শুভব্রত মুখার্জি
থাইল্যান্ডের কো সামুই দ্বীপে বন্ধুবান্ধবের সঙ্গে ছুটি কাটানোর সময়তে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি লেগ স্পিনার শেন কিথ ওয়ার্ন। বিশ্ব ক্রিকেটের ২২ গজ বরাবর সাক্ষী থেকেছে তাঁর বোলিং জাদুর। ফ্লিপার,🐬গুগলি,স্লাইডার কি ছিল না ওয়ার্নের ঝুলিতে! সদ্য প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের স্মৃতিচারণা করতে গিয়ে এক অজানা কাহিনীর কথা তুলে ধরলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের একদা সতীর্থ ক্রিকেটার অমিত পাগনিস। জানালেন একটি ম্যাচে স্পিনের জাদুকর শেন ওয়ার্নের বিরুদ্ধে ২ ওভারে ২২ রান করার পরে তাঁর ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। সেই অজানা কাহিনীকে জনসমক্ষে তুলে ধরলেন তিনি।
সারা বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম লড়াই ২২ গজে লড়েছেন শেন ওয়ার্ন। সচিন তেন্ডুলকর,ব্রায়ান লারা,অরবিন্দ ডিসিলভা কার বিরুদ্ধে না লড়তে হয়েছে ওয়ার্নকে। লেগ স্পিনকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তিনি। ১৯৯২ সালে অভিষেক হয়েছিল ওয়ার্নের। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভারত সফরে এসেছিলেন ওয়ার্ন। সেই সফরেরꦏ এক অজানা কাহিনী শুনিয়েছেন অমিত।
১৯৯৮ সালে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার আগে মুম্বই রঞ্জি দলের বিরুদ্ধে একটি প্রস্ততি ম্যাচ খেলেছিল অজিরা। সেই ম্যাচে মুম্বই দলকে নেতৃত্ব দেন সচিন তেন্ডুলকর। ব্রাবোর্ন স্টেডিয়ামে তিন দিনের সেই প্রস্ততি ম্যাচে মুম্বই ১০ উইকেটে জিতেছিল। সেই ম্যাচের এক টিম মিটিংয়ে সচিন তেন্ডুলকর,সঞ্জয় মঞ্জরেকররা তাঁকে কি উপদেশ দিয়েছিলেন সেকথাই জানালেন অমিত। তিনি বলেন ' ম্যাচের আগে আমাদের যে টিম মিটিং হয়েছিল তাতে সচিন, সঞ্জয়🤡রা ,ওয়ার্নকে অহেতুক সম্মান না দেখিয়ে খেলার পরামর্শ দেন। আমি প্রথম বলেই ওয়ার্নকে একটা চার মারি। ফ্লাইটেড লেগ স্পিন বলকে কভারের উপর দিয়ে চার মেরেছিলাম। আমার মনে আছে আমি ওয়ার্নের প্রথম দুই ওভারে ২১ না ২২ রান করেছিলাম। তবে এটা বলতেই হবে ওয়ার্নের বেশ কিছু বল খেলতে পারিনি আমি।আমি যখন ওকে লেট কাট করে বাউন্ডারি মেরে অর্ধশতরান পূরণ করি তখন ওয়ার্ন হাততালি দিয়ে অভিবাদন জানানোর পাশাপাশি বলেছিল খুব ভাল খেলেছ।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।