আচমকাই ভারতীয় ক্রিকেট নিয়ে আলোড়ল ফেলে দেওয়া সব দাবি জানিয়ে শিরোনামে চলে এসেছেন ভারতের নির্বাচক প্রধান চেতন শর্মা। জি নিউজের স্টিং অপারেশনে তিনি বিস্ফোরক সব কথাবার্তা বলেন, যা ভারতীয় ক্রিকেটের ভিতটাকেই নাড়িয়ඣে দিতে পারে।
বিশেষ করে সৌরভ ও কোহলির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এমন কিছু মন্তব্য করেন চেতন, যা প্রাক্তন ব♊িসিসিআই সভাপতির ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে।
কোহলিকে ভারতের ওয়ান ডে দলের নেতৃত্ব থেকে সরানো নিয়ে অনেকেই তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন। কোহলি ও সৌরভের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয় সংবাদমাধ্যমে। এমনকি কোহলি তো সৌরভের কপালে ঘুরিয়ে মিথ্যাবাদীর তকমাও 𒈔লাগিয়ে দেন।
চেতন শর্মা এক্ষেত্রে স্পষ্ট করে দেন যে, কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর পিছনে সৌরভের হাত ছিল 🦩না। তবে সৌরভ বিরাটকে কখনই পছন্দ করতেন না বলে মন্তব্য কর🍸েন চেতন।
আরও পড়ুন:- IND vs AUS: আলোচনার কেন্দ্রে দিল্লির পিচ, বল ঘুরবে কতটা? আগেভ﷽াগে খতিয়ে দেখলেꦬন দ্রাবিড়
স্টিং অপারেশনে চেতন শর্মা বলেন, ‘সৌরভ রোহিতের পক্ষপাতী না হলেও কোহলিকে কখনই পছন্দ করত না। বিষয়ট♔ি এভাবে দেখা যায়।’
পরক্ষ♈ণে চেতন এটাও জানিয়েছেন যে, কোহলি ভাবেন তাঁকে নেতৃত্ব থেকে সরানোর পিছনে বোর্ড সভাপতি 💖কলকাঠি নেড়েছেন। আসল সত্যিটা হল, সৌরভ মিটিংয়ে কোহলিকে টি-২০ নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের বিষয়টি নিয়ে আরও একবার ভেবে দেখতে বলেন, যেটা হয়তো খেয়াল করেননি বিরাট।
চেতনের কথায়, ‘বিরাট কোহলি ভাবে বিসিসিআই প্রেসিডেন্টের জন্য ওকে নেতৃত্ব খোয়াতে হয়েছে। নির্বাচক কমিটির ভিডিয়ো কনফারেন্সে ৯ জন ব্যক্তি উপস্থিত ছিল। সৌরভ সম্ভবত ওকে (টি-২০ নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের) বিষয়টি আরও একবার ভেবে দেখতে বলেছিল। আমার মনে হয় কোহলি সেটা খেয়াল করেনি। বৈঠকে আমি ও অন্য নির্বাচকরা ছাড়া বিসিসিআই অফি🐷সিয়ালরাও ছিল। কোহলি হয়ত শুনতে পায়নি।'
উল্লেখ্য, বিরাট কোহলি নিজের ইচ্ছাতেই জা🌳তীয় দলের টি-২০ ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। তবে ওয়ান ডে ও টেস্টে টিম ইন্ডিয়ার নেতৃত্🎃বে বহাল থাকতে চেয়েছিলেন তিনি। জাতীয় নির্বাচকরা ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেন কোহলিকে। পরিবর্তে সাদা বলের দুই ফর্ম্যাটেই নেতা করা হয় রোহিত শর্মাকে। পরে বিরাট টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।