১৯ বছর পর সুইডিশ ওপেন খেলতে নামলেও, শেষটা মধুর হল না রাফায়েল নাদালের। রবিবার সপ্তম বাছাই নুনো বর্জেস ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালকে উড়িয়ে দিলেন একেবারে স্ট🍌্রেট সেটে। ৬-৩, ৬-২ গেমে রাফাকে হারিয়ে দিলেন তিনি। এটাই নুনোর প্রথম এটিপি 💯ট্যুর জয়।
আসলে প্যারিস অলিম্পিক্সে কার্লোজ আলকারাজের সঙ্গে জুটি বেঁধে নামবেন রাফায়েল নাদাল। সোনা জয়ের ♉লক্ষ্যে। সে কারণেই তিনি সুরকির কোর্টে প্রস্তুতি সারতে সুইডিশ ওপেনে নেমেছিলেন। কিন্তু প্রস্তুতিতেই হোঁচট খেলেন রাফা। ২০০৫ সালে তিনি এই প্রতিযোগিতা শেষ বার জিতেছিলেন﷽। তার পর থেকে আর কখনও এই এটিপি ২৫০ ট্যুর টুর্নামেন্টে অংশ নেননি নাদাল।
২০২২ সালে ফরাসি ওপেনে🅠র পর ফের কোনও প্রতিযোগিতার ফাইনাল খেলতে নেমেছিলেন নাদাল। কিন্তু বাজে ভাবে হেরে যান তিনি। নুনো বর্জেসের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেননি না নাদাল। অথচ কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে রাফার দারুণ প্রত্যাবর্তনের সাক্ষী থেকেছেন টেনিসপ্রেমীরা। কোয়ার্টার ফাইনালে নাদাল চার ঘণ্টার থ্রিলার জেতেন মারিয়ানো নাভোনের বিরুদ্ধে। সেমিফাইনালে হারান দুজে আদুকোভিচকে। কিন্তু ফাইনালে শেষ রক্ষা হল না। এই ফাইনালে খেলার জন্য ডাবলসের সেমিফাইনালেও খেলতে নামেননি রাফা। সেখানে তাঁর পার্টনার ছিলেন ক্যাসপার রুড।
নাদাল ম্যাচের পর বলে দেন, যোগ্য হিসাবেই নুনো এই খেতাব জিতেছেন। 🌊তাঁকে তাই অভিনন্দনও জানান রাফা। নাদাল সাফ বলেন, ‘এই দারুণ জায়গায় গত দেড় সপ্তাহ খুব ভালো ভাবে উপভোগ করলাম। কোর্টে মজাও পেয়েছি। দীর্ঘ ম্যাচও খেলেছি। এটি আমার সেরা দিন ছিল না। তবে নুনোকে কৃতিত্ব দিতেই হবে। তিনি ভালো খেলে আমার কাজ কঠিন করে দেন।’
আরও পড়ুন: রেকর্ড রান করে বড় জয় ছিনিয়ে নিলেন হরমনরা, হল⛎ ইতিহাস, সেমির পথে এক পা ভারতের
সঙ্গে রাফা যোগ করেন, ‘আমি আমার পরিবারএবং টিমকে আমার পাশে থাকা এবং সব কিছুর জন্য শুধু যদি ধন্যবাদ জানাই, তবে সেটা 𓆏যথেষ্ট হবে না। গত কয়েক বছর আমার জন্য সহজ ছিল না। আমার টিম এবং পরিবার আমার সঙ্গে সব সময়ে ছিল। আমাকে সব রকম সাহায্য করেছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এইখানে এমন লোকজনের মাঝে খেলতে পেরে সৌ🐓ভাগ্য বোধ করছি। আমাকে কোর্টে বিশেষ ফিল করানো হয়েছে। যা আমাকে কঠিন সময়ে অনেক শক্তি দিয়েছে। আমাকে পুরো টুর্নামেন্ট জুড়ে সমর্থন করার জন্যও ধন্যবাদ। আমি জানি না, এখানে আবার খেলতে পারব কিনা! সম্ভবত নয়। তবে আমি এখানে ফিরে এসে নিঃসন্দেহে আরও একবার খেলা উপভোগ করেছি।’ নাদালের কথাতে পরিষ্কার, তিনি তাঁর অবসর নিয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন: Champions Trophy 2025-এ কোনও হাইব্রিড মডেল🧸 হবে না… ভারতকে সতর্ক করলেন PCB চেয়ারম্যান মহসিন নাকভি
এদিকে তাঁকে হারিয়ে🔜 নুনো আবেগাপ্লুত। তিনি বলেন, ‘আমরা🍃 সকলে চাইছিলাম নাদাল জিতুক। আমার মনের মধ্যেও একটা অংশ নাদালের জয় দেখতে চাইছিল। কিন্তু বাকি অংশটা হয়তো অন্য কিছু চাইছিল। এটা অসাধারণ এক অভিজ্ঞতা।’
২৬ অগস্ট থেকে শুরু হতে চলা অলিম্পিক্সের ডাবলস খেলবেন নাদাল। কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বাঁধবেন। চোটের কারণে নাদাল উইম্বলডনে খেলতে পারেননি। কিছু বছর ধরেই চোট নিয়ে ভুগছেন নাদাল। তবে বারবার চোট সারিয়ে ফিরেও এসেছেন কোর্টে। অলিম্পি💫ক্সে কি আলকারজের সঙ্গে সোনার হাসি দেখা যাবে রাফার মুখে? সেটা দেখার জন্য অবশ্য এখন অপেক্ষꦍা করতেই হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।