ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কী? সেটা জানতে গত ১৯ জানুয়ারি কও্লাবকে একটি চিঠি দিয়েছিল প্রাক্তন ফুটবলারদের কমিটি। ১৫ দিন পেরিয়ে গেলেও সেই উত্তর পায়নি তারা। প্রাক্তনদের দাবি, বিগত ২-৩ বছর ধরে লাল-হলুদের যা পারফরম্যান্স, তাতে প্রাক্তনরা মুষড়ে পড়েছে। ইস্টবেঙ্গল সমর্থকরাও রীতিমতো হতাশ।
লাল-হলুদের এই খারাপ পরিস্থিতি মানতে না পেরেই ক্লাবের ভবিষ্যতকে সুরক্ষিত করার জন্য প্রাক্তনরা এগিয়ে এসেছেন। মনোরঞ্জন ভট্ট🐷াচার্য, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়দের দাবি, ক্লাব তাদের সামর্থ্য অনুযায়ী ফুটবল টুর্নামেন্ট খেলুক। প্রয়োজনে আইএসএল খেলতে হবে না। যদিও 🐠ক্লাব কর্তাদের দাবিতে কিছুটা হলেও অবাক হয়েছেন অনেকেই।
পরের মরশুমে দল গঠনের জন্য প্রয়োজনে প্রাক্তন ফুটবলারদের নিয়ে টেকনিক্যাল কমিটি গঠন করুক ইস্টবেঙ্গল ক্লাব। অবাক করার মতো বিষয় হল, বিগত ১৭ বছর আই লিগ না এলেও ক্লাবের পারফরম্যান্সের জন্য কখনও এগিয়ে আসেনি এই কমিটি। এই বছর ক্লাব-ইনভেস্টর বিতর্কে জল ঢালতেই প্রাক্তন ফুটবলারদের কমিটি গঠিত হয়েছে ব🐟লে মনে করা হচ্ছে। প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, ভাস্কর গঙ্গোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, অতনু ভট্টাচার্য, মিহির বসু, রহিম নবিরা ছিলেন সাংবাদিক সম্মেলনে। আইএসএল খেলার জন্য সেই সময় বিনিয়োগকারী সংস্থাকে একগুচ্ছ অনুরোধ করে এই কমিটি। যার কোনওটাই পাত্তা দেয়নি ইনভেস্টর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।