এখনও আসন্ন এশিয়া কাপ খেলার বিষয় নিয়ে কিছুই পরিষ্ꦑকার হয়নি। এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, তবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এর সচিব জয় শাহ ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে ভারতীয় দল ২০২৩ সালের এশিয়া কাপের জন্য পাকিস্তান সফরে যাবে না। মনে করা হচ্ছে বিসিসিআইয়ের এই মনোভাবের জন্য এশিয়া কাপ অন্য কোথাও স্থানান্তরিত হতে পারে। যদিও পাকিস্তানেই এশিয়া কাপ আয়োজনে অনড় পিসিবি। এ দিকে পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় শাহিদ আফ্রিদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত প্রেমময় এবং কিছুটা মজার ভঙ্গিতে একটি অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, ‘মোদী সাহেব যেন ক্রিকেট খেলাটা হতে দেবেন।’
আরও পড়ুন… ভারতে 2023 ODI Worl𒐪d Cup জিতবে বাবররা, পাক কিংবদন্তির ভবিষ্যদ্বাণী
শাহিদ আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের নিরাপত্তার কথা বলতে গেলে বলব সম্প্রতি অনেক আন্তর্জাতিক দল আমাꦯদের সফর করেছে। আমরা ভারতেও নিরাপত্তার হুমকির পেয়েছিলাম। তবে দুই দেশের সꦍরকারের কাছ থেকে অনুমতি পেলে সফর হয়।’ এর পর আফ্রিদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত প্রেমময় এবং কিছুটা মজার সুরে অনুরোধ করেছেন যে মোদী সাহেব যেন ক্রিকেট হতে দেন।
‘স্পোর্টস তক’ -এ কথা বলার সময় শাহ📖িদ আফ্রিদি বলেছেন, ‘আমরা যদি কারও সঙ্গে বন্ধুত্ব করতে চাই এবং সে আমাদের সঙ্গে কথা না বলে, তাহলে আমরা কী করতে পারি? বিসিসিআই একটি শক্তিশালী বোর্ড এতে কোনও সন্দেহ নেই। আপনি যখন শক্তিশালী তখন আপনার দায়িত্ব বেশি থাকে। আরও শত্রু তৈরি করার চেষ্টা করবেন না, আপনাকে বন্ধু তৈরি করতে হবে। আরও বন্ধু তৈরি করা আপনাকে আরও শক্তিশালী করে তোলে।’ পিসিবি কি দুর্বল? এর জবাবে আফ্রিদি বলেন, ‘আমি পিসিবিকে দুর্বল বলব না, তবে সামনে থেকেও সাড়া এসেছে। আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি যদ🎀ি আমার সঙ্গে বন্ধুত্ব করতে না চাও তাহলে কি করব?’
আরও পড়ুন… শাস্ত্রী ꧙নয় বীরুকে কোচ চেয়েছিলেন কোহলি, ফাঁস করলেন প্রাক্তনী
২০০৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সিরিজের কথা স্মরণ করে শাহিদ আফ্রিদি বলেন, ‘সেই সময় বড় মিডিয়ার লোকজন এসেছিলেন। ভা🌊জ্জি, যুবি এবং অন্যান্য খেলোয়াড়রা বাইরে গিয়ে কিছু কিনতেন। তাঁরা যখন রেস্টুরেন্টে যেতেন তখন 𒀰কেউ তাদের কাছ থেকে টাকা নিত না। এটাই দুই দেশের সৌন্দর্য।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/pꦿ7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।