অশ্লীল অডিয়ো ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটার স্নেহ রানার কোচের বিরুদ্ধে POCSO আইনে মামলা করা হয়েছে। দেরাদুন পুলিশ উত্তরাখণ্ডের ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন পদাধিকারী এবং আন্তর্জাতিক ক্রিকেটার স্নেহ রানার কোচের অডিয়ো ক্লিপ শোনার পরে POCSO আইনের অধীনে মামলা করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, স্নেহ রানার কোচ নরেন্দ্র শাহকে একজন মেয়ে ক্রিকেটারের সঙ্গে অশ্লীল কথোপকথন করতে শোনা যায়। এই অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পরে, নরেন্🥃দ্র শাহ শুক্রবার নেহেরু কলোনিতে নিজের বাসভবনে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এবং এখনও তিনি দেরাদুনের দুন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতিཧ রয়েছেন।
আরও পড়ুন… ভাইরাল অশ্লীল অডিও ক্লিপ, স্꧋নেহ রানꦛার কোচের আত্মহত্যার চেষ্টা, ফের বিতর্কে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থা
শনিবার সিএইউ-তে মহিলা ক্রিকেটের সহ-আহ্বায়কের পদ থেকে নরেন্দ্র 🌟শাহকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও তিনি এখনও চামোলি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পদে রয়েছেন। যেই তরুণীর সঙ্গে তাঁর অডিয়ো ক্লিপটি ভাইরাল হয়েছে, সেই মেয়েটি চামোলি জেলার নাবালিকা এবং দেরাদুনে ক্রিকেট প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষা গ্রহণ করছে বলে জানা গিয়েছে। নেহেরু কলোনি থানার ইনচার্জ লোকেন্দ্র বহুগুনা বলেছেন, ‘আমরা আইপিসির POCSO আইন, ৫০৬ এবং SC/ST আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করেছি। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলছে।’
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ উত্তরাখণ্ডের মুখপাত্র বিজয় প্রতাপ মাল্লা এইচটি-কে বলেছে🐟ন, ‘ভাইরাল অডিয়ো ক্লিপ সম্পর্কে মিডিয়া রিপোর্টের প্রেক্ষ🤡িতে রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের শীর্ষ সংস্থা শনিবার একটি ভার্চুয়াল বৈঠক ডেকেছিল এবং নরেন্দ্র শাহকে মহিলা ক্রিকেটের আহ্বায়কের সহ-পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে।’
আরও পড়ুন… Kedar jadhav's father found:ꦓ অবশেষে নিঁখোজ বাবাকে খুঁজে পেলেন কেদার যাদ🍸ব
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ উত্তরাখণ্ডের মুখপাত্র বিজয় প্রতাপ মাল্লা আরও বলে𓆉ছেন, ‘শাহ এখনও চামোলি জেলা ক্রꦜিকেট অ্যাসোসিয়েশনের সচিব পদেও রয়েছেন। আমরা আমাদের পর্যায়ে ব্যবস্থা নিয়ে তাঁকে সিএইউ পদ থেকে সরিয়ে দিয়েছি। চামোলি জেলা সমিতির পদ থেকে তাঁকে অপসারণের সিদ্ধান্ত তাদের পর্যায়ে নেওয়া হবে। আমরা এখনও শাহের বিরুদ্ধে মেয়ে ক্রিকেটার বা তার পরিবারের কাছ থেকে কোনও অভিযোগ পাইনি। এ ধরনের কোনও অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার🎃 H✨T App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।