সোমবার উইমেন্স প্রিমিয়র লিগের ডাবল হেডারের শেষে একদিকে যেমন প্লে-অফে🀅র তিন দল নিশ্চিত হয়ে যায়, ঠিক তেমনই শীর্ষে থেকে সরাসরি ফাইনালে ওঠার লড়াই জমে ওঠে।
দিনের প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসকে হারিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করে ইউপি ওয়ারিয়র্জ। ম্যাচের আগে ইউপি দাঁড়িয়েছিল ৬ পয়েন൲্টে, গুজরাটের সংগ্রহে ছিল ৪ পয়েন্ট। অন্যদিকে আরসিবির সংগ্রহেও রয়েছে ৪ পয়েন্ট। ইউপি হারলে গুজরাট ৬ পয়েন্ট নিয়ে তাদের ধরে ফেলত। সেক্ষেত্রে দু'দলই প্লে-অফে যাওয়ার দৌড়ে টিকে থাকত। এক ম্যাচ বাকি থাকা আরসিবিরও সেক্ষেত্রে ৬ পয়েন্টে পৌঁছে লড়াইয়ে ভেসে থাকার সম্ভাবনা থাকত।
তবে ইউপি জিতে ৮ পয়েন্টে পৌঁছে যাওয়ায় একযোগে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় গুজরাট ও আরসিবির। গুজরাটের আর কোনও ম্যাচ♊ বাকি নেই। তাই তাদের ৪ পয়েন্ট নিয়ে অভিযান শেষ করতে হয়। আরসিবির একটি ম্যাচ বাকি রয়েছে। তারা সেই ম্যাচ জিতলেও ৬ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারবে না। সুতরাং, তৃতীয় স্থানে ওঠা কোনওভাবেই সম্ভব নয় স্মৃতি ম🌟ন্ধনাদের পক্ষে।
অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস বড় ব্যবধানে হারিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্সকে। ফলে ৭টি 𒀰করে ম্যাচ খেলে দু'দলেরই সংগ্রহ দাঁড়ায় ১০ পয়েন্ট করে। নেট রান-রেটে মুম্বইকে টপকে একে ওঠে দিল্লি। মুম্বই ত𒊎াদের শেষ ম্যাচ খেলবে আরসিবির বিরুদ্ধে। দিল্লি তাদের শেষ লিগ ম্যাচে মাঠে নামবে ইউপির বিরুদ্ধে।
আরও পড়ুন:- MI vs DC WPL 2023: ধ্বংসাত্মক ব্যাটিং শেফালিদের, মুম্বইকে দুরমুশ ಌকরে এক নম্বরের মুকুট ছ🐼িনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস
এই অবস্থায় শেষ ম্যাচে আরসিবির কাছে মুম্বই হারলে এবং ইউপি বড় ব্যবধানে দিল্𓃲লিকে হারালে মুম্বই, দিল্লি ও ইউপি, তিন দলের সংগ্রহ দাঁড়াবে ১০ পয়েন্ট করে। সেক্ষেত্রে নেট রান-রেটে লিগ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।
যদি দিল্লি ও মুম্বই🦩 নিজেদের শেষ ম্যাচ জেতে তবে উভয় দলের সংগ্রহ দাঁড়াবে ১২ পয়েন্ট করে। সেক্ষেত্রে তাদের মধ্যে নেট রান-রেটের নিরিখে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। যদি মুম্বই ও দিল্লির মধ্যে কোনও একদল তাদের শেষ ম্যাচ জেতে এবং অপর দল হারে, তবে যে দল শেষ ম্যাচ জিতবে, তারা ১২ পয়েন্ট নিয়ে সরাসরি ফাইনাল খেলবে। ১০ পয়েন্টে থাকা অপর দলকে এলিমিনেটরের বাধা টপকাতে হবে।
আরও পড়ুন:- IPL-এর আগে ফের বড় রান লিটনের ব্যাটে, ভুল লোকের উপর বাজি ধরে𒅌নি ভেবে আশ্বস্ত হবে KKR
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।