ভারতীয় প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড় প্রমোদ ভগতকে ১৮ মাসের জন্য সাসপেন্ড করেছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। আসলে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের (BWF) অ্যান্টি-ডোপিﷺংয়ের নিয়ম লঙ্ঘনের জন্য প্রমোদ ভগতকে দোষী সাব্যস্🌠ত করা হয়েছে। এর পরেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এই কারণে প্রমোদ ভগত আর প্যারিস প্যারালিম্পিক্সে অংশ নিতে পারবেন না। মঙ্গলবার, ১৩ অগস্ট ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এই খবর নিশ্চিত করা হয়েছে। ১ মার্চ, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (CAS) এর অ্যান্টি-ডোপিং বিভাগ ব্যাডমিন্টন খেলোয়াড়কে ১২-এর মধ্যে তিনবার তার অবস্থান সম্পর্কে তথ্য না দেওয়ার জন্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘন করেছে বলে জানিয়েছে।
আরও পড়ুন… Paris Olympic🍰s 2024: মনু আর নীরজের সম্পর্ক নিয়ে জল্পনা এক কথা🤡য় উড়িয়ে দিলেন শ্যুটারের বাবা
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) ঘোষণা করেছে যে ব্যাডমিন্টন খেলোয🍎়াড় প্রমোদ ভগত, যিনি টোকিও প্যারালিম্পিক্সে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন এবারে ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য ১৮ মাসের জন্য সাসপেন্ড করা থাকবেন। এর ফলে প্যারিস প্যারালিম্পিক গেমসে তিনি অংশ নেবেন না। প্যারিসে প্যারালিম্পিক্স চলবে ২৮ অগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
আরও পড়ুন… মঙ্গলেই লেখা𓃲 হবে ফোগাটের পদক ভাগ্য- CAS-র সিদ্ধান্ত জানার𝄹 আগেই গেমস ভিলেজ ছাড়লেন ভিনেশ
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন একটি বিবৃতিতে বলেছে, ‘টোকিও ২০২০ প্যারালিম্পিক্স চ্যাম্পিয়ন প্রমোদ ভগতকে ১৮ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং প্যারিস ২০২৪ প্যারꩵালিম্পিক গেমসেও অংশগ্রহণ করবে না।’ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) ভগতকে ১২ মাসের মধ্যে তিনবার 💃রিপোর্ট করতে ব্যর্থ হওয়ার জন্য দোষী সাব্যস্ত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘১ মার্চ, ২০২৪-এ, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) অ্যান্টি-ডোপিং বিভাগ ভগতকে ১২ মাসের মধ্যে তিনবার হদিস তথ্য সরবরাহ করতে বলে, তাতে ব্যর্থ হওয়ার জন্য BWF অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘন করেছে বলে জানান হয়েছে।’
আরও পড়ুন… ভা🔯রতের জার্সি গায়ে আর কত বছর খেলত📖ে পারবেন রোহিত শর্মা-বিরাট কোহলি? উত্তর দিলেন হরভজন সিং
আপিল সত্ত্বেও স্থগিতাদেশের সিদ্ধান্ত অটুট রয়েছে
আপিল সত্ত্বেও, সিএএস আপিল বিভাগ স্থগিতাদেশ নিশ্চিত করে সিদ্ধান্ত বহাল রাখে। SL3 অ্যাথলিট ভগত প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসে অংশগ্রহণ করবে না। ২৯ জুলাই ২০২৪-এ, CAS আপিল বিভাগ ভগতের আপিল প্রত্যাখ্যান করে। ১ মার্চ ২০২৪-এর CAS অ্যান্টি-ডোপജিং বিভাগের সিদ্ধান্ত নিশ্চিত করেছে। তার অযোগ্যতার মেয়াদ এখন কার্যকর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।