🍰 আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কারের লড়াইয়ে চোখে পড়তে পারে ভারত-পাক দ্বৈরথ। যদিও দলকে বিশ্বকাপ জিতিয়ে খেতাব জয়ের জোরালো দাবিদার এক ব্রিটিশ তারকাও। দৌড়ে নাম লিখিয়েছেন জিম্বাবোয়ের লড়াকু অল-রাউন্ডারও।
🐟 ২০২২ সালের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে আইসিসি বর্যসেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত চার তারকার তালিকা প্রকাশ করে বৃহস্পতিবার। ছেলেদের বিভাগে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। এছাড়া লড়াইয়ে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের স্যাম কারান ও জিম্বাবোয়ের সিকন্দর রাজা।
সূর্যকুমার যাদব: 🌱২০২২ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান করেছেন সূর্যকুমার। ৩১টি ম্য়াচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ১১৬৪ রান। স্ট্রাইক-রেট ১৮৭.৪৩। সেঞ্চুরি করেছেন ২টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৯টি। চলতি বছরে একমাত্র এবং ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০০ রানের গণ্ডি টপকে যান সূর্যকুমার। ২০২২ সালে সংক্ষিপ্ত ফর্ম্যাটে মোট ৬৮টি ছক্কা মেরেছেন তিনি। এক বছরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এত ছক্কা আর কেউ মারতে পারেননি।
মহম্মদ রিজওয়ান:🌊 ২০২২ সালে ২৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৯৯৬ রান সংগ্রহ করেছেন রিজওয়ান। স্ট্রাইক রেট ১২২.৯৬। তিনি কোনও শতরান না করলেও হাফ-সেঞ্চুরি করেছেন ১০টি। পাক তারকা আইসিসির এক নম্বর টি-২০ ব্যাটসম্যানেও পরিণত হয়েছিলেন। যদিও তাঁকে বছর শেষ করতে হচ্ছে বিশ্বব়্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থেকে।
স্যাম কারান: 🌃২০২২ সালে ১৯টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে মাঠে নেমে মাত্র ৬৭ রান সংগ্রহ করলেও স্যাম কারান উইকেট নিয়েছেন ২৫টি। গত টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কারান। বিশ্বকাপেই তিনি উইকেট নেন ১৩টি। আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ১০ রান খরচ করে ৫টি উইকেট সংগ্রহ করেন স্যাম। ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।