আজ রঞ্জি ট্রফিতে একাধিক ম্যাচ ছিল। একাধিক তারকা মাঠে নামেন। কয়েকজন ত🍸ারকা দারুণ খেলেছেন। আবার কয়েকজন ব্যর্থ হয়েছেন। আজ রঞ্জি ট্রফিতে কোন তারকা কেমন খেলেছেন, তা দেখে নিন -
১) রিয়ান পরাগ: মহারাষ্ট্রের বিরুদ্ধে ২১ বলে 𝄹২২ রান করেন অসমের তারকা। স্ট্রাইক রেট ১০৪.৭৬। দুটি চার মারেন💦 এবং একটি ছক্কা মারেন পরাগ।
২) জয়দেব উনাদকাট: দিল্লির বিরুদ্ধে ১২ ওভারে ৩৯ রান দ𝐆িয়ে আট উইকেট নেন সৌরাষ্ট্রের অধিনায়ক। প্রথম ওভারেই হ্যাটট্র🀅িক করেন। দ্বিতীয় ওভারেই তাঁর উইকেটের সংখ্যা দাঁড়ায় পাঁচ।
৩) হৃতিক শওকিন: সৌরাষ্ট্রের বিরুদ্ধে ꦰ৯০ বলে ৬৮ রান করে🌌ন দিল্লির ক্রিকেটার। যিনি দুর্দশার মধ্যে দিল্লিকে কিছুটা রক্ষা করেন। দিল্লি যেখানে ১৩৩ রান তুলেছে, সেখানে ৫০ শতাংশের বেশি রান করেন মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড়।
৪) এন জগদীশন: ৩৭ বলে ২৩ রান করেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নয়া খেলোয়াড়। মুম্বইয়ের বিরুদ্ধে ওপেন করতে 𝄹নেমে দুটি চার মারেন তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটার।
৫) পৃথ্বী শ: তামিলনাড়ুর বিরুদ্ধে ৩৩💟 বলে ৩৫ রান করেন মুম্বইয়ের ওপেনার পৃথ্বী। স্ট্রাইক রেট ১০৬.০৬। ছ'টি চার মারেন।
৬) অজিঙ্কা রাহানে: তামিলনাড়ুর ৪৩ বলে ৪২ রান করেন মুম্বইয়ের অধিনায়ক। স্ট্রাইক রেট ছিল ৯৭🃏.৬৭। সাতটি চার মারেন।
৭) যশস্বী জয়সওয়া✤ল: আজ তামিলনাড়ুর বিরুদ্ধে কোনও রান করতে পারেননি মুমᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্বইয়ের ব্যাটার। তিন বল খেলে আউট হয়ে যান মুম্বইয়ের তারকা।
৮) সচিন ব🌜েবি: গোয়ার বিরুদ্ধে ১১৮ বলে ৪৬ রান করে🉐ন কেরলের ব্যাটার। একটি চার এবং দুটি ছক্কা মারেন।
৯) অর্জুন তেন্ডুলকর: কেরলের বিরুদ্ধে ১৪ ওভারে ৪৫ রান দেন গোয়ার🌊 বোলার তথা সচিন তেন্ডুলকরের পুত্র। একটি মেডেন দেন⭕। কোনও উইকেট পাননি।
ꦡ ১০) অনুকূল রায়: ৩১ বলে ১৬ রান করেন ঝাড়খণ্ডের খেলোয়াড়। যা ঝাড়খণ্ডের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান। রাজস্থানের বিরুদ্ধে তিন ওভারে ১৮ রান দেন কলকাতা নাইট রাইডার্🐓সের (কেকেআর) অনুকূল। কোনও উইকেট পাননি তিনি।
১১)🅠 কেএস ভরত: হায়দরাবাদের বিরুদ্ধে ১১ বলে পাঁচ রান নেন অন্ধ্রপ্রদেশের ভরত। যিনি ঋষভ পন্তের পরিবর্তে ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে পারেন বলে একাধিক মহলে জল্পনা চলছে।
১২) বিষ্ণু সোলাঙ্কি: প্রথমদিনের শেষে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ১৬৪ রানে অপরাজিত থাকেন বরোদার অধিনায়ক। ২৪৭ বলে সেই রান করেছেন। স্ট্রাইক রেট ৬৬.৪। ২🎐৪ টি চার মেরেছেন।
১৩) বৈভব অরোরা: বরোꦗদার বিরুদ্ধে ১৭ ওভারে ৭৮ রান খরচ করেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। 🎶কোনও উইকেট পাননি তিনি।
১৪𝔍) বিরাট সিং: রাজস্থানের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ঝাড়খণ্ডের অধিনায়ক। ১১ বলে মাত্র এক রান করে আউট হয়ে যান।
১৫) নেহাল ওয়াধেরা: আইপিএলে সদ্য দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার সেই নেহালই গুজরাটের বিরুদ্ধে অপরাজিত ১২০ রান করেছেন নেহাল। ২৩৪ বলে সেই রান করেছেন। স্ট্রাইক রেট ৫১.২৮। ১৬ টি চার মারেন। একটি ছক💜্কা মারেন পঞ্জাবের খে💧লোয়াড়।
আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জিতে 'ওয়ান ডে' খেলতে গিয়ে উইকেট দিল🍌েন পৃথ্বী, সেট হয়েও আউট রাহানে
১৬) বিভ্রান্ত সিং: রেলওয়েজে বিরুদ্ꦇধে মাত্র এক ওভার বল করেছেন জম্মꦰু ও কাশ্মীরের অল-রাউন্ডার। এক ওভারে ১৯ রান দেন।
১৭) রজত পতিদার: বিদর্ভের বিরুদ্ধে ১২১ রান করেন মধ্যপ্রদে🧜শের ক্রিকেটার। ২৩৬ বলে সেই রান করেন। স্ট্রাইক রেট ৫১.২৭। ২০ টি চার মারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।