শুভব্রত মুখার্জি: জন্মদিনের ঠিক আগের দিনেই নিজের প্রিয় দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নেমে সময়টা একেবারেই ভাল গেল না পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। নিজে তো পেনাল্টি মিস করলেন তার উপর দল ম্যাচ হেরে বিদায় নিল♉ এফএ কাপ থেকে।
শনিবাসরীয় রাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডে মিডলসবরোর কাছে হেরে এবারের এফএ কাপ থেকে বিদায় নিল ইউনাইটেড। ইউনাইটেডের হয়ে জ্যাডন স্যাঞ্চো গোল করার পর মিডলসবোরোকে সমতায় ফেরান ম্যাটস ক্রুকস। এরপর ম্যাচে আর কোন গোল না হয়ার ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও কার্যত রুদ্ধশ্বাস মুহূর্তের সাক্ষী ছিলেন দর্শকরা। টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে হারতে হল ম্যাঞ্চেস্কার ইউন𒊎াইটেড দলকে। টাইব্রেকারে রেড ডেভিলসদের হয়ে অ্যান্টনি অ্যালেঙ্গা গোল করতে ব্যর্থ হয়েছেন।
প্রসঙ্গত রবিবার ৫ ই ফেব্রুয়ারি ৩৭ বছরে পা দিয়েছেন রোনাল্ডো। নিজের ৩৭তম জন্মদিনের আগের দিনেই এফএ কাপে তার ভুলের খেসারত দিতে হল ইউনাইটেডকে। ম্যাচে পেনাল্টি মিস করেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয়🃏 সারির দল মিডলসবোরর উপর ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল ইউনাইটেডের। গোটা ম্যাচে ৭১ শতাংশ বল ছিল তাদের দখলে। পুরো ম্যাচে ৩০টির মতো শট নিয়ে ৯টিই লক্ষ্যে রেখেছিল রাল্ফ রাংনিকের ছেলেরা। ম্যাচে মিডলসবোরো ৬ শটের মধ্যে ৩টি শট লক্ষ্যে ছিল।
ঘরের মাঠে ম্যাচের ২০ মিনিটে দলের রোনাল্ডো পেনাল্টি মিস করেন। অবশ্য পাঁচ মিনিট পরই এগিয়ে যায় রাংনিকের দল। ২৫তম মিনিটেই ব্রুনো ফার্নানꦕ্দেজের পাস থেকে গোল করেন স্যাঞ্চো। চলতি মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ইউনাইটেডে আসার পরে এটি তাঁর তৃতীয় গোল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ।
ম্যাচের ৬৪তম মিনিটে সমতায়ও ফেরে বোরো । বদলি হিসেবে নামা ডানকান ওয়াটমোরের প෴াস থেকে ম্যাচে সমতা ফেরান ইংলিশ মিডফিল্ডার ম্যাটস ক্রুকস। খেলা টাইব্রেকারে যায়। মিডলসবোꦗরোর আটজনই গোল করলেও ইউনাইটেডের হয়ে অষ্টম শট নিতে এসে বল গোলপোস্টের উপর দিয়ে মেরে বসেন অ্যান্টনি অ্যালেঙ্গা। ফলে টাইব্রেকারে ম্যাচ হেরে বিদায় নিতে হল ইউনাইটেডকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।