়ল ভারত। আপাতত একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ নিয়ে ভারত ৪৭ তম স্থানে আছে।
টোকিও অলিম্পিক𒅌্সে এবার শুরুটা ভালো করেছিল ভারত। মীরাবাঈ চানু রুপো পদক জয়ের ফলে পদক ꦗতালিকায় ভারত দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। কিন্তু ক্রমশ পদক তালিকায় নীচের দিকে নামতে থাকে ভারত। ব্রোঞ্জ জয়ের ফলে পদক তালিকায় উন্নতি হচ্ছিল না। শনিবার টোকিয়োয় নীরজ সোনা জয়ের পর একধাক্কায় পদক তালিকায় ৪৭ নম্বরে উঠে এসেছে ভারত।
(নীরজ 🧜চোপড়ার ঐতিহাসিক জয় নিয়ে যাবতীয় খবর দেখতে এখানে ক্লি🍸ক করুন)
এবার ভারতের মীরাবাঈ এবং রবি কুমার দাহিয়া রুপো জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন পিভি সিন্ধু, লভলিনা বড়গোহাঁই এবং বজরং পুনিয়া। ভারতীয় পুরুষ হকি দলও ব্রোঞ্জ জিতেছে। সেইসঙ্গে নীরজ সোনা জিতেছেন। শনিবার ফাইনালে দারুণ শুরু করেন নীরজ। টোকিয়োর ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম থ্রোয়েই ৮৭ মি♔টারের গণ্ডি পেরিয়ে যান। ছোড়েন ৮৭.০৫ মিটার। দ্বিতীয় চেষ্টায় আরও এগিয়ে যান। সেইবার🐬 নীরজের বর্শা ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে। সেটাই শেষপর্যন্ত সোনার পদকের জন্য যথেষ্ট ছিল। পরে সোনার পদক গলায় নিয়ে নীরজ বলেন, ‘দ্বিতীয় থ্রোয়ের পর আমি জানতাম যে প্রথমের থেকে ভালো করেছি। আমি ভাবিনি যে আমি জিতে গিয়েছি। সেটা বিপজ্জনক হতে পারত। কারণ সেটার উপর নিজের সেরাটা দিতে পারবেন না।’ সঙ্গে নীরজ যোগ করেন, ‘তারপর আমি অলিম্পিক্স রেকর্ডের (৯০.৫৭ মিটার, বেজিং অলিম্পিক্সে হয়েছিল) জন্য ঝাঁপাব ভেবেছিলাম। কিন্তু সেই পরিকল্পনামাফিক হয়নি। পরবর্তী লক্ষ্য ৯০ মিটার।’
অলিম্পিক্সের ইতিহাসে ভারত সবথেকে বেশি পদক জয়ের নজির তৈরি করেছে। এতদিন পদকের বিচারে লন্ডন অলিম্পিক্সে সর্বাধিক ছ'টি পদক জিতেছিল ভারত। তবে সেবার কোনও সোনা আসেনি ভারতের ঝুলিতে। এবার একেবারে অܫলিম্পিক্সের শেষ লগ্নে এসে শনিবার সোনা এবং ব্রোঞ্জ জিতে তিহাস তৈরি করেছে ভারত। আগে বেজিং অলিম্পিক্সে ৫০ তম এবং লন্ডন অলিম্পিক্সে ৫৫ তম স্থানে শেষ করেছিল টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।