লকডাউনে একটা পুরনো ছবি খুঁজে পেয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রি🔜কেটার ইশা গুহ। ১৫ বছর আগের ছবিটি যে অত্💯যন্ত মূল্যবান, সেটা উপলব্ধি করেই তিনি ধন্যবাদ জানিয়েছেন ছবিটি যিনি তুলেছিলেন তাঁকে। যদিও ইশার মনে নেই আসলে কার তোলা ছবিটি।
২০০৫ সালে টেনিস এলবো থেকে সেরে ওঠার সময় সচিন তেন্ডুলকর কিছু নেট বোꦗলার চেয়েছিলেন। নেট বোলারের দলে জায়গা পেয়েছিলেন ইশা। সেই সুবাদে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে নেটে বল করার সুযোগ হয়েছিল প্♋রাক্তন মহিলা ক্রিকেটারের।
ইশা পুরনো ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হদিশ দিলেন একটি অজানা তথ্যের। নেটে সচিন ত🐼েন্ডুলকর ব্যাট করেছিলেন বাঁ-হাতেও এবং সেক্ষেত্রেও সচিন ছিলেন সমান স্বচ্ছন্দ।
টুইটারে ইশা লেখেন, ‘লকডাউনের একটা আবিস্কার! ওঁর মনে নেই তবে ২০০৫-এ কনুইয়ের চোট সারিয়ে♏ ওঠার সময় লিটিল মাস্টার কিছু নেট বোলার চেয়েছিলেন এবং সেই দলে আমিও একজন সৌভাগ্যবতী ছিꦰলাম।’
ইশা আরও লেখেন, ‘আমরা এক ঘণ্টা বল করেছিলাম। সচিন বাঁ-হাতেও ব্যাট করেছিলেন এবং ডান হাতের মতোই দারুণ ছিল বাঁ-হাতি ব্✤যাটিং। ছবিটি যেই তুলে𒊎 থাকুন, তাঁর জন্য রেড হার্ট।’
২০০৪-০৫ সালে টেনিস এলবোর জন্য সচিনের কেরিয়ার প্রায় শেষ হতে বস✤েছিল। তবে তেন্ডুলকর সুস্থ হয়ে দারুণভাবে ফিরে আসেন আন্তর্জাতিক মঞ্চে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।