টোকিওয় ইতিহাস রচনা করে ভারতের নাম উজ্জ্বল করেছেন নীরজ চোপড়া। ফাইনালে নামার আগে জোহানেস ভেটারের নীরজকে নিয়ে এক মন্তব্য শোরগোল ফেলে দিཧয়েছিল। সেই সময় নীরজ কিছু না বললেও অবশেষে ভেটারের মন্তব্য নিয়ে মুখ খুললেন নীরজ।
জার্মান 🌊ভেটারকে, জ্যাভলিনে 🤡সোনা জয়ের ফেভারিট ধরা হচ্ছিল। কুর্তানের ইভেন্টে ৯৩.৫৯ মিটার ছুঁড়ে তিনি সোনাও জিতে ছিলেন। নীরজ সেই ইভেন্টে ৮৭.৭৯ মিটার থ্রোয়ের সুবাদে ব্রোঞ্জ জেতেন। এরপরেই ভারতীয়কে লক্ষ্য করে হুঙ্কার ছেড়ে ছিলেন বিশ্বের এক নম্বর ভেটার।
ভেটার নীরজকে কিছুটা অবমাননা করেই বলেন, ‘যদি ও ফিট থাকে এবং ওর টেকনিকটা ঠিক থাকে তাহলে ও অনেকটাই ভাল করবে। তবে ওকে আমার সাথে লড়াই করতে হ🍌বে। আমি ৯০ মিটারের উপর থ্রো কর💞ার টার্গেট সেট করেছি। ফলে আমাকে হারানো নীরজের পক্ষে অসম্ভব ব্যাপার হতে চলেছে।’
টোকিওয় ফাইনালের জন্য যোগ্যতা অর্জন পর্বে ৮৫.৬৪ মিটার ছুঁড়ে ভেটার নীরজেরꦬ (৮৬.৬৫ মিটার) পরেই দ্বিতীয় স্থানে ছিলেন। আশা ছিল ফাইনালে কড়া ট𝔉ক্কর হবে। তবে প্রথম আটে না থাকায় আগেভাগেই ফাইনাল থেকে ছিটকে যান ভেটার। তাঁর সর্বোচ্চ থ্রো ছিল ৮২.৫২ মিটার। তারপরের ঘটনা সবাই জানেন। আগে ভেটারের মন্তব্যে কোন প্রতিক্রিয়া না দিলেও জ্যাভলিন ফাইনালের পর অবশেষে মুখ খুললেন ভারতীয় জ্যাভলার।
তিনি বলেন, ‘আমাকে ❀অনেকেই ভেটার আমার ব্যাপারে কী মন্তব্য করেছে তা বলে♓ছিল। আমি তখন সেই বিষয়ে কিছু বলতে চাইনি। তবে অলিম্পিক্সে বিশ্বব়্যাঙ্কিংয়ে কে কোন স্থানে রয়েছে, তার খুব একটা গুরুত্ব থাকে না। ওই নির্দিষ্ট দিনে কে কেমন পারফর্ম করছে, সেটা আসল। সত্যি বলতে, আমার এখন ওর জন্য একটু খারাপই লাগছে, কারণ ও ফাইনালে তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল। তবে খেলায় এমনটা হয়েই থাকে, সেরা খেলোয়াড়রাও অনেক সময় জেতেন না।’
হয়তো ভেটারের মন্তব্যে কিছু না বললেও ভিতরে ভিতরে নিজেকে প্রমাণ করার আগুন জ্বালিয়ে ছিলেন নীরজ। এই ঘটনা আবারও প্রমাণ করল অতিবিশ্বাস কোন ক্ষেত্রেই ভাল নয়। নীরজ নিজের জবাবেও ভেটারেℱর মতো একজন চ্যাম্পিয়ন অ্যাথলিটের প্রতꦰি যোগ্য সম্মান জানালেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।