লিগের একেবারে শেষ ম্যাচে নির্ধা🅷রিত হল চূড়ান্ত ক্রমতালিকা। কারা লিগ চ্যাম্পিয়ন হবে, তা টের পাওয়া যায়নি আগে থেকে। উত্তেজনা জিইয়ে থাকে শেষ পর্যন্ত। বোঝাই 🦄যাচ্ছে যে, চলতি উইমেন্স প্রিমিয়র লিগে লড়াই জমে ওঠে কতটা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট জায়ান൲্টস যে টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছে, তা স্থির হয়ে যায় সোমবার। মঙ্গℱলবার প্রথম ম্যাচে মুম্বই পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এবং লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করে। পরে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস হারিয়ে দেয় ইউপি ওয়ারিয়র্জকে। ফলে তারা পুনরায় মুম্বইকে টপকে এক নম্বরে উঠে আসে।
সুতরাং লিগ টেবিলের ১ নম্বরে থেকে সরাসরি ফাইনালꦍের টিকিট হাতে পেয়ে যায় দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্স লিগের অভিযান শেষ করে দ্বিতীয় স্থানে থেকে। তাদের এবার এলিমিনেটরের লড⛦়াইয়ে নামতে হবে তৃতীয় স্থানে থাকা ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে। অথচ শুরু থেকেই মুম্বই ইন্ডিয়ান্স একতরফা দাপট দেখিয়ে আসে লিগ টেবিলে। দিল্লি টেক্কা দেয় কার্যত শেষ বেলায়।
দিল্লি ও মুম্বই, উভয় দলই নিজেদের ৮টির মধ্যে ৬টি করে ম্যাচে জয় তুলে নেয়। পরাজিত হয় ২টি করে ম্যাচে। দু'দলের পয়েন্ট সংখ্যা দাঁড়ায় ১২। তবে নেট রান-রেটে এগিয়ে থাকে ক্যাপিটালস। অন্যদিকে ইউপি ওয়ারিয়র্জ ৮টি ম্যাচের মধ্যে ৪টি জেতে ও ৪টি হারে। তারা সাকুল্যে ৮ পয়েন্ট সংগ্রহ করে। আরসিবি ও গুজরাট জেতে মা🐼ত্র ২টি করে ম্য়াচ। তারা উদ্বোধনী মরশুমে ৬টি করে ম্যাচে পরাজিত হয়।
আরও পড়ুন:- SA vs WI: ৫৪ বল♊ে মারকাটারি শতরান, দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালালেন সানরাইজার্সের ৫.২৫ কোটির ক্রিকেটার
উইমেন্স প্রিমিয়র লিগের চূড়ান্ত পয়েন্ট টেবিল:-১. দিল্লি ক্যাপিটালস: ম্যাচ-৮, জয়-৬, হಌার-২, পয়েন্ট-১২ (নেট রান-রেট: +১.৮৫৬)
২. মুম্ব𝓰ই ইন্ডিয়ান্স: ম্যাচ-৮, জয়-৬, হার-২😼, পয়েন্ট-১২ (নেট রান-রেট: +১.৭১১)
৩. ইউপཧি ওয়ারিয়র্জ: ম্যাচ-৮, জয়-৪, হার-৪, পয়েন্ট-৮ (নেট রান-রেট: -০.২০০)
৪. রয়্যাল চ্যালেꦬঞ্জার্স ব্যাঙ্গালোর: ম্যাচ-৮, জয়-২, হার-৬, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -১.১৩৭)
৫. গুজরাট 🐲জায়ান্টস: ম্যাচ-৮, জয়-২, হার-৬, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -২.ꦰ২২০)
আরও পড়ুন:- WPL 2023: মুখ চুন হরমনপ্রীতদের, UP-কে উড়িয়ে সরাসরি উইমেন্স প্রিমিয়র লিগের ফ💎াইনালে দিল্লি ক্যাপিটালস
উইমেন্স প্রিমিয়র লিগের প্লে-অফের সূচি:-এলিমিন✃েটর: মুম্বই ইন্ডিয়ান্স বনামౠ ইউপি ওয়ারিয়র্জ (২৪ মার্চ, শুক্রবার)।
ফাইনাল: দিল্লি ক্যাপিটালস 🤡বনাম এলিমিনেটরের জয়ী দল (২৬ মাꦐর্চ, রবিবার)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।