এশিয়া কাপের সেমিফাইনালে থাইল্যান্ডকে নাস্তানাবুদ করে ফাইনালে ওঠার পাশাপাশি🍸 নয়া নজিরও গড়ে ফেললেন ভারত অধিনায়ক হরমপ্রীত কাউর। সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়ে ফেললেন হরমন। তিনি স্পর্শ করে ফেললেন নিউজিল্যান্ডের সুজি বেটসকে।
হরমন এ দিনের ম্যাচ নিয়ে মোট ১৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেললেন। এর আগে ১৩৬টি কুড়ি-বিশের ম্যাচ খেলার নজির ছিল সুজি বেটসের। সেটাই ছিল এত দিন মেয়েদের মধ্যে সর্বোচ🎃্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির। আর সেই রেকর্ডই বৃহস্পতিবার স্পর্শ করলেন হরমনপ্রীত।
এ ছাড়াও ব্রিটি🦋শ তারকা প্লেয়ার ড্যানি ওয়েটের ১৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির রয়েছে। অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি আবার ১৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডটিন খেলেছেন ১২৭টি টি-টোয়েন্টি ম্যাচ।
আরও পড়ুন⛄: দীপ্তিদের দাপটে ঝলসে গেল থাইল্যান্ড, ৭৪রানে বড় জয়, ফাইনালে ভারত
এ দিন এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে ৩০ ⛎বলে ৩৬ করেন হরমনপ্রীত। তাঁকে এ দিন বিধ্বংসী মেজাজে পাওয়া না গেলেও, ভারত ম্যাচ জেতায় নিঃসন্দ𓃲েহে ১৩৬তম টি-টোয়েন্টি ম্যাচের শেষটা মধুরই হয়েছে ভারত অধিনায়কের।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত🥂। ১৪ বলে মাত্র ১৩ রান করে সাজঘরে ফেরেন তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। তবে হাল ধরেন আর এক ওপেনার শেফালি বর্মা। ২৮ বলে ৪২ করেন তিনি। তা ছাড়া হরমনের ৩৬ এবং জেমিমা রডরিগেজের ২৬ বলে ২৭ রান, পূজা বস্ত্রকারের ১৩ বলে অপরাজিত ১৭ রানের হাত ধরে ভারত নির্দিষ্ট ২০ ওভারে ৬ উই𝕴কেট হারিয়ে করে ১৪৮ রান।
আরও পড়ুন: Asia Cup-ব্যাটারদ🐽ের দোষ দেখছেন না, ফাইনালে উঠে দীপ্তির প্রশংসায় মুখর হরমনপ্র💛ীত
জবাবে🔜 ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ১০০ রানও করতে পারেনি থাইল্যান্ড। নির্দিﷺষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৪ রান করে তারা। থাইল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান নারুয়েমল চাইওয়াই এবং নাতায়া বুচাথামের। তাঁরা দু'জনেই ২১ করে রান করেছেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি।
ভারতের হয় ৩ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। ২ উইকেট নিয়েছেন রাজ🌳েশ্বরী গায়কোয়াড়। ১টি করে উইকেট নিয়েছেন রেনুকা সিং, স্নেহ রানা এবং শেফালি বর্মা। ৭৪ রানে ম্য🎃াচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।