💝যে পিচে বাংলার ২ জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন আর ৭ জন হাফ-সেঞ্চুরি, সেই ২২ গজেই বাংলার বোলারদের দাপটে ল্যাꦍজেগোবরে হল ঝাড়খণ্ডের ব্যাটাররা। ১৫০ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে বসেছিল তারা। শেষ পর্যন্ত টেনেটুনে ঝাড়খণ্ড অল আউট হল ২৯৮ রানে। সায়ন মণ্ডল এবং শাহবাজ আহমেদের দাপটে একেবারে থরহরিকম্প অবস্থা হয় ঝাড়খণ্ডের।
টসে জিতে ফিল্ডিং নিয়েছিল ঝাড়খণ্ড। আর এতেই সুবিধে পেয়ে যায় বাংলা। একেই বল༺ে বোধহয় বুমেরাং হয়ে যাওয়া। ব্যাট করতে নেমে ঝাড়খণ্ডকে চাপে ফেলে রানের পাহাড় গড়ে বাংলা।
বাংলার মোট ৭ জন প্লেয়ার- অভিষেক রমন (৬১), অভিমন্যু ঈশ্বরণ (৬৫),🦂 মনোজ তিওয়ারি (꧅৭৩), অভিষেক পোড়েল (৬৮), শাহবাজ আহমেদ (৭৮), সায়ন মণ্ডল (অপরাজিত ৫৩) এবং আকাশ দীপ (অপরাজিত ৫৩) হাফসেঞ্চুরি করেছেন। আর দু'জন প্লেয়ার- সুদীপ ঘরামি (১৮৬) এবং অনুষ্টুপ মজুমদার (১১৭) সেঞ্চুরি করেছেন। ৯ জন ব্যাটারই ক্রিজে ব্যাট করতে নেমেছিলেন। প্রত্যেকেই অন্তত পক্ষে হাফসেঞ্চুরি করে প্রথম শ্রেণীর ক্রিকেটে ইতিহাস লিখে ফেলে।
আর𓆏ও পড়ুন: প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য নজির বাংলার, ৯ জন ব্যাট🌺 করে সবাই অন্তত ৫০ পার করলেন
আরও পড়ুন: উত্তরাখণ্ডকে ৭২৫ রানে হারিয়ে প্রথম শ্রেণির কꦆ্রিকেটে বিশ্ব রেকর্ড, সেমিতে মুম্বই
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।