প্যারিস অলিম্পিক্সে যাত্রা শেষ করেছেন সিঙ্গলস বিভাগে স্প্যানিশ🐲 তারকা রাফায়েল নাদার। নোভাক জকোভিচের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কঠিন পরিস্থিতিতে পড়লেও তিনি লড়াই চালিয়ে গেছিলেন। শেষ পর্যন্ত ৬-১, ৬-৪ ফলে হেরে তিনি ঠিটকে যান। জোকারের থেকে এমন আক্রমনাত্মক পারফরমেন্স আগেই আশা করা গেছিল, তবে নাদালও দ্বিতীয় সেটে যথেষ্টই লডাই দেন। তবে হারের পরই তাঁকে পড়তে হয় সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখে। তিনি কি অবসর নেবেন? এরপরই বিরক্ত হয়ে রাফায়েল নাদাল সাংবাদিকদের ওপর রেগে যান। অবসর নিয়ে তিনি কি ভাবছেন, সেটাও পরিষ্কার করে দেন সকলের কাছে।
আরও পড়ুন🦩-ওডিআই সিরিজ খেলতে শ্রীলঙ্কা পৌঁছলেন হিটম্যান! কথা ব꧂ললেন লঙ্কান তারকার সঙ্গে…
রাফায়েল নাদাল বলেন, ‘ তোমরা চাইছ রোজ🅺 যাতে আমি অবসর নিয়ে ফেলি, রোজ আমায় সেই কথাই বলছ তোমরা। আমি আমার সেরাটা দিতে চেষ্টা করছি। আমি প্রত্যেক দিক এভাবে বাঁচতে পারব না যে এটা আমার শেষ ম্য়াচ হবে কিনা হবে না। আমি অনেক চোটাঘাতে ভুগছি শেষ দুই বছর ধরে। তাই আমার মনে হয়ে, আমি যখন মনে করব যে প্রতিযোগিতামূলক খেলা আমার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, আমি নিজে থেকেই খেলায় ইতি টানার কথা জানাব। আমি সেটাই করি, যেটা আমি করতে পছন্দ করি। আমি একটা সময় অবশ্যই খেলার অ্যাদ্রিনালিন আর পাব না, তখন আমি নিজেই সরে দাঁড়াব। আ🙈মি গত ২০ বছর ধরে এই সমস্ত কোর্টে খেলে আসছি। সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য লড়াই করে আসছি। আমি যা স্বপ্নেও ভাবিনি, তার থেকে বেশি সাফল্য পেয়েছি। তাই এটাই যদি এখানে আমার শেষ ম্যাচ হয়, তাহলেও আমার বলার কিছু নেই’।
আরও পড়ুন-পরের বছরেও ভারতে বড় টুর্নামেন্ট! ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে না গে൩লে, আসবে তো পাকিস্তান?
নোভাক জকোভিচ এই ম্যাচে জয়ের পর বলেন, ‘ আমি এই ম্যাচে খেলতে পেরে যথেষ্টই গর্বিত অনুভব করছি। আমি কোর্টে আমার কাজটা করতে চেয়েছিলাম, আর সেটা ঠিকঠাক ভাবে করেছি। পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার জন্যই ভালোভাবে ম্যাচ জিতে নিয়েছি। ৬-১ এ প্রথম সেট জেতার পর ৪-০ এগিয়ে ছিলাম। তবে একটুর জন্য সমস্যা হয়। আমি দ্বিধা൩গ্রস্থ হয়ে যাই। দর্শকরাও খেলা উপভোগ করছিল, তখন ম্যাচটা যে কারোর ম্যাচ হয়ে গেছিল। তবে এত অসাধারণ লড়াইয়ের পর জিততে পেরে বেশ খুশি লাগছে’ ।
আরও পড়ুন-শ্যুটিংয়ে ভারতের দ্বিতীয় পদক,১০ মিট🅰ার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন মনু-সরবজ্যোৎ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।