শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সূর্য অভিষেকের পর থেকেই চমকের পর চমক দিয়ে চলেছেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয়🅘 দিনে বাবর আজমের টিমকে সমস্যায় ফেলে দিয়ে অভিষেকের পর থেকে টানা তৃতীয় ই♑নিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে ইতিহাসের নাম লিখিয়ে ফেললেন শ্রীলঙ্কার স্পিনার জয়সূর্য।
টম রিচার্ডসন এবং ক্ল্যারি গ্রিমেটের পর প্রভাত জয়সূর্য হলেন বিশ্ব ক্রিকেটের ইতিহ✃াসে তৃতীয় বোলার, যিনি টেস্ট কেরিয়ারের প্রথম তিনটি ইনিংসেই পাঁচ বা তার বেশি উইকেট নিলেন। 😼পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে তাঁর পাঁচ উইকেটের আগে, জয়সূর্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রথম ইনিংসে ১১৮ রানে ৬ এবং দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন। এর পরে পাকিস্তানের বিরুদ্ধেও ৫ উইকেট নেওয়ার ধারা বজায় রাখলেন জয়সূর্য।
আর🍬ও পড়ুন: এলেন, দেখল𝕴েন, জয় করলেন- অভিষেক টেস্টেই ইতিহাস লঙ্কার নতুন জয়সূর্যের
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও যদি জয়সূর্য ফের পাঁচ উইকেট নিতে পারেন, তবে তিনি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে অভিষেকের পর টেস্টে টানা চার ইনিং♕সে ৫ বা তার🏅 বেশি উইকেট নেওয়া প্রথম বোলার হবেন।
মুথাইয়া মুরলিধরন এবং রঙ্গনা হেরাথের পর শ্রীলঙ্কার তৃতীয় স্পিনꦫার হিসেবে জয়সূর্য টানা তিন ইনিংসে পাঁচ উইক🦋েট নেওয়ার নজির গড়লেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।